Tag: হতাহত

  • আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

    আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় মালবাহি একটি মিনি ট্রাকের সাথে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন হতাহতের খবর পাওয়া গেছে।

    আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার (পিএবি) সড়কের বারখাইন ঝিওরী মাজার গেইটের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শহর থেকে বাসা বদলের ফার্নিচার বোঝাই একটি মিনি ট্রাক আনোয়ারার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সার সংগে সংঘর্ষ হয়।

    সংঘর্ষে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। একই ঘটনায় দুমড়ে মুছড়ে যায় সিএনজি অটোরিক্সাটি। এতে সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।

    আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় হয় এবং ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয়রা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মিরসরাই মহাসড়কে দুর্ঘটনায় হতাহত ৪

    মিরসরাই মহাসড়কে দুর্ঘটনায় হতাহত ৪

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

    মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে মহাসড়কের জামালের দোকান এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আম বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার বাইরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলে একজন মারা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।এ সময় আহত হয়েছে আরো তিন জন। আমরা দুর্ঘটনায় কবলিত ট্রাকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

  • পটিয়া শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : ২ জন নিহত

    পটিয়া শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : ২ জন নিহত

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন হতাহতের খবর পাওয়া গেছে।

    পটিয়া শান্তিরহাট এলাকায় দুই বাসের সংঘর্ষ হতাহত 2

    আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকালে শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে পটিয়া রুটের একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    দুর্ঘটনায় ২ জন নিহত ও আরো অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতরা হলেন, কক্সবাজরে জেলার বাসিন্দা জাহিদ হোসেন (৩৮) এবং নোয়াখালী জেলার বাসিন্দা মো. ওমর ফারুক (৪০)।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে ছেড়ে আসা পটিয়া রুটের বিসমিল্লাহ নামে লোকাল বাস ও কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানিয়েছে, খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে।

    আরো অন্তত ১৮ জনের মতো বাস যাত্রী কম বেশি আহত হয়েছে জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন তাদের কারো অবস্থা গুরুতর না হওয়ায় তারা যার যার মতো করেই দুর্ঘটনাস্থল ত্যাগ করেছে।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক ২ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছে।

    গুরুতর আহত হয়েছে ৪ থেকে ৫ জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর পর বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

    পটিয়া ফায়ার সার্ভিসের লিডার দীপক দাশ জানান, দুর্ঘটনাস্থল থেকে নিকা সুলতানা (২৮), মো. আরিফ(২৬), বাপ্পি, মুক্তা(৩০) ও মিনু আখতার (৩৫) নামে ৫ বাস যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • ভবন নির্মাণ সামগ্রীসহ পটিয়ার আমজুরহাট পুকুরে ট্রাক : হতাহত ৪

    ভবন নির্মাণ সামগ্রীসহ পটিয়ার আমজুরহাট পুকুরে ট্রাক : হতাহত ৪

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ভবন নির্মাণের সামগ্রী ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে চারজন হতাহতের খবর পাওয়া গেছে।

    সোমবার সকাল ৭টার সময় পটিয়ার থানার হাট থেকে ভবন নির্মাণের সামগ্রী নিয়ে হাটহাজারী যাওয়ার পথে কক্সবাজার আরকান মহাসড়কের আম্জুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরে পড়ে যাওয়া ট্রাকের নিচ থেকে এক শ্রমিকের মরদেহসহ আহত চারজনকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

    নিহতের নাম শাকিল (২৮)। তিনি আনোয়ারা উপজেলার চাতুয়া এলাকার শাহাজাহানের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন কালুরঘাট এলাকার মো. কাসেম (২৪), আনোয়ারা এলাকার আজিজুর রহমানের ছেলে মিজান (২২) এবং পটিয়া আম্জুরহাট এলাকার সনজীব দাশের ছেলে আকাশ (১৩)।

    পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌমেন বড়–য়া বলেন, সোমবার সকালে পটিয়া আমজুরহাট এলাকায় পুকুরে পড়ে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।