Tag: হাটহাজারীতে

  • হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

    হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

    ২৪ ঘণ্টা হাটহাজারী প্রতিনিধি : সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সারাদেশের ন্যায়ে চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হয়েছে।

    এ উপলক্ষ্যে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, তথ্য অধিকার কি এবং এই আইন সম্পর্কে সকলকে জানাতে হবে।

    প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ আইনের বিষয়ে সচেতন হতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সমবায় কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

    কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

    ২৪ ঘণ্টা হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে এনজিও সংস্থার নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গলায় ওড়না পেঁছিয়ে রুপনা শর্মা (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

    সে উপজেলার মেখল ইউনিয়নের মোজ্জাফফরপুর এলাকার ভাগিরঘোনার রশিক ডাক্তার বাড়ীর অরুন কুমার শর্মার স্ত্রী।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার খাওয়ারকুপ এলাকার অরুন কুমার শর্মা সাথে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়রে ভাগিরঘোনা এলাকায় রুপনার সাথে বিয়ে হয়।

    বিয়ের পর থেকে সে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করছেন। গত সোমবার দিবাগত রাতে বসত ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

    খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তে জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

    পরিবারিক সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ সংসারের অভাব অনটনের কারনে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহন করেন। ঋণের টাকা পরিশোধ করতে তাকে হিমশিম খেতে হয়।

    আগে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও করোনা মহামারির কারণে স্বামীর নিয়মিত কাজ না থাকায় সঠিক সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এ কারণে ক্ষোভে দু:খে সে আত্মহত্যা করেন।

    নিহতের বড় মেয়ে জবা শর্মা কান্না জড়ীত কন্ঠে বলেন, আমার মা ঋণের টাকা শোধ করতে না পারার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

    হাটহাজারী মডেল থানার এস আই মুজাহিদ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে হাটহাজারীতে পুকুরে ডুবে ইয়ামিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    আজ সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে জসিম তালুকদারের বাড়িতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের পুত্র বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ামিন নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা নিহত শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

    হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে একটি পরিত্যক্ত অকেজো দেশীয় এলজি সহ ২রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

    সোমবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার আলীপুর এলাকার সরকারী ডেইরী ফার্ম সড়কে সুন্দরী ছড়া সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান থেকে অবৈধ অকেজো অস্ত্র সহ কার্তুজ উদ্ধার করা হয়। তবে কাউকে ঘটনাস্থল থেকে আটক করা যায় নি।

    এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত টিনসেট দোকান থেকে কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় অকেজো এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    অস্ত্রগুলো কার সে সম্পর্কে জানা না গেলেও তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • হাটহাজারীতে র‌্যাবের সিপিসি-২ ক্যাম্প উদ্ধোবন/দুর্নীতিসহ নানা অপরাধ দমনে জন্মলগ্ন থেকে কাজ করছে র‌্যাব

    হাটহাজারীতে র‌্যাবের সিপিসি-২ ক্যাম্প উদ্ধোবন/দুর্নীতিসহ নানা অপরাধ দমনে জন্মলগ্ন থেকে কাজ করছে র‌্যাব

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : অপরাধ দমনে এবার হাটহাজারীতে যুক্ত হলো র‌্যাব-৭ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ এর ক্যাম্প।

    র‌্যাব এর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম,পিপিএম আজ রবিবার (১৪ জুন) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মাটিয়া মসজিদ এলাকার ম্যারেজ মহলে এ ক্যাম্প উদ্ধোধন করেন।

    ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জঙ্গি, মাদক, দুর্নীতিসহ নানা অপরাধ দমনে র‌্যাব জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।

    এসময় হাটহাজারী, রাউজান, ফটিকছড়িসহ পাবর্ত্য চট্টগ্রামে অপরাধ দমনে সিপিসি-২ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।

    তিনি বলেন, অনেক সময় আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই। অপরাধীরা আমাদের বাধা দেয়। তখন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধিদের সহযোগিতা পাই। ভবিষ্যতেও এ সহযোগিতা চাই।

    সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, বিপিএম, পিএসসি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বিপিএম, পিপিএম, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক বিপিএম, পিপিএম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/রাজীব প্রিন্স

  • হাটহাজারীতে একদিনে করোনা শনাক্তের রেকর্ড/ আক্রান্ত ২৬ জনের ৭ জনই ব্যাংক কর্মকর্তা

    হাটহাজারীতে একদিনে করোনা শনাক্তের রেকর্ড/ আক্রান্ত ২৬ জনের ৭ জনই ব্যাংক কর্মকর্তা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামে একদিনে সর্ব্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ডের দিনে আরেক রেকর্ড গড়ছে উপজেলা হাটহাজারী। এখানে নতুন করেেএকদিনে ২৬ জনের করোনা শনাক্ত হয়। যা হাটহাজারী উপজেলায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এ নিয়ে হাটহাজারীতে মোট ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

    ২৮ মে প্রেরিত নমুনার ফলাফলে নতুন করে করোনা শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ৭ জন হাটহাজারী সোনালী ব্যাংকে কর্মরত ব্যাংক কর্মকর্তা। জানা যায়, হাটহাজারী সোনালী ব্যাংক শাখার মোট ১৭জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী মধ্যে নতুন ৭জনসহ মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত সবাই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।

    এছাড়াও একদিনে ২৬ জন আক্রান্তের বাকী ১৯ জনের মধ্যে উপজেলার ছিপাতলী ৬ নং ওয়ার্ডস্থ নেয়ামত আলী কোম্পানি বাড়িতে ২জন, হাটহাজারী পৌর এলাকার ফটিকা শাহজালাল পাড়া মাশা আল্লাহ বিল্ডিং এ ১ জন, শিকারপুর ইউনিয়নের বাথুয়া কবির আহমদ সই বাড়িতে ২জন করোনা রোগী শনাক্ত হয়।

    এছাড়া উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ড কাসেম বালির বাড়িতে ১জন ও ২ নং ওয়ার্ড নজু মিয়া সারাং বাড়িতে ১ জন, দক্ষিণ বুড়িশ্চর মন্টু তালুকদার বাড়িতে ১ জন, চৌধুরীহাট শফী ড্রাইভার বাড়িতে ১ জন(চাকমা), হাটহাজারী কলেজ গেইট আবদুল হামিদ সওদাগর বাড়িতে ১ জন, পৌরসভার দেওয়ান নগর ৩ নং ওয়ার্ডে ১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    একইদিন উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাচা মিয়া মাস্টারের বাড়িতে ১ জন, ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নজমুল আহমদ বাড়িতে ১ জন, আমান বাজার সংলগ্ন চসিক ১ নং পাহাড়তলী ওয়ার্ডে একই পরিবারের ৫ জন ও নন্দিরহাটে ১ জনসহ মোট একদিনে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়।

    এদিকে একদিনে ২৬ জন করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসেন বলেন, হাটহাজারী করোনার নতুন হট স্পট হতে চলছে। এই মহামারি মোকেবেলায় সচেতনতার বিকল্প নেই। তিনি সকলকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/রাজীব প্রিন্স

  • এক মাসের ব্যবধানে হাটহাজারীতে করোনা শনাক্ত অর্ধ-শতাধিক

    এক মাসের ব্যবধানে হাটহাজারীতে করোনা শনাক্ত অর্ধ-শতাধিক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মো: পারভেজ, হাটহাজারী : চট্টগ্রামের হাটাহাজারীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। হাটহাজারীবাসী করোনা শনাক্তের পরিমাণ যেমন দেখেছে তেমনি প্রত্যক্ষ করেছে করোনায় করুণ মৃত্যুর দৃশ্যও।

    গত ২৮ এপ্রিল হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও আজ ২৮মে এক মাসের ব্যবধানে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৬০ জনে। যার মধ্যে গত ১৫ দিনে শনাক্ত হয়েছে ৪৯ জন।

    এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১জন। ১৩ই মে এর পর থেকে হাটহাজারীতে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রশাসন আপ্রাণ চেষ্টা করে গেলেও করোনা নিয়ে উপজেলাবাসীর উদাসীনতা স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ দিন দিন বৃদ্ধিই করে চলছে।

    গতকাল বুধবার (২৭ মে) হাটহাজারীতে নতুন করে ৮ জন করোনা শনাক্ত হয়। এছাড়া এক জনের দ্বিতীয় বার করো প্রজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন।

    এদিকে হাটহাজারীতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার পিছনে উপজেলাবাসীর অসেচতনতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের সাথে লুকোচুরির মধ্যে চলছে লকডাউন। উপজেলার হাট-বাজারগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখার দৃশ্য চোখে পড়ছে না।

    কখনো প্রশাসনের উপস্থিতে কয়েক মিনিট সামাজিক দুরুত্ব বজায় থাকলেও মূলত বেশির ভাগ সময় সামাজিক দুরুত্ব বজায় রাখছেন না এলাকাবাসী। পাড়ার অলিতে গলিতেও চলছে আড্ডা যা মোটেই কাম্য নয়।

    হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসেন বলেন, করোনা থেকে বাচঁতে আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • হাটহাজারীতে ভেজাল ঘি ও অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারীতে ভেজাল ঘি ও অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে অব্যাহত রয়েছে প্রশাসনের বাজার মনিটরিং কার্যত্রম।

    আজ শুক্রবার (১ মে) হাটহাজারী উপজেলার মদুনাঘাট এবং নজুমিয়া হাটে সকাল ১১ টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ৭টি মামলায় ৭ দোকানিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    জানা যায়, চলতি বছরের ডিসেম্বর মাসের উৎপাদনের তারিখ (৩০/১২/২০২০) দিয়ে বাঘাবাড়ির ঘি নামে এক ধরনের ভেজাল ঘি বাজারজাতকরণ করে আসছিল একটি চক্র। আজ মদুনাঘাটের তিনটি মুদি দোকানে এমন ভেজাল ঘি এর সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত।

    এসময় উক্ত তিন দোকানিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডালডা ফ্লেভার আর হলুদ রং দিয়ে বানানো প্রায় ২ হাজার লিটার ভেজাল ঘি ধ্বংস করা হয়।

    উল্লেখ্য গত বছর হাটহাজারীতে এরকম ভেজাল ঘি এর ১৮টি কারখানা ধ্বংস করেছিল উপজেলা প্রশাসন।

    অন্যদিকে নজুমিয়া হাটে মূল্য তালিকায় ১৬০ টাকা আদার দাম লেখা থাকলেও দোকানির দাবি আদা বিক্রি করছেন ১৪০ টাকা করে। কিন্তু ঐ মুহুর্তে দোকান অবস্থানরত ক্রেতার দাবি তিনি আদা কিনেছেন ৩২০ টাকা করে। এ সময় আদা ক্রয়ের ভাউচারও দেখাতে পারেননি দোকানদার।

    ক্রয় মূল্যের সাথে বিক্রয়মূল্যের ব্যাপক অসামঞ্জস্যতা তথা অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে ৪ দোকানিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, কেউ যাতে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের বাজারমূল্য অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে।

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল রোধে প্রশাসনের চলমান বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

  • হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ

    হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মো. ফরিদ আহম্মেদ (৬৫) নামে এক বৃদ্ধ।

    আজ ১৭ মার্চ মঙ্গলবার সকাল সোয়া ১০টার সময় মদুনাঘাট এলাকায় সড়ক পার হতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা লেগে বৃদ্ধটির মৃত্যু হয়। নিহত ফরিদ ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার। তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ফরিদ নামে এক বৃদ্ধকে চমেকে আনা হয়।

    বৃদ্ধটিকে হাসপাতালের ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক। একইদিন সকাল ১১টার দিকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘন্টা/ আর এস পি..

  • হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী মো. এমদাদ উল্লাহ ওরফে হাসান সিকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার ‘মায়ের আঁচল’ নামে একটি ভবন থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।

    মো. এমদাদ উল্লাহ ওই এলাকার আবদুল মালেক সিকদার বাড়ির মৃত মো. রফিক সিকদারের ছেলে। সে এশিয়ান ইউনির্ভাসিটির বিএ (সম্মান) ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র এবং ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তিনি বলেন, সুরতহাল রিপোর্টের প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে এমদাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

    এদিকে পরিবারের বরাত দিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. ইউনুস মিয়া জানান, এইচএসসি পরীক্ষায় পাসের পর হাসান ঢাকায় এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশে (এইউবি) ভর্তি হন। এরপর পড়াশোনার পাশাপাশি বেসরকারি বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি নেন।

    গত রবিবার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি মিরেরখিলে যান হাসান। সেখানে বড়বোন লাকি আক্তারের কাছে চাবি নিয়ে পর দিন সোমবার তিনি উপজেলার পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার গ্রামের বাড়িতে ওঠেন।

    দুপুরে খোঁজ নিতে বোন লাকি কয়েকবার হাসানের মোবাইল ফোনে কল করেন। কিন্তু হাসান রিসিভ করছিলেন না। পরে রাতে বোন বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজার ভেতর থেকে আটকানো।

    এতে সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাসানের নিথর দেহ সিলিংফ্যানের সাথে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।

  • হাটহাজারীতে ই-সিগারেটের ভয়ঙ্কর নেশায় আসক্ত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা

    হাটহাজারীতে ই-সিগারেটের ভয়ঙ্কর নেশায় আসক্ত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা

    হাটহাজারীতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ-যুবকরা তামাক পণ্যের নতুন ও আধুনিক রূপ ‘‘ই-সিগারেটের’’ ভয়ঙ্কর নেশায় আসক্ত হচ্ছে।

    অনলাইন জগতের বিভিন্ন পণ্য বিক্রয়ের ওয়েবসাইটে তরুণ প্রজন্মের মনকাড়া ই-সিগারেটের বিজ্ঞাপন কিংবা বন্ধুদের খপ্পরে পড়ে মেধাবী এসব তরুণ শিক্ষার্থীরা এ নেশায় দিন দিন আক্রান্ত হচ্ছে। সাধারণ সিগারেটের নেশার বিকল্প, ক্ষতি কম হওয়ার আশঙ্কা কিংবা নিজেদেরকে স্মার্ট ধূমপায়ী ভেবে তরুণ প্রজন্ম আজ এ নেশায় বেশি আসক্ত।

    এদিকে তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে তামাকজাত পন্য বিক্রি করার অভিযোগে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌর বাজারের কাচারী সড়ক ও বাসষ্ট্যান্ড এলাকায় চারটি ডিপার্টমেন্ট ষ্টোরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে এসব দোকান থেকে বিপুল পরিমাণ ই-সিগারেট জব্দ করা হয়েছে।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

    ইউএনও রুহুল আমীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, হাটহাজারী উপজেলার অনেক স্কুলের প্রধান শিক্ষকগণ ই-সিগারেট বিষয়ে আমাকে অভিযোগ করেছেন। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্ররা দলবেঁধে ই-সিগারেট পান করেন। তারপর বড় ভাইয়ের সান্নিধ্য সর্বশেষে কিশোর গ্যাং হয়।

    তিনি আরো বলেন, আজ চারটি দোকানে অভিযানে গেলে দোকানিরা জানান, মূলত ১৪/১৫ বছরের কিশোররাই ই-সিগারেট নেয়। শুধু নেয় তা না তারা দোকানীকে আরও বলে বেশি দামের ই-সিগারেট আনবেন।

    তবে আশার কথা হল, অনেক দোকানদার একমত হয়েছেন যে, তারা বাচ্চাদের কাছে ই-সিগারেট বিক্রি করে অন্যায় করেছেন এবং ই-সিগারেট আর বিক্রি করবে না বলে তারা আমাকে জানিয়েছেন। তাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। তাই কিশোরদের অধঃপতন রোধে মা-বাবাসহ সকলকে এগিয়ে আসার আহবান করছি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মডেল থানার পুলিশ।

  • হালদা নদীতে অভিযান, ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ

    হালদা নদীতে অভিযান, ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ

    প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ শনিবার রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পোড় কপালিয়া স্লুইস গেট এলাকায় দু ঘন্টার অভিযানে এসব ভাসা জাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

    এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। গড়দুয়ারা ইউনিয়নের গ্রাম পুলিশ অভিযানে সহায়তা করেন।

    ইউএনও রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে ভাস জাল জব্দ করার তথ্যটি নিশ্চিত করে বলেন, হালদা নদীতে মা মাছের উপস্থিতিকে লক্ষ্য করে মঃস্যলোভী অসাধু কিছু মানুষ বেপরোয়া হয়ে উঠছে এমন অভিযোগ পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি হালদা নদীর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।