Tag: হংকং

  • বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন

    বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন

    হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল আনন্দের সাথে জানাচ্ছেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং (BAHK) এর একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ গঠন করা হয়েছে।

    ১৬ আগস্ট -এ কনস্যুলেট জেনারেল এবং BAHK-এর প্রধান পৃষ্ঠপোষক মিসেস ইসরাত আরার উপস্থিতিতে গঠিত হয়েছে।

    হংকং এ বসবাসরত সকল বাংলাদেশীদের প্রাণের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং (BAHK) এর ২০২৪-২০২৬ সালের কার্য নির্বাহী কমিটির সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হংকং প্রবাসীদের পরিচিত মুখ আশফাকুর রহমান পলাশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল ইসলাম নিজামী। কনস্যুলেট জেনারেল এবং প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আশফাকুর রহমান পলাশ সবসময়ই হংকং প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকেন। বিপদে আপদে পাশে দাঁড়ান। যে কোন সমস্যায় সমাধান করতে সর্বাধিক চেষ্টা করেন। তাছাড়া তিনি একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার। এ সকল গুণাবলীর জন্যই মানুষ তাকে ভালোবাসে বিশ্বাস করে এবং পছন্দ করে। তার নেতৃত্যু প্রত্যাশা করে। তাকে প্রবাসীরা ভালোবেসে সম্মান দেখিয়ে BAHK এর সভাপতি নির্বাচিত করেছেন বলে জানান হংকং প্রবাসী অনেকেই।

    আশফাকুর রহমান পলাশ বলেন- সকলের কাছে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি আশাকরি ও বিশ্বাস রাখি সকলের প্রচেষ্টায় BAHK উন্নতিলাভ করবে এবং হংকং এ বসবাসরত বাংলাদেশিদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করনে সামনে এগিয়ে নিয়ে যাবে।

    নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আশফাকুর রহমান সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ আউয়াল (লিটন)সহ-সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম নিজামী
    সাধারণ সম্পাদক শাহিন, মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান কোষাধ্যক্ষ ড. ফখরুল ইসলাম বাবু সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (আজমল) ক্রীড়া সম্পাদক মোঃ ফরহাদ ইসলাম জনসংযোগ সম্পাদক রাজু আহমেদ সদস্য মোঃ এস রহমান (জহির)সদস্য মোঃ গোলাম মোস্তফা সদস্য।

  • ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোরে পাকিস্তান

    ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোরে পাকিস্তান

    হংকংকের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯৪ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে হংকংয়ের ব্যাটিং লাইনআপ আর অলআউট হয় মাত্র ৩৮ রানে। এতেই পাকিস্তান ১৫৫ রানের বিশাল জয়ে নিশ্চিত করে সুপার ফোর।

    এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে হংকংকের বিপক্ষে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের হার না মানা ৭৮ রানের সঙ্গে ফখর জামানের ৫৩ আর শেষ দিকে খুশদিলের ১৫ বলে ৩৫ রানের টর্নেডো ইনিংসে ভর করে ১৯৩ রানের পুঁজি দাঁড় করায়।

    পাকিস্তানের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে কুপোকাত হংকং। শাদাব খান ২.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট অন্যদিকে মোহাম্মদ নেওয়ার ২ ওভারে ৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

    শুরুটা ইনিংসের তৃতীয় ওভারে নাসিম শাহর হাত ধরে। হংকং অধিনায়ক নিজাকাত খানকে আসিফ আলীর তালুবন্দি করান নাসিম। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে হংকংয়ের ব্যাটিং অর্ডার। ১৬ রানে প্রথম উইকেটের পতনের পর বাকি ৯ উইকেটে হংকং তোলে মাত্র ২২ রান। ব্যাট হাতে সর্বোচ্চ ৮ রান আসে নিজাকাতের কাছ থেকে। কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিন ব্যাটার ফিরেছেন শূন্য রানে।

    শেষ পর্যন্ত ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয় হংকং আর পাকিস্তান পেয়ে যায় ১৫৫ রানের বিশাল জয়।

    টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ৯ম সর্বনিম্ন দলগত স্কোর। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এটিই কোনো দেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের দিক থেকেও এটি বিশ্বরেকর্ডে ৯ম। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে রানের হিসাবে জয়ের দিক দিয়ে পাকিস্তানের এই জয় আছে দুই নম্বরে। কেনিয়ার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার ১৭২ রানের জয় আছে শীর্ষে।

  • করোনা ভাইরাস: হংকংয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু

    করোনা ভাইরাস: হংকংয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু

    প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্তদের মধ্যে হংকংয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালে তার মৃত্যু হয়।

    হাসপাতালটির মুখপাত্র জানান, ৭০ বছর বয়সী ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর বুধবার সকাল ৭টায় (স্থানীয় সময়) তিনি মারা যান।

    ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভোগা এ রোগীর মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা কর্মীরা।
    স্থানীয় সময় বিকালে হংকংয়ের স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে বলে জানিয়েছে মর্নিং পোস্ট।

    আগে প্রকাশিত তথ্যানুযায়ী, ওই ব্যক্তি হংকংয়ের কাওয়াই চুং এলাকার একটি বাড়িতে একাই বাস করতেন। ২ ফেব্রুয়ারি অসুস্থ হওয়ার ১০ দিন পর তাকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ফেব্রুয়ারি তিনি নতুন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়, তখনই তার অবস্থা সংকটজনক ছিল। ২২ জানুয়ারি তিনি এক দিনের সফরে চীনের মূলভূখণ্ডে গিয়েছিলেন।

    হংকংয়ে নতুন করোনাভাইরাসে মৃত্যুর প্রথম ঘটনা ঘটে ৪ ফেব্রুয়ারি। ওই দিন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান, তিনিও ডায়াবেটিসের রোগী ছিলেন।

    চীন শাসিত হংকংয়ে এ পর্যন্ত ৬২ জন নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের মৃত্যু হলো।

    বুধবার প্রকাশিত হওয়া সবশেষ তথ্য অনুযায়ী, চীনে এখন পর্যন্ত ২ হাজার ৪ জন মারা গেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে। চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত ৭৪ হাজার ১৮৫ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং আরো বেশ কয়েকটি দেশে আরও ৭০০ জনের মধ্যে সংক্রমিত হয়েছে এই ভাইরাস।