Tag: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

  • শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

    শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় আজ সকালে মাটির নীচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে।

    আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সাথে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

    উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

  • শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

    শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

    ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

    এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আগত এমএইচ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লালি করা হলে তার কাছে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

    আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ বিমান কর্মচারী আটক  

    শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ বিমান কর্মচারী আটক  

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জনাতন মুক্তি নামে ওই কর্মচারীকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

    বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, চার কেজি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

  • এসএআরএস ভাইরাস ঠেকাতে শাহজালালে সর্বোচ্চ সতর্কতা

    এসএআরএস ভাইরাস ঠেকাতে শাহজালালে সর্বোচ্চ সতর্কতা

    চীনের রহস্যজনক নতুন ভাইরাস সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (এসএআরএস) ঠেকাতে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২১ জানুয়ারি) চীন থেকে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের নতুন ভাইরাস যাতে কোনোভাবেই বাংলাদেশে ছড়াতে না পারে, সেজন্য নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার চীন থেকে আসা তিনটি সরাসরি ফ্লাইটের যাত্রীদের ফিজিক্যাল স্ক্রিনিং করা হচ্ছে।

    বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারের ভেতর দিয়ে আসার সময় সংকেত দিলে ওই যাত্রীকে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। সাধারণত কারও শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট থাকলেও থার্মাল স্ক্যানার সংকেত দেয়। এ হিসেবে ওই যাত্রীকে বিমানবন্দরে কোয়ারেনটাইন রুমে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হবে। এরপর শারীরিক অবস্থা অনুযায়ী ওই যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

    জানা গেছে, ঢাকা-চীন-ঢাকা রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট যাওয়া-আসা করে। এসব এয়ারলাইন্স যোগে প্রতিদিন চীন ও বাংলাদেশে বেশ কিছু যাত্রী আসা যাওয়া করে। এ পরিপ্রেক্ষিতে চীনে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী প্লেন সংস্থাকে এ সম্পর্কে অবহিতও করা হয়েছে।

  • শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

    শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

    শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা এগুলো উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার ছিল।

    সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৮৫ এর মাধ্যমে ১টি কাঠের ক্যারেট এবং একই ফ্লাইটে শনিবার (২৮ ডিসেম্বর) ৩টি ক্যারেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে এগুলো লুকিয়ে আনা হয়। উদ্ধার স্বর্ণগুলোর মোট ওজন ৬৪ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

    কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, কারা এই স্বর্ণগুলো এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটা আমরা তদন্ত করে দেখব।

  • শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

    শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের যাত্রী পরিবহন এবং মালপত্র আনা নেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

    এই প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩শ’কোটি টাকা।

    প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন।

    টার্মিনাল-৩ নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী একই সঙ্গে বিমানের নতুন সংগৃহীত দুইটি বোয়িং ৭৮৭-৯ ড্রীমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ এবং ‘সোনার তরী’র উদ্বোধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর মোবাইল এ্যাপস উদ্বোধন করেন।

    বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তৃতীয় টামির্নাল নির্মিত হবার পর এটি হবে এই অঞ্চলের মধ্যে সর্বাধুনিক বিমান বন্দর। এটি নির্মিত হলে বছরে আরো অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী চলাচল করতে পারবে।

    তিনি বলেন,তৃতীয় টার্মিনাল নির্মানে ২১ হাজার ৩শ’ কোটি টাকা ব্যয় হবে। এরমধ্যে সরকারি কোষাগার থেকে পাওয়া যাবে পাঁচ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে পাওয়া যাবে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জাপানের মিটসুবিশি এবং ফুজিতা ও কোরিয়ার স্যামসং একটি কনসোর্টিয়ামের অধীন এই নির্মাণ কাজ সম্পন্ন করবে।

    একটি একক নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে মনিটরের মাধ্যমে নতুন টার্মিনালটির সকল কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হবে।

    তিনি আরো বলেন, সরকার নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং টাস্কের জন্য একটি দক্ষ কোম্পানি মনোনীত করতে দরপত্র উন্মুক্ত করে দিবে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে প্রথমে ১৩ হাজার ৬১০ দশমিক ৪৭ কোটি টাকার এ সংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

    তবে পরবর্তীতে একটি পৃথক কার্গো হাউজ স্থাপনসহ প্রকল্প কাজের কিছু অংশ বর্ধিত করায় মোট প্রকল্প ব্যয় বেড়ে ২১ হাজার ৩শ’ কোটি টাকা হয়েছে। গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পের বাড়তি বরাদ্দের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

    নতুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালটি হবে ২২ দশমিক ৫ লাখ বর্গফুট। বর্তমানে দুটি টার্মিনালে ১০ লাখ বর্গফুট স্পেস রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দরের বর্তমান যাত্রী ধারণ ক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি হবে এবং কার্গোর ধারণ ক্ষমতা বর্তমান দুই লাখ টন থেকে বেড়ে পাঁচ লাখ টন হবে।

  • শাহজালাল এ অঞ্চলের সেরা বিমানবন্দর হবে:মাহবুব

    শাহজালাল এ অঞ্চলের সেরা বিমানবন্দর হবে:মাহবুব

    হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ অচিরেই শুরু হতে যাচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে ‘টার্মিনাল-৩’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতি পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

    তিনি বলেন, আগামী ৪৮ মাসের (চার বছর) মধ্যে অত্যাধুনিক এ টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন এ টার্মিনালের (টার্মিনাল-৩) নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর।

    মাহবুব আলী বলেন, ‘বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে আমরা সফলতাও অর্জন করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমন আকাশে শান্তির নীড় তেমনি আমাদের নতুন টার্মিনালও হবে ভূমিতে শান্তির পরশ। ’

    তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে বিমানযাত্রীদের প্রত্যাশার সুন্দর ও অত্যাধুনিক একটি বিমানবন্দর।

    বিমান প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তাই উন্নয়নের এ ধারা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসরণ করে দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে আমরা কর্মী হিসেবে কাজ করে যাব।’

    অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    মহিবুল হক বলেন,‘তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু করতে আমাদের বেশ কিছু বাধা পেরিয়ে আসতে হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টা বিশেষ করে প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ ও দিক নির্দেশনায় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এ জায়গায় এসেছি। এ টার্মিনাল নির্মাণ হলে বছরে ২ কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

    তিনি বলেন,এ টার্মিনালকে এমন ম্যাকানিজমে নিয়ে আসা হচ্ছে,যাতে কেন্দ্রীয়ভাবে টার্মিনালের প্রতিটি কাজ মনিটরিং করা যায়।

  • ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি আগামী সপ্তাহে আসছে

    ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি আগামী সপ্তাহে আসছে

    বাংলাদেশ বিমানের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি ২১ ও ২৪ ডিসেম্বর বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

    ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি উদ্বোধন করবেন। এ সময় তিনি বিমানের মোবাইল অ্যাপসও উদ্বোধন করবেন।

    বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজ দু’টি ‘সোনারতরী ও অচিনপাখি’ নামকরণ করেছেন।

    বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

    বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রী নিজের মোবাইল থেকেই বিমানের সকল গন্তব্যের টিকিট কিনতে পারবেন। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ, রকেট বা যে কোন কার্ডের মাধ্যমে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যে কোন স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

    এই অ্যাপসের মাধ্যমে যাত্রী ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টার সমূহের ঠিকানা,অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেস্ক, এবং টিকেট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

  • শাহজালালে চার কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

    শাহজালালে চার কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার কেজি স্বর্ণ ও স্বর্ণের চুড়িসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।

    আটককৃত ওই যাত্রীদের নাম সৈয়দ আহমেদ মল্লিক (৪২) ও মো: ইউসুফ (৫০)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা।

    ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা ও শুক্রবার ভোর ৬টায় শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সোদি আরব ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণেরবার ও চুড়ি জব্দ করা হয়।

    তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আসেন আহমেদ মল্লিক (৪২)। তিনি বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তার পিছু নেয়। পরে তার শরীর, পরনের জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে তল্লাশী করে ২কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার মধ্যে ১৭ পিস স্বর্ণের চুড়ি রয়েছে।এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে আছে।

    অপরদিকে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় মো: ইউসুফ (৫২) নামে এক যাত্রী এয়ার এমিরেটসের একটি বিমানযোগে দুবাই থেকে ঢাকায় আসেন। তিনি বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। এসময় তার প্যান্টের পকেটের ভেতর থেকে ১০ তোলা ওজনের ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন হল এক কেজি ৮৫৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।

    বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বর্ণ চোরাচালান আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

  • পায়ুপথে ইয়াবাসহ শাহজালালে যাত্রী আটক

    পায়ুপথে ইয়াবাসহ শাহজালালে যাত্রী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা পাচারকালে আবুল কাশেম (৫৪) নামে একযাত্রীর থেকে ১৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    সোমবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার গাড়ি পার্কিং এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

    আটক যাত্রী কাশেম কক্সবাজারের টেকনাফ থানার পুরান পাল্লানপাড়ার (কুদ্দুস বাড়ী) মৃত আলি আকবরের ছেলে।

    বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, কাশেম বিকাল ৪টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন।

    সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন কাশেম।

    পরে সেই ইয়াবা বের করা হয়। জব্দকৃত এই ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

    অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে কাশেম জানায়, বিকাল পৌনে ৪টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে তিনি ঢাকায় আসেন। তিনি নিজেই এই ইয়াবার বিনিয়োগকারী ও বাহক। ঢাকার ফকিরাপুলের ইয়াবা ব্যবসায়ীদের কাছে এই চালান পৌঁছে দেয়ার কথা ছিল কাশেমের।

    এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।