Tag: হাজারো গ্রামবাসীর চরম দূর্ভোগ

  • ভাটিয়ারীস্থ অক্সিজেন রোডের রাস্তার বেহাল দশা, হাজারো গ্রামবাসীর চরম দূর্ভোগ

    ভাটিয়ারীস্থ অক্সিজেন রোডের রাস্তার বেহাল দশা, হাজারো গ্রামবাসীর চরম দূর্ভোগ

    কামরুল ইসলাম দুলু : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের দীর্ঘদিনেও কোনো উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা মাটিতে একাকার হয়ে যায় রাস্তাটি। ফলে ভোগান্তিতে রয়েছেন ওই এলাকার অন্তত ১২ হাজার মানুষ।

    গ্রামের ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করে।

    স্থানীয়রা জানান, এই গ্রামে মুসলমান ও জেলে সম্প্রদায়সহ প্রায় ১২ হাজার মানুষের বাস। গত এক বছর আগে বাখরাবাদ গ্যাস লাইনের পাইপ যাওয়ার জন্য সলিন করা রাস্তাটি কেটে ফেলে। এরপর থেকে রাস্তাটি দিয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়ে। গ্রাম্য এই রাস্তা দিয়ে সাগর উপকুলে রয়েছে শীপ ব্রেকিং ইয়ার্ড। প্রতিদিন ইয়ার্ড থেকে ভারি লোহা বোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তায় কয়েক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে উক্ত রাস্তা দিয়ে গ্রামের হাজার হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টির হলে কাঁদামাটিতে একাকার হয়ে যাতায়াত অযোগ্য হয়ে পরে রাস্তাটি।

    স্থানীয় সমাজসেবক কামাল উদ্দিন সওদাগর বলেন, দীর্ঘদিনেও রাস্তা উন্নয়ন বা সংস্কার করা হয়নি। বৃষ্টি হলে রাস্তার অবস্থা নদীর মতো হয়ে যায়। দূর থেকে তাকালে নদী মনে হয়। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে মানুষ চলাই কঠিন। রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ যেন ভোগান্তির শেষ নেই।

    বেশ কয়েকজন এলাকাবাসী জানান, এখানে যে শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে তাদের বড় বড় ভারি গাড়িগুলো চলাচলের কারনে রাস্তার বেহাল দশা হয়েছে। তারা কোটি কোটি টাকার ব্যবসা করলেও হাজার হাজার গ্রামবাসীর চলা চলের রাস্তাটি মেরামতের কোন উদ্যেগ নিচ্ছে না।

    এদিকে গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামত করার আবেদন জানিয়ে একশতজন মানুষের সাক্ষর যুক্ত একটি দরখাস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে দেন এলাকাবাসী।

    এ বিষয়ে জানতে চাইলে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, এই রাস্তাটি গ্রাম্য রাস্তা। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ সীমাহিন কষ্ট করছে। রাস্তাটি কি কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত হচ্ছে না তা বুঝতে পারছিনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শীপ ব্রেকিং ইয়ার্ডের ভারি যানবাহণ চলাচল করে। রাস্তাটি যেহেতু তাদের নিজস্ব রাস্তা নয় কিন্তু তারাই ব্যবহার করছে বেশী। নিয়মঅনুযায়ী শীপ ইয়ার্ড মালিকরাই রাস্তাটি মেরামত করার কথা, কিন্তু তারা কেন উদ্যেগ নিচ্ছে না তা বুঝতে পারছি না।

    এদিকে গ্রামের বেশ কয়েকজন বলেছেন, অতি দ্রুত সময়ের মাধ্যমে রাস্তা মেরামতের কাজ শুরু না করলে আমরা গ্রামবাসী মিলে শীপ ব্রেকিং ইয়ার্ডের গাড়ি চলাচল বন্ধ করে দিবো।

    ২৪ ঘণ্টা/এম আর