Tag: হাটহাজারী

  • লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌরসদরে বিশেষ অভিযান চালিয়ে দুই মুদি দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

    গুজবে কান দিয়ে লবনের প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় অধিক মুল্য নেয়ার অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট।

    মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    জরিমানা আদায়ের পর রুহুল আমিন দোকানিকে হঠাৎ করে লবণের দাম বাড়তি নেওয়ার কারণ জানতে চাইলে দোকানি সহজ সরল উত্তর দেন, ‘শুনছি দাম বাড়ছে তাই আমিও দাম বাড়াই দিছি’।

    রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হঠাৎ করে সারাদেশে লবণ সংকট ও লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ার আগেই সাধারণ ব্যবসায়িদের সতর্ক করতে মঙ্গলবার রাতেই উপজেলা পৌরসদরের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালায়।

    এসময় ক্রেতাদের কাছ থেকে লবণের প্যাকেটের গায়ে লেখার চাইতেও বেশি দাম নেওয়ার অপরাধে পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।

    প্রথম দিনের অভিযানে মেসার্স মেঝবাহ স্টোরকে ৫শ এবং মেসার্স খোরশেদ স্টোরকে ৫শ টাকা জরিমানা করে সকল ব্যবসায়িকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়।

    তবে ভবিষ্যতে একই অপরাধ ধরা পড়লে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি সকল ব্যবসায়িদের হুশিয়ার করে দেন।

  • অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার : ডাকাতির মালামাল উদ্ধার

    অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার : ডাকাতির মালামাল উদ্ধার

    চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং- চট্টগ্রাম-থ-১১-৪২৩৫)।

    গত শনিবার ও রবিবার হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলেন, ফটিকছড়ির লেলাং শাহ নগর নয়ারহাট বাজারের কাজী বাড়ির মৃত মো. ইউনুছের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার ছোট ভাই মো. শাহাব উদ্দিন প্রকাশ উজ্জ্বল (৩০), একই উপজেলার বিবিরহাট কাঞ্চনগরের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আলাউদ্দিন প্রকাশ আলমগীর(৩৫), রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামের মো. রফিকের ছেলে মো. মানিক(২৮), কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইকং ঝিমংখালী মিনা বাজারের মৃত নজির হোসেনের ছেলে মো. জাফর আলম (৩৫) ও চকরিয়া থানা হারবাং ধর পাড়ার মধুসুদন ধরের ছেলে টিটু ধর (৪০)।

    হাটহাজারী থানা সূত্রে জানা যায়, সম্প্রতি হাটহাজারীতে পরপর বেশ কয়েকটি ডাকাতির ঘটনা তদন্তে নেমে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপেজলা ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    পুলিশ জানায়, ডাকাতদলের সদস্য জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো ৫জনকে গ্রেফতার করা হয়।

    হাটহাজারী থানার অফিসার ইনর্চাজ মো. বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, গ্রেফতার ডাকাতদলের সদস্য মো. আলাউদ্দিন প্রকাশ আলমগীর ও মো. মানিক ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেছে।

    তিনি বলেন, ডাকাতি প্রতিরোধে এখন থেকে পুলিশের টহল আরো জোরদার করা হচ্ছে। রাত বারটার পর সন্দেহজনক যে কাউকে রাস্তায় পেলে তল্লাশী করা হবে। এছাড়া ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান ওসি।

    এর আগে গত ৬ অক্টোবর রাতে হাটহাজারী থানার ২নং ধলই ইউনিয়নের সোনাইরকুল ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে সাহেব মিয়া মেম্বারের বাড়ীর মো. শফিউল আজম এর ঘরে, গত ২৪ অক্টোবর রাতে ১নং ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গুন্নু মিয়া সারাং বাড়ীর মো. শাহ আলম এর ঘরে এবং গত ২৮ অক্টোবর একই ইউনিয়নের মন্দাকিনি গ্রামের হারু চাঁদ মুন্সির বাড়ীর লুৎফন নাহার এর ঘরে ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। পৃথক পৃথক ডাকাতির ঘটনায় ডাকাতেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুন্ঠন করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় হাটহাজারী থানায় পৃথক ৩টি ডাকাতি মামলা রুজু হয়।

    এামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা সাড়ে তিন ভরি গলিত স্বর্ণ, ১টি স্যামসাং মোবাইল, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১টি লোহার তৈরি কাটার, ১টি স্টীলের তৈরি কথিত চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি স্টীলের চাপাতি এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১১-৪২৩৫) উদ্ধার করা হয়।

  • হাটহাজারীতে পাব্বতী স্কুল মাধ্যমিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    হাটহাজারীতে পাব্বতী স্কুল মাধ্যমিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    হাটহাজারী পাব্বতী মাধ্যমিক ২০১২ ব্যাচের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান রবিউল হোসেন ইমনের সঞ্চালনায় ও হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,সিডিএ বোর্ড সদস্য,জসিম উদ্দিন শাহ, প্রধান বক্তা ছিলেন হাটহজারী টেকনোলজি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম।

    বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক,সমাজসেবক,ক্রীড়ানুরাগী ওজাইর আহমদ হামিদী,বঙ্গবন্ধু ফাউন্ডেশন উত্তর জেলা শাখার সাধারন সম্পাদক,সাবেক জেলা ছাত্রলীগ নেতা তারিকুল কালাম তুহিন, ক্রীড়ানুরাগী,সমাজসেবক মামুনুর রশিদ,সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোঃ আজিজ, যুবলীগ নেতা মোঃ নাসির, আ’লীগ নেতা আবদুর রহিম, চাঁটগাইয়া ব্লাড ব্যাংকের পরিচালক, হেলাল মাসুদ মজুমদার, গড়দুয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা ইসকান্দর মির্জা,মোঃ রাকিব, মোঃ মোজান্মেল, রাশেদুল আলম চৌধুরী, প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, মোঃ হুমায়েদ, আয়োজকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাফায়েত হেসেন কৌশিক,রিফাত শিকদার,শরিফ হোসেন মাসুদ,অপু,মোঃ ইরফান মোঃ তাজুল, মোঃ রিমন,মোঃ বাবু।

    প্রধান অতিথি ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের এ আয়োজনের জন্য প্রশংসা করেন। তরুন সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করার আহবান জানান।

    ফাইনাল খেলায় মদন মোহন একাদশ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় রুহুল আমিন একাদশ।

    উল্লেখ্য টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করেছিল।

  • দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব :  আনিস

    দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব : আনিস

    দূর্গাপুজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নই,এটি আজ সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে। “হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টারি আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

    রবিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার এনায়েতপুর জ্বালাকুমারী সংঘ পুজা মন্ডপে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    পরিষদের সভাপতি লিটন মহাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু দাশ’ এর সঞ্চালচনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

    বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুচ গনি চৌধুরী। পরিষদের প্রধান উপদেস্টা ড.শিপক নাথ,ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সি আই পি,পরিষদের উপদেষ্টা কারুকাঞ্চন আচার্য।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন সুভাষ নাথ ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের যুগ্ন- সম্পাদক ছোটন দাশ।

    এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এম আলী আব্বাস,ছাত্রনেতা আজম উদ্দীন, হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সিঃ সহ-সভাপতি অসিম দাশ গুপ্ত,আইন বিষয়ক সম্পাদক এড. কৃষ্ণপ্রসাদ নাথ,তান্ত্রিক দূর্গাপদ আচার্য্য, সাহস শীল,জয়দেব শীল,সুমন বৈষ্ণব,শিপন নাথ,পিয়তোষ শীল প্রমূখ।

  • হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা

    হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা

    দূর্গা পূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি লিটন মহাজন ও সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ।

    তারা বলেন, “হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।”

    আরও বলেন, “হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।”

    এবারের শারদীয় দুর্গোৎসব সারাদেশে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক চিন্তাচর্চার দৃষ্টান্ত হিসেবে শান্তির বার্তা আনবে বলে আশা রাখেন।

    সকল পূজার্থীরা প্রশাসনের বিভিন্ন নির্দেশনার উপর গুরুত্ব রেখে অনাকাঙ্ক্ষিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য আহবান করেন।

  • পেঁয়াজ এখন রড সিমেন্টের দোকানে! অভিযানে ৫টন জব্দ

    পেঁয়াজ এখন রড সিমেন্টের দোকানে! অভিযানে ৫টন জব্দ

    কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির আশায় কমদামে পেঁয়াজ নিয়ে কিনে মজুদ করে রেখেছে এক ব্যবসায়ি। এমন অভিযোগ পেয়ে হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় আমির হোসেনের মালিকানাধীন একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    ২ অক্টোবর বুধবার দুপুরে হাটহাজারী থানার দক্ষিণ পাশের একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়ে মিলে বিপুল পরিমাণ পেঁয়াজ। খোঁজ নিয়ে জানা যায় রড সিমেন্টের ব্যবসার আড়ালে এ পেঁয়াজের আড়তের জন্ম হয় মাত্র ৪ থেকে ৫ দিন আগেই। ১৪ টন পেঁয়াজ মজুদ করা হয় এ গোডাউনে।

    এ আড়ৎ থেকে স্থানীয় বাজারে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করার তথ্য নিশ্চিত করলেও পাইকারী বাজার থেকে কত করে পেঁয়াজ ক্রয় করেছে তার সঠিক কোন হিসেবে বা নথিপত্র দেখাতে পারেনি আড়তদার। তিনি একবার ৬০ টাকা আবার ৬৫ কিছুক্ষন পর ৬৮ টাকা কেজি দরে পেঁয়াজগুলো ক্রয় করেছেন বলে ভ্রাম্যমান আদালতকে তথ্য দিয়েছেন।

    ফলে রড সিমেন্টের এ গোডাউন থেকে প্রায় ১শত বস্তা ৫টন পেঁয়াজ জব্দ করে ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করায় পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

    আড়তদারের সাথে কথা হলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিনি ৬৮ টাকা কেজি ধরে ১৪ টন পেঁয়াজ কিনেছেন তবে তাকে কোন ধরনের রশিদ দেয়া হয়নি। তিনি বলছেন পেঁয়াজ যিনি আমদানি করেছে এবং এলসি’র মাধ্যমে এসব পেঁয়াজের চালান যার মাধ্যমে কাটা হয়েছে তারা একটি দর ধরে শুধুমাত্র স্কেলে ওজন মেপে মৌখিকভাবে তাদের কাছে পেঁয়াজগুলো হস্তান্তর করেছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে পেঁয়াজ বিক্রির উদ্দ্যেশে মজুদ করেছেন ব্যবসায়ি আমির হোসেন। মনিটরিংয়ে এসে তার কাছ থেকে পাওয়া বক্তব্য মোটেও বিশ্বাসযোগ্য হচ্ছে না। কোন ধরনের কাগজ পত্র দেখাতে না পারায় ৫টন পেঁয়াজ জব্দ করা হয়েছে।

    হাটহাজারীতে এ ধরনের অসংখ্য গুদামে পেঁয়াজ মজুদ রাখা আছে জানিয়ে রুহুল আমিন বলেন, যারা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার মত অসাধু পথ অবলম্বন করবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অভিয়ান অব্যাহত রেখে প্রত্যেক অসাধু ব্যবসায়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

    পেঁয়াজের আমদানি অব্যাহত এবং বাজারেও যথেষ্ট পেঁয়াজ আছে জানিয়ে এ নির্বাহী কর্মকর্তা বলেন, পেঁয়াজ নিয়ে হাটহাজারীবাসির বিভ্রান্তিতে পড়ার কোন সুযোগ নেই।

    জব্দকৃত পেঁয়াজগুলো কি করা হবে এমন প্রশ্নে রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এ গোডাউন থেকে একশ বস্তা প্রায ৫টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। আড়তদার যদি তার পেঁয়াজ ক্রয়ের সঠিক কাগজপত্র দেখাতে পারে এবং তা সুলভ মূল্যে বিক্রি করার অঙ্গিকারনামা দিলে জব্দকৃত পেঁয়াজগুলো তাকে পুনরায় ফেরত দেওয়া হবে।

  • সুন্দরী ছরার অবৈধ দখল উচ্ছেদ : দখলকারীকে অর্থদন্ড

    সুন্দরী ছরার অবৈধ দখল উচ্ছেদ : দখলকারীকে অর্থদন্ড

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট সংলগ্ন সুন্দরী ছরায় অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।

    আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় অবৈধ দখলদার জনৈক তৈয়বকে জনস্বার্থের ক্ষতি সাধিত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ইউএনও জানান, কথিত ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকার বর্ষা মৌসুমের পাহাড়ী ঢলের পানি নিস্কাশনের সুন্দরী ছরায় বালু বস্তা দিয়ে ভরাট করে অবৈধ দখল করে আসছিল।

    সংবাদ অবহিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভরাটকারীকে নোটিশ প্রদান করা হয়। সকলের সামনে তার জায়গা পরিমাপ করে বুঝিয়ে দিয়ে লাল গোলাকার চিহ্নিত করে দেয়া হয়।

    তবুও তিনি প্রশাসনের আদেশ অমান্য করে ১৬৪ ফুট দীর্ঘ এবং ১০ফুট প্রস্থ খাল অবৈধ ভাবে বালুর বস্তা দিয়ে দখল করে ছরার পানি নিস্কাশন বাধাগ্রস্থ করে রাখে। ১৬৪০ বর্গফুট খাল দখলমুক্ত করে অভিযুক্ত তৈয়বকে ২০ হাজার টাকা জরিমানা করে তার কাছ থেকে মুছলেকা নেয়া হয়।

    ২৪ ঘন্টা/