Tag: সড়ক ধসে গর্তে বাস

  • চীনে সড়ক ধসে বাস গর্তে, নিহত ৬

    চীনে সড়ক ধসে বাস গর্তে, নিহত ৬

    চীনে সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ৬ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

    সোমবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনে প্রধান সড়কে যাত্রীবাহী বাস থামার পর সড়কের একটি অংশ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

    এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, যাত্রীবাহী বাসটি সড়কের ওই গর্তে পড়ে যাওয়ার পর গর্তটি আরও বিস্তৃত হয়, এর কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে।

    ওই গর্তের ব্যস প্রায় ১০ মিটার বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

    এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রদেশ কর্তৃপক্ষ।