Tag: হাটহাজারি

  • হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে কোকোর ৬ষ্ঠ মৃত্যুবাষিকী পালন

    হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে কোকোর ৬ষ্ঠ মৃত্যুবাষিকী পালন

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবাষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি উদ্যোগে আলোচনা সভা, দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ এর সভাপ্রতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন।

    বক্তব্য রাখেন নবগঠিত উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ রফিকুল আলম চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, হাটহাজারী পৌর সভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম চৌধুরী, মোঃ আইয়ুব খান, রহমতুল্লাহ চৌধুরী, মোঃ ইসমাইল, মোঃ ওসমান গনি, হাটহাজারী পৌরসভা বিএনপি ওয়াহিদুল আলম ওয়াহীদ, এম এ হারুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি এম, এ, রাজ্জাক, মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিকুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছৈয়দ নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন আলী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মির্জা এরশাদ, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, খোকন, শাহ আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাস্টার আরিফ, যুগ্ম আহবায়ক রাজিবুল হক বাপ্পি, যুগ্ম আহবায়ক, নুর নবী (মহররম), বায়েজিদ থানা ছাত্রদল নেতা রাসাম চৌধুরী সাদমান, এস এম আকিব, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল, হাটহাজারী পৌরসভা কৃষকদল এর আহ্বায়ক আবদুল মন্নান দৌলত, আবু সায়িদ, হাটহাজারী উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ সাধারণ সম্পাদক মোঃ ফোরকান উদ্দীন, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ফখরুল হাসান, আবদুল কাদের, মহিউদ্দিন, মোহাম্মদ জাবেদ, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ নুরুল কবির তালুকদার, ইয়াকুব মেম্বার, হাটহাজারী পৌরসভা যুবদলনেতা মীর্জা এমদাদ,হেলাল উদ্দিন, বায়েজিদ থানা যুবদল নেতা মোহাম্মদ রুবেল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর, মোর্শেদ, হাটহাজারী উপজেলা ছাত্রদল এর আহ্বায়ক তকিবুল হাসান তকি, কুয়াইশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন জনি, হাটহাজারী উপজেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, সালাউদ্দিন খালেক, কামরুদ্দিন নাহিদ, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব সাহেদ খান, কুয়াইশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন রানা, সদস্য সচিব আহমেদ মাহিন, ফতেয়াবাদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের সায়মন অন্তু, হাটহাজারী পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, ইলিয়াস মেহেদী, দিদারুল আলম,কামরুদ্দিন বাবু, মহিউদ্দিন, নেজাম উদ্দিন, আলমগীর, এস এম আলী,ওয়াহিদুল আলম, ফারভেজ, আকবর, ইমরান হাসান, ওসমান, নজরুল হাটহাজারী পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল,যুগ্ম আহ্বায়ক রাসেদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক শাহজালাল ফরহাদ, ইসলাম, মুবিন, হাসান শিকদার, সিফাত, সাহেদ, আরমান, রাজু সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    পরে কোকোর মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

  • আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজর নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করলেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি

    আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজর নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করলেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি

    হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজর নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদ এর প্যানাল স্পীকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণাল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাটহাজারী সংসদীয় আসনের এমপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

    আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তারি ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার উন্নয়নে কোন বিকল্প নেই।

    আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক(প্রস্তাবিত কমিটি) জসিম উদদীন শাহ্ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনছু গনি চৌধুরীর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ মজিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল মনসুর,দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামীলের সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দীন মিয়াজি।

    এই সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাসুদ, সালাউদ্দিন চৌধুরী, নুরুল হোসেন লাভু, গভনিং বডির সদস্য জাফার আহম্মেদ, মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মাদ বাবুল, শিক্ষক প্রতিনিধি যমুনা পারভীন, মোঃ সেলিম, মোঃ রাসেদ, মোঃ জসিম উদ্দীন, শামসুল আলম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সমাজ সেবক সি আই পি সেলিম উদ্দিন, আবুল মনসুর, মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ইফতেখার বেলাল প্রমুখ।

  • হাটহাজারীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা

    হাটহাজারীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা

    চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব নন্দীরহাট উত্তর ফতেয়াবাদ ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের চৌকিদার বাবুল দে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাদী হয়ে হাটহাজারী থানায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১১ তারিখ ৮ নভেম্বর।ধারা-২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৮/৩১।

    মামলার এজাহারে জানা যায়, কিছুদিন আগে হেলাল উদ্দিন তার নিজের ফেইসবুক আই ডি থেকে ‘‘২০০ বছরের পুরাতন শশ্মানের উপর মসজিদ নির্মাণ করছে মুসলিমরা’’ শীর্ষক একটি ষ্ট্যাটাস দেয়। কিন্তু সে সুনির্দিষ্ট কোন জায়গার নাম, দাগ, কিছুই উল্লেখ করে নাই।

    তাই, হেলাল উদ্দিনের দেয়া এই ধরণের ফেইসবুক ষ্ট্যাটাসের কারণে শান্তিপূর্ণভাবে বসবাসকারী হিন্দু-মুসলিমদের মাঝে বিরোধ সৃষ্টি করে এলাকার জনগণকে উস্কানি দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা সহ রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার সামিল বলে উল্লেখ করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক গুজব ছড়ানোর দায়ে হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয়।

    এদিকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ফেইসবুকে মিথ্যে অপপ্রচার চালানো গুজবকারী মোহাম্মদ হেলাল উদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সচেতন শান্তিপ্রিয় এলাকাবাসী।

     

  • প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা

    প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা

    হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় হাটহাজারী মডেল থানায় ৫০৬/১১৪নং দন্ড বিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৪২৭ ধারায় একটি মামলা করেছেন দ্বীন মোহাম্মদ নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা।

    সূত্র জানায়, গত সোমবার উপজেলার নাজিরহাটে একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের এক পর্যায়ে হঠাৎ বাহির থেকে কিছু দুর্বৃত্তরা প্রবেশ করে অনুষ্ঠানে হামলা চালিয়ে জন্মদিনের কেক,চেয়ার টেবিল ভাংচুর করে অনুষ্ঠান পন্ড করে দেয়। এই ঘটনায় দ্বীন মোহাম্মদ নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বাদী হয়ে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আবু তৈয়ব, এরশাদ, রায়হানসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪২। তারিখ: ২৯/০৯/২০২০ খ্রিষ্টাব্দ।

    আওয়ামীলীগের নেতা রুহুল আমিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শওকত আলম এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এই অনুষ্ঠানে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা মনি বলেন এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

    এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার (ওসি তদন্ত) রাজিব শর্মা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ অপরাধীরের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।

    ২৪ ঘণ্টা/মালেক/পারভেজ

  • হাটহাজারীতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

    হাটহাজারীতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে ২৮ বছর বয়সী এক যুবকের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

    আক্রান্ত যুবক হাটহাজারী ধলই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোলাপ শাহ ফকির বাড়ীর বাসিন্দা। তিনি স্থানীয় একটি দোকানে কম্পিউটার অপারেটরের চাকরি করেন।

    আজ বুধবার ( ৬ মে) চট্টগ্রামের ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ১২২টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। যার মধ্যে ১ জন হাটহাজারীর বাসিন্দা বলে জানায় চট্টগ্রামের সিভিল সার্জন।

    উল্লেখ্য এর আগে গত ২৮ এপ্রিল হাটহাজারী সংসদীয় আসনের ১নং দক্ষিণ পাহাড়তলীতে ৬৯ বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।

    যথাযথ লকডাউন এবং সামাজিক দুরুত্ব মেনে চলার দাবি করে আক্রান্ত যুবক বলেন তারপরও কিভাবে তার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। গত ১ মে তার নমুনা সংগ্রহ করা হলেও বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ্যতা অনুভব করছেন বলে জানান।

    এদিকে হাটহাজারীতে দ্বিতীয় করোনা রোগী আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ বলেন, আক্রান্ত রোগীর অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • এসি ল্যান্ডের অভিযানে হালদা নদী হতে ১০০০ মিটার জাল জব্দ

    এসি ল্যান্ডের অভিযানে হালদা নদী হতে ১০০০ মিটার জাল জব্দ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:::আর কয়েক দিন পরে হালদা নদীতে ডিম ছাড়বে মা মাছ। ঠিক এ সময়ে এসেও থেমে নেই এক শ্রেণির অসাধু জেলে সম্প্রদায়ের মা মাছ শিকারের চেষ্টা। কখনো বিষ প্রয়োগ করে আবার কখনো ভাসামান জাল বসিয়ে মাছ শিকার করছে এ স্বার্থন্বেষী চক্র।

    যদিও বা হালদা নিয়ে বেশ সজাগ হাটহাজারী উপজেলা প্রশাসন। প্রতিদিনই হালদা পাড়ে চলছে প্রশাসনের অভিযান। অভিযানের পাশাপাশি হালদা নদীতে মাছ না ধরার শর্তে জেলেদের ত্রাণ সামগ্রীও প্রদান করছেন উপজেলা প্রশাসন।

    আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের হালদা পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

    এ সময় হালদা নদী হতে ১০০০ মিটার ঘেরাও জাল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশ বাহিনীর সদস্য এবং গুমান মর্দন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য গতকালও ছিপাতলী ইউনিয়নের আলেমের কুম এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ১৫০০ মিটার জাল জব্দ করেন।

    এ ব্যাপারে হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ সাংবাদিকদের জানান, হালদায় মা মাছের অবাধ বিচরণ ধরে রাখতে হালদা পাড়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ (more…)

  • হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত

    হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত

    হাটহাজারী প্রতিনিধি:: অবশেষে হাটহাজারীতে ৬৯ বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি হাটহাজারী সংসদীয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর শাহ আমানত কলোনিতে পরিবার নিয়ে বসবাস করেন।

    জানা যায়, করোনা উপসর্গ থাকায় আক্রান্ত ব্যক্তি তার পারিবারিক চিকিৎসকের পরামর্শে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা করান। এতে তার করোনা পজেটিভ আসে।

    বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ বলেন, আক্রান্ত ব্যক্তি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন নি।

    এদিকে মঙ্গলবার সকালেই আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • হাটহাজারিতে সিএনজি চালককে গলাকেটে হত্যার চেষ্টা

    হাটহাজারিতে সিএনজি চালককে গলাকেটে হত্যার চেষ্টা

    হাটহাজারির ইসলামিয়াহাট এলাকায় সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মোঃ ফরিদ(৬৫) নামে এক চালককে জবাই’র চেষ্টার ঘটনা ঘটেছে।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসলামিয়াহাট মজলিশ দিঘীর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে।

    চালক ফরিদুল আলম উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা।

    জানা গেছে, ইসলামিয়াহাটের পূর্বপাশে মালেক মেম্বারের বাড়িতে যাওয়ার কথা বলে বড়দিঘীর পাড় থেকে ৮০ টাকা ভাড়া দরদাম করে সিএনজি তে উঠে ৩ দুর্বৃত্ত।

    ইসলামিয়াহাটের পূর্বপাশে মজলিস দিঘীর পাড় পৌঁছলে তারা হঠাৎ যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। তাদের কথামত টাকা পয়সা, মোবাইল, গাড়ির চাবি দিয়ে দেয়ার পর চালককে ঝাপটে ধরে দিঘীর পানি চলাচলপথ নিয়ে গিয়ে সিএনজি নেয়ার উদ্দেশ্য জবাইয়ের চেষ্টা করে। চালক জীবন বাঁচাতে তাদের সঙ্গে ধস্তাধস্তির পর চিৎকার শুরু করে এক পর্যায়ে স্থানীয়রা চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে আসলে সব কিছু নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়।

    স্থানীয় যুবক ওয়াহিদ রিয়াদ বলেন, বিষয়টি জানার পর এলাকার লোকজন ঘটনাস্থলে যায়। ৩ জন যুবক অটোরিকশা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • ফার্মেসিতে মিলল সরকারি ঔষধ ও নকল সেকলো

    ফার্মেসিতে মিলল সরকারি ঔষধ ও নকল সেকলো

    চট্টগ্রামের হাটহাজারীর পৌর সদরের একটি ফার্মেসীর গোডাউনে মিলল লক্ষাধিক টাকার সরকারি ঔষধ।

    বুধবার উপজেলা সদরের আলম ফার্মেসি নামে একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে এসব নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ঔষধের দোকানটি সীলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    অভিযানে নেতৃত্ব দেয়া হাটহাজারীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে দুই ফার্মেসি থেকে দুই ধরনের সেকলো কিনে বাসায় নিয়ে এসে পরীক্ষা করলাম। আসল সেকলোর দানাগুলো ছোটো ছোটো। ক্যাপসুলের গায়ে স্কয়ারটি লিখা। দানাগুলো তিতকুটে ধরনের স্বাদ।

    নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার সাইজ। ক্যাপসুলের গায়ে স্কয়ার লিখা নাই। দানাগুলোর স্বাদ ময়দার মতো।

    পরে আলম ফার্মেসীতে অভিযান চালিয়ে জব্দকৃত ২২৯ পাতা সেকলোর মধ্যে ২২৪ পাতা এক ধরনের (নকল) আর ৫ পাতা সেকলো অন্যধরনের (আসল)। এরপর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার সরকারি ঔষধ জব্দ করা হয়েছে।

    তিনি বলেন, দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।