Tag: হবিগঞ্জ

  • হবিগঞ্জের ডিসি, দুই জেলায় ওসি প্রত্যাহারের নির্দেশ

    হবিগঞ্জের ডিসি, দুই জেলায় ওসি প্রত্যাহারের নির্দেশ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    পাশাপাশি গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক এবং চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ওসিকে প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে ইসি।

    সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা পাঠিয়েছেন।

    নির্দেশনায় ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। তাকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

    পৃথক নির্দেশনায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে হবিগঞ্জের ডিসি, গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক, চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ওসি প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।

  • হবিগঞ্জে দুই ট্রাক ও মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

    হবিগঞ্জে দুই ট্রাক ও মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

    হবিগঞ্জের মাধবপুরে দুইটি ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার সাহাপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।

    নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার পিতা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে। নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

  • হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮

    হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ বিআরটিসি বাস ও দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন।

    সোমবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারস্থ শাহ মুশকিল আহসান (র.) মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

    জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো পরিবহনের বাসের সাথে জনতার বাজার হতে পানিউমদা গামী যাত্রীবাহী দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনকভাবে উদ্ধার আরও তিনজনের মৃত্যু হয়।

  • হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

    হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।

    সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংষর্ঘ হয়।

    এতে জিপে থাকা চার জনের মধ্যে ২জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দু’জন।

    তিনি আরও জানান, নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, একই উপজেলার রাসেল আহমেদ, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০) এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবসা ম্যানেজার রয়েছেন।

    পুলিশ সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল পাথরের ব্যবসা করেন।

    সিলেটে পাথর ক্রয় করার জন্য রাসেল আহমেদসহ তার সফর সঙ্গী হিসেবে ৪জনকে সাথে নিয়ে রবিবার সিলেটের জাফলংয়ে গিয়েছিলেন। সেখান থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে মাধবপুরের নোয়াপড়া এলাকায় পৌঁছালেই তার গাড়িটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়।

    সংঘর্ষে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান কাজল, রাসেল ঘটনাস্থলে মারা যান। আঁখি ও কাজলের ম্যানেজার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানান, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াবাসহ গ্রেফতার

    বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াবাসহ গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আটক মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।

    হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শেখ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মামুনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

    তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ২০ লাখ টাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ বেচাকেনা!

    ২০ লাখ টাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ বেচাকেনা!

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির বিরুদ্ধে।

    এঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে অভিযোগ জানানোর পর উল্টো চরম হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মাহতাবুর আলম জাপ্পি।

    মাহতাবুর আলম জাপ্পির অভিযোগ, আগামী এক বছরের জন্য মাধবপুর উপজেলা শাখার অনুমোদন দেয়া হলো। এতে সভাপতি শহীদ আলী শান্ত ও সাধারণ সম্পাদক মাহতাবুর আলম জাপ্পি- গত ১৮ মে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির স্বাক্ষরিত প্যাডটি জাপ্পির ভাই আমেরিকা প্রবাসী শাহীনের কাছে পাঠানো হয়।

    এরপরই আমেরিকা প্রবাসী শাহীন ৭৮০০ ডলার, যার ক্যাশ ডিপোজিট নম্বর: ৯৫, একাউন্টের শেষের নম্বর: ১২৩০ তারিখ ১৮/০৫/২০২০। আমেরিকায় সাইদুরের এক আত্মীয়র একাউন্টে দেন। ওই ব্যক্তি সাইদুরের পক্ষ থেকে টাকাগুলো বুঝে নেন। তাছাড়া গত ১০ মে বাংলাদেশে সাইদুরের ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে (একাউন্ট নম্বর: ১৮৭১৫১০০৫০৮৯৫) ৩৮৪৫১৬৪ নং রশিদে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দেন। (যার একাউন্ট নম্বর: ১৮৭১৫১০০৫০৮৯৫ এবং বাকি টাকা নগদে জমা দেয়া হয়।)

    এছাড়া আরও ৫০ হাজার টাকা সাইদুরের একাউন্টে জমা দেওয়া হয়। এছাড়া জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিকে ৯ লাখ টাকা দেয়া হয়েছে। এর মধ্যে নগদে ৫ লাখ ও ৪ লাখ টাকার চেক দেয়া হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

    প্রবাসী শাহীন বলেন, আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছি। এখন টাকা পেয়ে পদতো দিচ্ছেই না, পাল্টা টাকা নেয়ার কথাও স্বীকার করতে চায় না।

    এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, নেতৃত্ব বিক্রির নামে টাকা লেনদেনকারীদের ছাত্রলীগে থাকার অধিকার নেই। শিগগিরই ঘটনা তদন্ত করে দেখা হবে। ঘটনা প্রমাণিত হলে যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে দুই পক্ষই ছাত্রলীগ করার অধিকার হারাবে। তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। যাতে তারা কেউই ভবিষ্যতে আর ছাত্রলীগে যোগ দিতে না পারে।

    তবে অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না।
    ২৪ ঘণ্টা/এম আর

  • হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৮

    হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৮

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে চালকসহ আহত হয়েছেন আরো ৪জন।

    আজ শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা বৃহস্পতিবার রাতে নারায়নগঞ্জের পাগলা এলাকা থেকে পাত্রী দেখার জন্য সিলেটের উদ্দেশে রওয়ানা করেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে আসামাত্র দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১জন নারী ও ৭জন পুরুষ নিহত হন। এতে শিশু ও চালকসহ আরো ৫জন গুরুতর আহত হন। তাদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খবর পেয়ে গোফলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশ, শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

  • দুই নারীর বুক ও পেট থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

    দুই নারীর বুক ও পেট থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই নারীর পেট ও বুক থেকে ৬১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক এলকা থেকে একটি বাস থেকে তাদের আটক করা হয়।

    আটকরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ীরা সিলেট অঞ্চলে নতুন কোনো রুট আবিষ্কার করেছে। এখন সে রুটের সন্ধানে নেমেছে পুলিশের একাধিক দল।

    বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্লা।

    তিনি বলেন, বুধবার জেলার বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম গোপন সূত্রে খবর পান দুজন মাদক ব্যবসায়ী সিলেট থেকে হানিফ পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নতুন ব্রিজ গোলচত্বরে অবস্থান নেয়।

    গোলচত্বরের পাশে চেকপোস্টে হানিফ পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় বাসে থাকা যাত্রী দুই নারী দ্রুত নেমে চলে যান।

    বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় নাহিদা বেগম পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫৫ প্যাকেটে ৩১ হাজার পিস এবং শাহিনা খাতুনের পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তাদের নিকট থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কয়েকজনের নাম প্রকাশ করেছে। যারা তাদের এসব ইয়াবা ঢাকায় পৌঁছে দেয়ার জন্য পাঠিয়েছিলেন।

  • বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

    বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের বাসিন্দা ও বাসচালকের সহকারী আবু সাঈদ (৩০), সদর উপজেলার দৌলতপুরের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী কমলা আক্তার (৩৫) ও অজ্ঞাত নারী (৩০)।

    বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস কামাইছাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

    এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

  • চুনারুঘাটে বিএমডব্লিউ কার জব্দ

    চুনারুঘাটে বিএমডব্লিউ কার জব্দ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ভিতরে যেখানে নেই কোন পাকা রাস্তা, সেখান থেকেই গাজীউর রহমান নামে এক ব্যক্তির বাড়ী থেকে জব্দ করা হয়েছে বিলাসবহুল বিএমডব্লিউ কার।

    আজ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কার জব্দ করে।

    শনিবার সকালে গাড়ীটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।

    সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়ীটি সাময়িকভাবে জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়ীটি আমাদের জিম্মায় নিয়ে যাওয়া হবে। এর পর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গাড়ীটির মডেল থ্রি জিরো ডি বিএমডব্লিউ এক্স ৫। গাড়ীটি কার্নেট সুবিধায় বৃটেন থেকে বাংলাদেশে আনা হয়েছিল।

    চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবেন।

  • ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে হবিগঞ্জের হামজা

    ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে হবিগঞ্জের হামজা

    ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লেস্টারসিটিতে খেলেন বাংলাদেশের হবিগঞ্জের হামজা চৌধুরী।

    তার মা বাংলাদেশি হলেও বাবা গ্রানাডিয়ান। বাংলাদেশে যারা ইউরোপিয়ান ফুটবল নিয়ে খোঁজখবর রাখেন তারা হামজা চৌধুরীর সঙ্গে আগে থেকেই পরিচিত।

    লেস্টারসিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূল দলে থিতু হয়েছেন। চলতি মৌসুমে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাচ্ছেন হামজা।

    দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত দুজন ফুটবলার এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। একজন লেস্টারসিটির হামজা, অন্যজন নেইল টেইলর, যিনি অ্যাস্টনভিলার হয়ে খেলছেন।

    হামজা তার উত্থান নিয়ে একটা কথা বেশ কৃতজ্ঞতার সুরে বলেছেন, সেটি হলো- ব্রিটিশ-এশিয়ান কমিউনিটিতে যারা ফুটবল ভালোবাসেন তারা হামজাকে সবসময় সমর্থন করেছেন।

    ইংলিশ লিগগুলোতে হাতেগোনা কয়েকজন এশিয়ান ফুটবলার থাকা সত্ত্বেও এই সমর্থন হামজাকে অনুপ্রাণিত করে।

    হামজা তার এই ক্যারিয়ারের পেছনে তার বাংলাদেশি মা রাফিয়া, তার সৎবাবা মুরশিদ এবং তার চাচা ফারুকের ত্যাগের কথা স্বীকার করেন।

    তাদের ত্যাগের প্রতিদান হামজা দিয়েছেন ২০১৭ সালে, যখন তিনি প্রথমবারের মতো লেস্টারসিটির হয়ে মাঠে নামেন। তৎকালীন ম্যানেজার ক্রেইগ শেকসপিয়ারের অধীনে ইএফএল কাপে বদলি হিসেবে ম্যাচ খেলেন হামজা।

    এর পর ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র, আর্সেনালের সঙ্গে ৩-০ গোলের জয়ে মিডফিল্ডার হিসেবে যে ভূমিকা রাখেন, তা দলে জায়গা পাকা করতে সাহায্য করে।

    চলতি মৌসুমে প্রতি ম্যাচেই মাঠে নামছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে লেস্টারসিটি।