Tag: হাটহাজারী

  • হাটহাজারী পৌরসভার প্রশাসক হলেন মনজুরুল আলম

    হাটহাজারী পৌরসভার প্রশাসক হলেন মনজুরুল আলম

    চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ মনজুরুল আলম চৌধুরী মঞ্জু।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর উপ-সচিব আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়- চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদউত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে স্থানীয় সরকার স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ এর ধারা ৯ (১) অনুযায়ী মঞ্জুরুল আলম চৌধুরীকে হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

    ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন।

    এ বিষয়ে নবাগত পৌর প্রশাসক মনজুরুল আলম চৌধুরী বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাটহাজারী পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে পরামর্শ করে ত্বরান্বিত করা হবে। তিনি পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

     

  • উইনার গ্রামার স্কুলের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

    উইনার গ্রামার স্কুলের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

    আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বনামধন্য চিটাগাং উইনার গ্রামার স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    চিটাগাং উইনার গ্রামার স্কুলের পরিচালনা কমিটির সহ সভাপতি শিক্ষানুরাগী সমাজ সেবক সালাউদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, চিটাগাং উইনার গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সহ প্রচার ও প্রকশনা সম্পাদক মোঃ আরিফ জামশেদের পরিচালনায় প্রধান অতিথি কাজী সরোয়ার খান মনজু বলেন, এক সময় দেশে ৪-৫ বছরের কোমলমতি শিশুরা সরকারি প্রতিষ্ঠানে লেখা পড়া করার সুযোগ দেওয়ায় হতো না, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলগুলো ৪-৫ বছরের কোমলমতি শিশুদের প্লে-নার্সারী শ্রেণিতে কম সময়ে আনন্দময় শিক্ষার মাধ্যমে স্কুল মুখী করেন। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিশু শ্রেণি নামে ৫ বছর বয়সী শিক্ষার্থী ভর্তি করাছেন। কিন্ডারগার্টেন কে অফিসিয়ালি অনুকরণের ঘোষণা না দিলেও কিন্ডারগার্টেন কে অনুকরণ করছে প্রাথমিক শিক্ষার প্রায় সেক্টর। চিটাগাং উইনার গ্রামার স্কুল বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ক্রিড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা, অভিভাবক সমাবেশ, শিক্ষা সফরসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগীতামুখী করতে কাজ করছেন। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার মাধ্যমে বাস্তবমুখী শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলসমুহ প্রাথমিক শিক্ষায় অগ্রণী ভুমিকা রাখছেন।

    অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসবের আমেজে সকল শ্রেণি শিক্ষার্থীদের বিগত শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমা বিশ্বাস, মসেস ইয়াসমিন আকতার, আরাফাত রহমান, তারিন সুলতানা, পূজা ধর প্রমুখ।

  • হাটহাজারীতে সৈয়দ ইবরাহিমকে অবাঞ্ছিত ঘোষণা

    হাটহাজারীতে সৈয়দ ইবরাহিমকে অবাঞ্ছিত ঘোষণা

    বিএনপির যুগপৎ আন্দোলনের জোট ছেড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইবরাহিমকে তার নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

    বুধবার (২২ নভেম্বর) হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।

    এক বিবৃতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াসউদ্দিন বলেন, বর্তমান সরকার অবৈধ এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এতে হাটহাজারীর সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।

    এ খবর প্রকাশিত হওয়ার পর হাটহাজারী উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মেজর জেনারেল (অব.) ইবরাহিম শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা, লোভ-লালসায় লালায়িত হয়ে অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করে এই ঘৃণিত কাজ করেন।

    বেইমানি করা মেজর জেনারেল (অব.) ইবরাহিমের মজ্জাগত ও স্বভাবসিদ্ধ ব্যাপার। তিনি ১৯৯৬ সালে জেনারেল নাসিমের অভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস কর্তৃক মেজর জেনারেল হেলাল মোর্শেদ খানের সঙ্গে বরখাস্ত হন।

    সেই জেনারেল হেলাল মোর্শেদ খান এখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান। ২০১৮ সালে বিএনপি নিজ দলের শতভাগ যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে মেজর জেনারেল (অব.) ইব্রাহিমের মতো একজন সিঙ্গেল ম্যানের জোটকে সম্মান দেখিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়। তার পক্ষে বিএনপির সব ইউনিট কাজ করে। কিন্তু তখনো তিনি সে সময়ের মহাজোট প্রার্থীর কাছে আর্থিক সুবিধা নিয়ে নিজেকে আত্মসমর্পণ করেন।

    ইব্রাহিমের নির্বাচনে কাজ করতে গিয়ে হাটহাজারী বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী হামলা মামলা এবং নির্যাতনের শিকার হলেও তিনি কারো খোঁজ-খবর নেননি। তাই, দ্ব্যর্থহীনভাবে বলা যায়, মোনাফেকী এবং বেইমানি তার মজ্জাগত।

    লিখিত বক্তব্যে বলা হয়, আমরা হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মেজর জেনারেল (অব.) ইব্রাহিমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি হাটহাজারী উপজেলা উপজেলা ও পৌরসভা বিএনপি পরিবারের কেউ ইব্রাহিমকে কোনোভাবে সহযোগিতা করেন বা যোগাযোগ রাখেন, তাহলে আমরা তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

    জানা গেছে, বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যুক্তফ্রন্ট নামে একটি জোট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন সৈয়দ ইবরাহিম। তিনি নতুন ওই জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    সংবাদ সম্মেলনে সৈয়দ ইবরাহিম বলেন, এই মুহূর্তে আমার রাজনৈতিক অক্ষমতা এই যে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পেরে উঠছি না। ২৮ অক্টোবরের পর সুনির্দিষ্ট একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যেখানে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন যে, চুপ থাকব না কি বিকল্প ব্যবস্থা নেব। আমি বিকল্প অবস্থান নিয়েছি, নির্বাচনে অংশ নিচ্ছি।

  • হাটহাজারীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭, আহত ২

    হাটহাজারীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭, আহত ২

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া নামক স্থানে বাস এবং সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

    মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনাটি হয়।

    স্থানীয় সূত্রে জানা যায় নিহতরা সবাই পটিয়া থেকে ফটিকছড়িতে আত্মীয়র শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।

    দুর্ঘটনার ঘটনার খবর হয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

    হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, চারিয়াতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে আসছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। এখনো পর্যন্ত আহত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

  • হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মুফতি ইয়াহইয়ার ইন্তেকাল

    হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মুফতি ইয়াহইয়ার ইন্তেকাল

    উপ-মহাদেশের অন্যতম বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

    শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

    হাটহাজারী মাদরাসা সূত্র প্রখ্যাত এই আলেমের ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে। তার মরদেহ হাটহাজারীতে নেওয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি। তবে জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

    এর আগে বৃহস্পতিবার (১ জুন) তার অসুস্থতা বেড়ে যাওয়ায় হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকায় আনা হয়।

    গত ১৬ মে আল্লামা ইয়াহইয়া উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেন।

    জানা যায়, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দীর্ঘদিন যাবত কোমরে ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন।

    আল্লামা ইয়াহইয়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তার মৃত্যু হলে মাদরাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মুফতি আবদুস সালামকে মহাপরিচালক ও আল্লামা ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই ‍মুফতি আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই আল্লামা ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।

  • আমিনুল হক ফরহাদাবাদীর ৭৮ তম বার্ষিক ওরশ শরীফ ও প্রকাশনা উৎসব

    আমিনুল হক ফরহাদাবাদীর ৭৮ তম বার্ষিক ওরশ শরীফ ও প্রকাশনা উৎসব

    ফটিকছড়ি প্রতিনিধি:হাটহাজারীস্থ আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় সোমবার মুফতীয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর ৭৮ তম বার্ষিক ওরশ শরীফ শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদীর সভাপতিত্বে ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

    ওরশ শরীফে আনজুমান ও আল্লামা ফরহাদাবাদী ফাউণ্ডেশন কর্তৃক ৫টি গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও বাংলা একাডেমীর সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ড. সেলিম জাহাংগীর। অনুষ্ঠানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ ফখরুল আবেদীন রায়হান রচিত বেলায়তে ওজমার বিকাশধারায় গাউসে জামান সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

    এতে আরো ৪ টি গ্রন্থের প্রকাশনা উৎসব করা হয়েছে। মাহফিলে সামা উপস্থাপন করেন বিশিষ্ট শিল্পী নাছির কাওয়াল। সবশেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ফয়সাল আবাদীন।

    এতে উপস্থিত ছিলেন সৈয়দ ফয়জুল আবেদীনআরমান, রুবায়েত চৌধুরী, আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, নোমান চৌধুরী, শাহাদাত হোসেন, সুলতান আহমদ, মোহাম্মদ ফরহাদ, ইমাম হোসেন ফরহাদ, তানিম চৌধুরী প্রমুখ।

  • হাটহাজারীতে বিশাল সুন্নি সম্মেলনে আল্লামা তাহের শাহ্

    হাটহাজারীতে বিশাল সুন্নি সম্মেলনে আল্লামা তাহের শাহ্

    হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় ময়দানে আজ ১৫ অক্টোবর (শনিবার) সকাল ১০ টা হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পশ্চিম) পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিশাল সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাজিআ) ত্বরিকতে নবদীক্ষিতদের উদ্দেশ্যে বলেন, তওবা করার কারণে জীবনের সব গুনাহ্ মাফ হয়ে যায়, কিন্তু পরের হক্বের বিষয়ে মাফ নাই। কারো সম্পদ আত্মসাৎ করা হলে কিংবা কারো প্রতি জুলুম করা হলে, যার পাওনা তাকে ফিরিয়ে দিতে হবে, কিংবা  মাফ চেয়ে নিতে হবে । মনে রাখতে হবে যতক্ষণ মজলুম বা পাওনাদার মাফ করে না দেবে ততক্ষণ আল্লাহপাকও ক্ষমা করবেন না। তিনি সবাইকে দ্বীনের খেদমত করার এবং ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে রক্ষার আহবান জানান। 
    এতে প্রধান বক্তা ছিলেন-আওলাদে রাসুল (দ.), রাহনুমায়ে শরীয়ত ও পীরে ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)। বিশেষ বক্তা ছিলেন আওলাদে রাসুল (দ.), হযরতুলহাজ্ব সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)।
    প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি-এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
    বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম,রাশেদুল আলম, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, শায়খুল হাদিস আল্লামা সোলাইমান আনছারী, শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব-এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় অর্থ সচিব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমেদ, সাধারণ সম্পাদক-আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি-আলহাজ্ব জমির হোসেন, সাধারণ সম্পাদক-এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,
    সাংগঠনিক সম্পাদক-কামরুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আহসান হাবীব চৌধুরী হাসান, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আযহারী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, উপাধ্যক্ষ-আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, অধ্যাপক জসিম উদ্দীন আযহারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, উপাধ্যক্ষ আল্লামা তৈয়ব খাঁন আলকারেদী, অধ্যাপক মুহাম্মদ সাইফ্দ্দুীন খালেদ চৌধুরী,
    মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী, মাওলানা সৈয়দ হাসান আল আযহারী, রাজনীতিবীদ মুহাম্মদ ইউনুছ গণী চৌধুরী, মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেদ, শাহজাদা স.ম.এনাম প্রমুখ।
    হাটহাজারী উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ও সুন্নী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ এর সঞ্চালনায় সুন্নী সম্মেলনে বক্তাগণ বলেন, রাসুলে পাক (দ.) সমগ্র সৃষ্টিকুলের রহমত। তাই, ঈদে মিলাদুন্নবী (দ.)  সবার ঈদ, এমনকি সকল ঈদের সেরা ঈদ। জসনে জুলুস এ সেরা নির্মল আনন্দকে আরো বেশি আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী করে তুলেছে। আর, বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে জসনে জুলুসের মত ইসলামি সংস্কৃতি প্রবর্তনসহ শত শত মাদরাসা প্রতিষ্ঠার জন্য দরবারে সিরিকোটের অবদান চিরস্মরণীয়।
    এ দরবারের ‘কাম কর-দ্বীনকো বাঁচাও ‘ উপদেশটি আজ বাণী চিরন্তন হিসেবে স্বর্ণাক্ষরে লিখতে হবে।
    কারণ, এমন নির্দেশনার প্রভাবে আজ এ সিলসিলাহর  মুরীদ-ভক্তরা দ্বীন রক্ষার মিশনকে তাদের প্রধান দায়িত্ব হিসেবে পালন করে যাচ্ছে, বিধায় সুন্নিয়ত চর্চা আজ দেশব্যাপি অব্যাহত রয়েছে।
    শুধু তসবিহ্  নয়, বরং সেবাই আসল ত্বরিকত। আর, দ্বীনের সেবা তথা ঈমান-আক্বিদার সেবা হল সব সেবার উর্ধ্বে।  সুন্নী সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন-আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, মাওলানা মুহাম্মদ আবুল কালাম শাহ্, এস.এম. রফিকুল হাসান, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দীন, মাওলানা মুনিরুর রহমান খসরু, মুহাম্মদ রোকন উদ্দীন চৌধুরী, মুহাম্মদ আবদুল মাবুদ আইয়ুব, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আজিজুর রহমান চৌধুরী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ সেলিম রিয়াজ প্রমুখ।
    ২৪ঘণ্টা/জেআর
  • হাটহাজারীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ

    হাটহাজারীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দেশের উন্নয়নে সাম্প্রদায়িক মনোভাব পরিহার করে বিনি সুতোর মালার মতো একই বন্ধনে আবদ্ধ হয়ে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাকে একটি সাম্প্রদায়িকতামুক্ত পৌরসভায় পরিণত করার লক্ষ্যে ‘সামাজিক সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হাটহাজারী পৌরসভার আয়োজনে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নানা শ্রেণি পেশাজীবি ও জনপ্রতিনিধি একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে পৌরসভায় ‘সামাজিক সম্প্রীতি সমাবেশ’ করা হয়।

    উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর- প্রশাসক মো. শাহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ, পৌর- নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খান, পৌর- নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, কেশব কুমার বড়ুয়া, গোবিন্দ প্রসাদ মহাজন, দিদারুল আলম বাবুল, ছৈয়দ হাফিজ আহমদ, জাকির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, সুজন দাশ সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল সহায়ক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সাংগঠনিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • হাটহাজারীতে মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রি, জরিমানা ২০ হাজার

    হাটহাজারীতে মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রি, জরিমানা ২০ হাজার

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রয়ের অভিযোগে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার মনির উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলমের নেতৃত্বে অভিযানকালে ১৪ কেজি ডাল ও ৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীদুল আলম।

  • শেখ রাসেল শিশু কেন্দ্রের শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন আয়োজন

    শেখ রাসেল শিশু কেন্দ্রের শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন আয়োজন

    হাটহাজারীর উপজেলা প্রশাসন এর উদ্যোগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, শেখ রাসেল শিশু কেন্দ্রের পরিচালক জেসমিন আকতার প্রমুখ।

    এ কার্যক্রমের আওতায় কেন্দ্রের মোট ১৬০ জন শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ে গমনকারী শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি, শিশুদের স্বাস্থ্য সেবা ও জরুরি প্রয়োজনে শিশুদের রক্তের প্রয়োজনের বিষয়গুলো মাথায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

  • সৎ বোনের সাথে প্রেমের সম্পর্ক; হাটহাজারীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

    সৎ বোনের সাথে প্রেমের সম্পর্ক; হাটহাজারীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

    হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে মাসুদ হোসেন(১৭)নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব ছরারকুল ওয়াহিদ আলী চৌধুরী বাড়ীর টিনসেট ভাড়া ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। নিহত মাসুদ রাউজান উপজেলার উরকিরচর গ্রামের জাকের হোসেন প্রকাশ আবদুস শুক্কুরের পুত্র।

    থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে সংবাদ পেয়ে পুলিশ উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত কিশোরের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল তৈরী করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে ময়না তদন্তের জন্য।তবে কিশোর আহত্মহত্যা নাকি হত্যা রিপোর্ট পেলে জানা যাবে। তার সৎ বোনের সাথে প্রেমের সম্পর্ক বলে জানা যায়। দুজনের মধ্যে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

    নিহত মাসুদের মা রুবি জানান, আমার ছেলে গত দুইমাস আগে তার বাবার কাছে দ্বিতীয় সংসারে আসছে। গত কয়েকদিন আগেও নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। আমার স্বামীর ২য় সংসারে সৎ মায়ের আগের ঘরে মেয়ে রুমির(১৯) সাথে আমার ছেলের নাকি সম্পর্ক ছিল। তার সাথে কয়েকবার ঝগড়াও হয়েছে। হত্যা করেছে নাকি আত্মহত্যা করেছে সেটা বুঝতেছিনা। তবে আমার ছেলেকে ওরা মানসিক নির্যাতন করত।

    নিহতের বাবা জাকিরের কাছে জানতে চাইলে কিছু বলতে পারবেনা বলে এড়িয়ে যায়।

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা করেছে জানা যাবে। থানায় অপমৃত্যুর মামালা রুজু হয়েছে।

  • ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ

    ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ

    হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা অসীমের কন্যা স্মরণিকা বড়ুয়ার(১৬) বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

    শুক্রবার (১ জুলাই) ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নির্দেশে ২ নং ধলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর ও ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহের কার্যক্রম বন্ধ করেন।

    পরে বিয়ের আয়োজক স্মরণিকা বড়ুয়ার পিতা অসীম বড়ুয়া ❝কন্যার বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহের কোন চেষ্টা করবেন না❞ বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমের নিকট মুচলেকা প্রদান করেন। উল্লেখ্য, স্মরণিকা বড়ুয়ার বর্তমান বয়স ১৬ বছর।