পুরান ঢাকার লালবাগে খেলার মাঠ উদ্বোধনের নামফলকে নিজের নাম না থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে মারধর করেছেন সংসদ সদস্য হাজি সেলিম।
![](http://www.24ghonta.news/wp-content/uploads/2019/11/নামফলক-300x171.jpg)
শনিবার শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এই অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের উপস্থিত ছিলেন।
![](http://www.24ghonta.news/wp-content/uploads/2019/11/সেলিম-300x171.jpg)
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধনের ফলকে স্থানীয় সংসদ হিসেবে হাজি সেলিম তার নাম দাবি করেন। কিন্তু নাম না থাকায় হাজি সেলিমের সমর্থক ও কাউন্সিলর মানিকের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাজি সেলিম মানিকের গায়ে হাত তোলেন।
সেলিমের হাতে মার খেয়ে কাউন্সিলর মানিককে অনুষ্ঠানস্থলে কাঁদতে দেখা যায়।