Tag: হর্ণ ধ্বংস

  • চট্টগ্রামে হাইড্রোলিক হর্ণ বিরোধী অভিযান সিএমপি’র

    চট্টগ্রামে হাইড্রোলিক হর্ণ বিরোধী অভিযান সিএমপি’র

    সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর ৫ম দিন আজ ৬ মার্চ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ওয়াসা মোড়ে অতিরিক্ত শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ ব্যবহার নিষিদ্ধ ও পেিবশ দূষণকারী কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

    একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়।

    সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হোযাইফাহ সরকার ও সংশ্লিষ্টদের সমস্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

    ডিসি-ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে বিভিন্ন ধরণের গাড়ি চেক করা হয়। যে সব গাড়িতে হাইড্রোলিক হর্ণ পাওয়া গেছে সেগুলো খুলে রেখে এসব গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

    হাইড্রোলিক হর্ণ ব্যবহার বিরোধী অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের (টিআই-প্রশাসন) অনিল বিকাশ চাকমা, চাকমা, টিআই (চকবাজার) মোঃ মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মঈনুদ্দিন ফয়সল, সার্জেন্ট পুলক দেব, সার্জেন্ট ইমরান আলী, সার্জেন্ট শামীমা আকতার, এটিএসআই মোঃ আব্দুল আহাদ, বিএনসিসি ও স্কাউটস্ দল।

  • পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস

    পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস

    উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী অবৈধ প্রায় পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই হাইড্রোলিক হর্ণগুলো বিভিন্ন সময়ে ডিএমপি’র ট্রাফিক বিভাগ প্রসিকিউশন দিয়ে জব্দ করেছে।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে ট্রাফিক সচেতনতা পক্ষ ২০১৯ উদ্বোধনকালে এই হাইড্রোলিক হর্ণগুলো ধ্বংস করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে ডিএমপি’র চারটি ট্রাফিক বিভাগ। গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের কারণে প্রসিকিউশন দেয়ার পাশাপাশি এই হর্ণগুলো গাড়ি থেকে খুলে জব্দ করা হয়।

    এ সময় রোলার দিয়ে জব্দকৃত প্রায় পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

    উল্লেখ্য, সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা পক্ষ ২০১৯। ১৫ দিনব্যাপী এই সচেতনতা অনুষ্ঠান চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত