Tag: হাইওয়ে থানা

  • সীতাকুণ্ডে হাইওয়ে থানার আয়োজনে চালক,হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে হাইওয়ে থানার আয়োজনে চালক,হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, মটরযান আইন’ এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বৃদ্ধি রোধ কল্পে চালক, হেলপারদের সচেতন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় বার আউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গনে উক্ত কর্মশালার আয়োজন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন ও বার আউলিয়া হাইওয়ে থানা।

    উক্ত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয়, যাত্রীদের সাথে হেলপার ও ড্রাইভারদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসুচীতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহেদী। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণ সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, সাংবাদিক বাবুল মিয়া বাবলা, এসআই আবুল হাসনাত, এসআই মোঃ রুহুল আমিন, শ্রমিক নেতা মোঃ সেলিমসহ উপস্থিত ছিলেন চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

    সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩১অক্টোবর) দুপুরে বার আউলিয়া হাইওয়ে থানা উক্ত মতবিনিময সভার আয়োজন করে।

    অনুষ্ঠানে বক্তারা জেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    হাইওয়ে থানার এসআই আবুল হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন, সলিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সোনাইছড়ি ইউপি সদস্য কফিল উদ্দিন, জহুরুল আলম, কুমিরা ইউপি সদস্য হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ সেলিমসহ বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু