Tag: হলুদ বর্ণের

  • রাউজানে বিস্তীর্ণ ক্ষেতজুড়ে হলুদ বর্ণের মনমাতানো দৃশ্য

    রাউজানে বিস্তীর্ণ ক্ষেতজুড়ে হলুদ বর্ণের মনমাতানো দৃশ্য

    ২৪ ঘন্টা ডট নিউজ। নেজাম রানা, রাউজান : চট্টগ্রামের রাউজানে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে শোভা পাচ্ছে সরিষার আবাদ। যেইদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদের দৃশ্য। সরিষা ক্ষেতের মনমাতানো এই দৃশ্য দেখে উপচে পড়ছে কৃষকের হাসি। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই চিত্র।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এই বছরও রাউজানে সরিষার আবাদ হয়েছে। অল্প পুজিঁতে ফলনও হয় ভালো তাই সরিষার চাষে কৃষকদের আগ্রহ দিনদিন বাড়ছে।

    রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রাউজান পৌর এলাকা, উরকিরচর, বিনাজুরি, পশ্চিম গুজরা, ডাবুয়া, হলদিয়া, চিকদাইর, বাগোয়ান, নোয়াজিশপুর ও কদলপুর ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে এবার সরিষার চাষাবাদ হয়েছে। বিশেষ করে উত্তর রাউজানের বেশ কিছু ইউনিয়নে সরিষা ক্ষেতের মনমাতানো দৃশ্য নজর কাড়ছে পথচারীদের।

    কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, দেশে ১৫ জাতের সরিষার চাষাবাদ হচ্ছে। প্রতি আড়াই কেজি সরিষা থেকে এক কেজি সরিষা তেল পাওয়া যায়। চাষাবাদের ৯০ দিনের মধ্যে সরিষার ক্ষেত থেকে ফসল ঘরে তোলা যায়।

    উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রাউজানে বারি-১৪ জাতের ৪০ হে:, বারি-১৫ জাতের ৫৫ হে:, বিনা- ৯ জাতের ৫ হে: এবং টরি-৭ জাতের ৫ হে: জমিতে সরিষা আবাদ হয়েছে। বারি- ১৫ জাতের সরিষা তেল উৎপাদনের জন্য খুবই ভাল।

    রাউজানে সরিষা তেল উৎপাদনের জন্য ২ টি ঘানি আছে। তেল উৎপাদনের পর সরিষার বাদ বাকি অংশ থেকে গরুর খৈল হয়। ভালো ফলন হওয়ায় বর্তমানে দিনদিন কৃষকরা সরিষার চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে।

    কৃষি অফিস সূত্র জানায়, সরিষা ফুল থেকে ভাল মানের মধু আহরণের জন্য সরিষা ক্ষেতে ৪ টি মৌ বাক্স বসানো হয়েছে।

    চলতি বছর উপজেলার হলদিয়া ইউনিয়নে ১৫ হেক্টর, ডাবুয়া ইউনিয়নে ১৫ হেক্টর, চিকদাইর ইউনিয়নে ১৫ হেক্টর, গহিরা ইউনিয়নে ৪ হেক্টর, পৌর সভায় ১২ হেক্টর, বিনাজুরি ইউনিয়নে ৩ হেক্টর, রাউজান ইউনিয়নে ৭ হেক্টর, কদলপুর ইউনিয়নে ২ হেক্টর, পাহাড়তলী ইউনিয়নে ২ হেক্টর, পূর্ব গুজরা ইউনিয়নে ৫ হেক্টর, পশ্চিম গুজরা ইউনিয়নে ৩ হেক্টর, উরকিরচর ইউনিয়নে ২ হেক্টর, নোয়াপাড়া ইউনিয়নে ৫ হেক্টর, বাগোয়ান ইউনিয়নে ৫ হেক্টর ও নোয়াজিশপুর ইউনিয়নে ১০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়।

    রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের কৃষক আব্দুল সালাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমন মৌসুমের ধান কাটার পর তার কৃষি জমিতে সরিষার চাষাবাদ করেছেন। ফলন ভালো হলে কম খরচে ভালোই লাভবান হওয়া যায় তাই শীতকালীন বিভিন্ন সব্জির পাশাপাশি তিনি সরিষা চাষ করেছেন। তার সরিষা ক্ষেত এখন হলদে বর্ণে টইটুম্বুর।

    রাউজান ইউনিয়নের সুজন জানান, বিগত কয়েক বছর ধরে তিনি সরিষার চাষাবাদ করে আসছেন। কম পুঁজিতে লোকসানের তেমন আশংকা না থাকায় সরিষা চাষাবাদে তার মতো অনেকেই এগিয়ে আসছেন।

    রাউজান উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজীব কুমার সুশীল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চলতি বছর রাউজানের বিভিন্ন ইউনিয়নে ১০৫ হেক্টর কৃষি জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে। গত বছরের চাইতে যা ৩৫ হেক্টর বেশী। আশানুরুপ ফলন হলে ১০ টনের অধিক পরিমান সরিষা উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।