২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি আজিজ ডাকাত ওরফে আইজ্জা ডাকাত নিহত হয়েছে। রবিবার গভীররাত আড়াইটার সময় নগরীর খুলশী থানা নাসিরাবাদ প্রোপার্টিস লিমিটেড নামের আবাসিক এলাকার চার নম্বর সড়কের পশ্চিমে টিলায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড অব্যবহৃত কার্তুজ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গরিবুল্লাহ শাহ আবাসিক এলাকার এক বাসা চুরির অভিযোগের সুত্র ধরে পুলিশ আইজ্জ্যা ডাকাতকে গ্রেফতারে অভিযানে গেলে ডাকাত আইজ্জ্যা ও তার সহযোগীরা অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশের উপর গুলি বর্ষন করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে আইজ্জ্যা বাহিনীর সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিব্ধ অবস্থায় আইজ্জ্যাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রনব চৌধুরী। তিনি বলেন, গত (১৫ নভেম্বর) শুক্রবার জুমার নামাযের সময় গরীবুল্লাহ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় ঢুকে এক মহিলাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক।
মামলার তদন্ত করতে গিয়ে ঘটনার দিন ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিসহ চালক শাহজালালকে আটক করে পুলিশ। এর পর তার দেওয়া তথ্য মতে এ ঘটনায় সম্পৃক্ত জুয়েলার্স ব্যবসায়ি দুর্জয় ও মোহাম্মদ রফিক নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই গয়নাগুলো। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা আইজ্জ্যা ডাকাতের তথ্য দেন। তথ্যমতে রবিবার গভীর রাতে আইজ্জ্যাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং একটি হত্যা মামলা দায়ের করার কথা জানিয়ে ওসি প্রনব বলেন, আইজ্জ্যা ডাকাতের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া গত তিন মাস আগে জননিরাপত্তা আইনের একটি মামলায় ১২ বছর সাজা খাটার পর সে জামিনে মুক্তি পায় নিহত আজিজ।