Tag: হাটহাজারী

  • হাটহাজারীতে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

    হাটহাজারীতে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

    হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার বউ-বাজার ও হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ওষুধের দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন। অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রায়হান ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

    অভিযানে বউবাজার এলাকার সিয়াম মেডিসিন সেন্টারকে ১৫ হাজার, মেসার্স আল রহমান ফার্মেসিকে ১০ হাজার, হাসপাতাল গেইট এলাকার ইহসান ফার্মেসিকে ৫ হাজার ও মক্কা মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও ওষুধ প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে ৪ ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

  • ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলা

    ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলা

    হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীর ৩নং বাজারে পাহাড়ি ভূমির মাটি কেটে বিক্রি বন্ধের প্রতিবাদের জেরে মো. জাহাঙ্গীর আলম ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে ভূমিদস্যু একটি চক্র। হামলায় জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

    শনিবার (১৪ মে) হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী সাকিনের মিজানুর রহমানের বসত ঘরে লাঠিসোটা নিয়ে হামলা চালায় দলবদ্ধ চক্রটি। পরে থানায় গিয়ে নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। জাহাঙ্গীর আলম দৈনিক সাঙ্গু পত্রিকার ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

    স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পাহাড়ি ভূমির মাটি কেটে বিক্রি করে আসছে চক্রটি। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, তার ছোট বোন নাসিমা বেগমের (৩৫) স্বামী মো. মিজানুর রহমানের প্রতিবেশিরা সঙ্গবদ্ধ হয়ে দীর্ঘদিন প্রশাসনের লোকদের দৃষ্টির আড়ালে থেকে মাদক ক্রয়-বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংগঠিত করে আসছে।

    এ বিষয়ে ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন. তারা দীর্ঘদিন এলাকায় একটি সঙ্গবদ্ধদল পাহাড়ি মাটি কেটে ফ্লট-বিক্রয়ের কাজ করে যাচ্ছে। আমি আমার পেশাগত কাজ করতে গেলেই আমাকে লাঠিসোটা দিয়ে আঘাত করে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছি।

    অভিযুক্তরা হলেন, ইমরানে হোসেনের ছেলে মো. রবিউল হোসেন (৩০), আবুল কাশেমের দুই ছেলে মো. মহিন (৩৫) ও মো. খালেক (৩৭), মোসাম্মৎ কালুনি (৪০) এবং আনোয়ারা বেগম (৪২)। অভিযুক্তরা হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর ৩নং বাজার রবি টাওয়ার সংলগ্ন ১নং ওয়ার্ডের কাশেমের বাড়ির বাসিন্দা। এছাড়া অজ্ঞাত আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

    এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • হুমকির মুখে মাছুয়াঘোনা মৎস্য হ্যাচারি;বিলীন হতে পারে হালদায়

    হুমকির মুখে মাছুয়াঘোনা মৎস্য হ্যাচারি;বিলীন হতে পারে হালদায়

    হাটহাজারী প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর ডিম সংরক্ষণ ও রেণু উৎপাদনের সরকারী হ্যাচারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাছুয়াঘোনা হ্যাচারী হুমকির মুখে। হ্যাচারী সংলগ্ন হালদা নদীর ভাঙ্গনে যে কোন মুহুর্তে নদীতে বিলীন হতে পারে। এদিকে কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার মৌসুম হওয়ায় আতঙ্কে রয়েছে কয়েকশ ডিম সংগ্রহকারী।

    মাসখানিক ধরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় হ্যাচারী সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। মাঠপাম্প, সি.সি ক্যামরাসহ ডিম সংগ্রহকারীদের চাহিদার প্রেক্ষিতে হ্যাচারীতে নেয়া হয়েছে নানান উদ্যোগ। ঠিক এসময়ে হালদায় বিলীন হওয়ার শঙ্কায় ডিম সংগ্রহকারীরা হতাশ।

    এদিকে সংবাদ পেয়ে শনিবার দদুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী বদরুল মনির হানাফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    তারা জানান, হ্যাচারী রক্ষার্থে যা যা করণীয় তা দ্রুত ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে উর্ধ্বতনকে অবহিত করা হয়েছে।

    ডিম সংগ্রহকারীরা জানান, ঘুর্ণিঝড়ের যে সিঙ্গেল চলছে ঘুর্ণিঝড় হোক কিংবা না হোক তা কেটে যাওয়ার পর পরই মা মাছ ডিম ছাড়বে। কারণ ৪/৫ দিন পরেই শুরু হচ্ছে পুর্ণিমা। মাছুয়াঘোনা সহ তিনটি হ্যাচারীতে প্রায় ৬শ ডিম সংগ্রহকারী প্রস্তুত রয়েছে। ঈদের দিন থেকেই অনেকে নদীতে পাহারায় রয়েছে। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারীতে ,এবার মা মাছের আনাগোনাও বেশী বলে জানান তারা।

    এদিকে মা মাছ ডিম ছাড়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই ডিম সংগ্রহকারী দের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সহায়তা

    অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সহায়তা

    হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডস্থ ওয়াহেদ আলী টেন্ডলের বাড়ীতে গত মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নাছির ড্রাইভারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ফরহাদাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ।

    বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মিজান, ধর্ম বিষয়ক প্রচার সম্পাদক হাফেজ সালাউদ্দীন, সহ-প্রচার সম্পাদক শহীদুল্লাহ দুলু, আবদুর রহিম, ইয়াছিন মুহুরী সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

    এসময় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানবিক কাজগুলো করার চেষ্টা করি। যা দ্বারা মানুষের কিছুটা উপকার হয়।ইতিমধ্যে আমরা বিবাহ, চিকিৎসা, শিক্ষা খাতে ১৪টি ধাপে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা অনুদান প্রদান করেছি।আজ আমাদের ১৫তম অনুদান হিসাবে বিশ হাজার টাকার এই অনুদান প্রদান করি। আমাদের এই অর্থ মূলতঃ প্রবাসীদের কাছ থেকেই আসে।আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভাইদের নিয়ে গঠিত ফরহাদাবাদ প্রবাসী পরিষদের মাধ্যমেই আমরা এই মানবিক কাজগুলো করে থাকি।

    এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করার জন্য মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

  • হালদায় অভিযানে ৬ হাজার মিটার জাল জব্দ ও ইঞ্জিনচালিত ৩ টি নৌকা আটক

    হালদায় অভিযানে ৬ হাজার মিটার জাল জব্দ ও ইঞ্জিনচালিত ৩ টি নৌকা আটক

    হাটহাজারী প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত ৩ টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীদুল আলম এর নেতৃত্বে রবিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর শুরু) পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর শুরু) পর্যন্ত অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত ৩ টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। আটককৃত নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা রাশেদুল হাসান ও সেচ্ছাসেবী রোশনগির।

  • হাটহাজারীতে রাস্তার মাঝ থেকে যুবকের লাশ উদ্ধার

    হাটহাজারীতে রাস্তার মাঝ থেকে যুবকের লাশ উদ্ধার

    হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম-খাগড়াছড়ি হাইওয়ে সড়কের ফরহাদাবাদের একটু দূরের ব্রীজের পাশে ঠিক রাস্তার মাঝেই উল্টোমুখ হয়ে পরেছিল যুবকের লাশ। পরে পুলিশে খবর দিলে লাশটি এসে উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

    শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর সকাল ৬টার দিকে এক ড্রাইভার গাড়ি নিয়ে আসার সময় লাশটি দেখতে পেয়ে খবর দেয়। পরে পুলিশকে ব্যাপারটি অবগত করলে দ্রুত গিয়ে তারা লাশটি উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

    উদ্ধার হওয়া যুবকের নাম মোহাম্মদ ওয়াসিম (৩৪), সে চন্দনাইশের বাসিন্দা বলে জানা গেছে।

    এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুক্তার হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। তার সাথে পাসপোর্ট ও এন আইডি কার্ড থাকাতে আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি।

    তিনি আরও জানান, মাইজভান্ডার দরবার শরীফের ওরশে এসে যাওয়ার পথে এ ঘটনা ঘটতে পারে। তার কিছুটা মানসিক সমস্যা আছে বলে জেনেছি। তবে তিনি কিভাবে মারা যান তা এখনো জানা যায়নি।

    এন-কে

  • হাটহাজারীতে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

    হাটহাজারীতে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে মোঃ এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে নিজ বাসভবনের ছাদে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মৃত খোরশেদ আলমের পুত্র বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পরিবারের সদস্যরা বাসার ছাদে মোঃ এরশাদের মৃত লাশ দেখতে পায়। লাশের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মোঃ এরশাদ হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টারের মীম কসমেটিক্স এর মালিক বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, এরশাদের সাথে তার ছোট ভাই প্রবাসী মো. মঞ্জুর (৩৬) অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। পুলিশ মোঃ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

    ৮ নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটা নিশ্চিত নয়। পরিবারের সদস্যরাও নিশ্চিত করে বলতে পারেনি।

    থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মৃত্যু ঘটনা নিশ্চিত করে বলেন জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাই মঞ্জুকে থানায় আনা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

    এন-কে

  • হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই

    হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই

    হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকসা মুখামুখি সংঘর্ষে অটোরিকসা চালকসহ এক যাত্রী নিহত হয়েছে। এসময় দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন,হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার অটোরিকসা চালক মোঃ সেলিম ও হামজারবাগ এলাকার মরহুম জহির আহম্মদ ডাইভার এর পুত্র মোঃ জাবেদ (৩৬)।

    স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে দ্রুত গতিতে বাসটি (ঢাকা মেট্রো- ১৫-৭৯৫২) নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে হাটহাজারীমুখী অটোরিকশাকে (চট্টগ্রাম-থ- ১২-০৫৮৮) সজোরে ধাক্কা দিলে অটোরিকসাটি ঘটনাস্থলে ধুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকসা চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে পৃষ্ট হয়ে মারা যায়। আহত দুই ব্যক্তি নজুরুল ইসলাম মানিক(৩১) তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অপর আহত ব্যক্তি সুভাষ চন্দ্র দে (৫০) তার আঘাত গুরুতর হওয়ায তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশও হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেন।

    নিহত জাবেদ এর বড় ভাই নুর মোহাম্মদ বলেন, নিহত জাবেদ ফটিকছড়ি উপজেলায একটি করাতকলে শ্রমিক হিসাবে কর্মরত। বৃহস্পতিবার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় পথিত হয়ে মারা যায়। এসময় সে কান্না জড়িত হয়ে আহাজারি করতে থাকে।

    নাজিরহাট হাইওয়ে পুলিশ ওসি মোক্তার হোসান দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে ব্যস্ত বলেন জানান।

    উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় আহত সুভাষ চন্দ দে নামক এক ব্যক্তিকে আহত অবস্থায নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

  • হাটহাজারীতে ৩১০ পিস ইয়াবাসহ আটক এক

    হাটহাজারীতে ৩১০ পিস ইয়াবাসহ আটক এক

    হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে ৩১০পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম-ক সার্কেল হাটহাজারী ইউনিট।

    বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদন হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সানাউল্ল্যাহ পাড়ার মূছা ড্রাইভারের বাড়ির মৃত নুর মিয়ার পুত্র।

    এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদনহাট বাজারে হতে ৩১০ পিস ইয়াবা সহ একাধিক বিচারাধীন মাদক মামলার আসামী নাসির উদ্দিন প্রকাশ নাছের কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • হাটহাজারীতে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ৮

    হাটহাজারীতে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ৮

    হাটহাজারী প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় হাটহাজারীতে অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র‍্যাব-৭ (সিপিসি-২) হাটহাজারী ইউনিট।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মিরেরখীল মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন মোঃ ফোরকান মিয়া (৩২), সামাদ মিয়া (২৩), মোঃ জাবেদ (২৫), কামরুল হাসান নাঈম (২৪), শরীফ উদ্দিন (১৮), শামীম (১৮), হৃদয় (২২) মোঃ নয়ন (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে র‍্যাব-৭ (সিপিসি-২) হাটহাজারী ইউনিটের অধিনায়ক মেহেদী হাসান জানান, র‍্যাব-৭ চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে হাটহাজারী মারেরখীল মোহাম্মদপুর এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে একটি শুটারগান এক রাউন্ড গুলি, তিনটি কিরিচ চারটি চাকু, বিপুল পরিমাণ লাঠিসহ আটজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে।

    ২৪ ঘণ্টা/পারভেজ

  • হাটহাজারীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

    হাটহাজারীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

    হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত মিলাদুন্নবী( ৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালিয়ারহাটের পশ্চিমের এক নং পাহাড়তলী ওয়ার্ডের হঠাৎ কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি সন্ধীপ উপজেলার কালাপানিয়াতে হলেও তারা বেশ কিছু দিন যাবত পরিবার পরিজন নিয়ে এক নং পাহাড়তলী ওয়ার্ডের শান্তি কলোনীর জনৈক ফরিদের ভাড়া বাসায় থাকে। সে জাহাঙ্গীর আলমের পুত্র।

    সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করেন।

    নিহতের ছোট ভাই ভ্যান চালক মোঃ আনোয়ার হোসেন জানান, তার বড় ভাই ছুরিকাঘাতে নিহত মিলাদুন্নবী গাড়ি চালানোসহ যখন যে কাজ পেতেন সেই কাজ করতেন। আজ শনিবার বেলা এগারটার দিকে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। চারটার দিকে তার ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা শুনে সে ঘটনাস্থলে পৌঁছে তার ভাইয়ের লাশ দেখতে পায়।

    ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

    হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, ওসি (তদন্ত) রাজিব শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ২৪ ঘণ্টা/কুতুব

  • হাটহাজারীতে পুলিশের খোয়া যাওয়া পিস্তল ও গুলি উদ্ধার

    হাটহাজারীতে পুলিশের খোয়া যাওয়া পিস্তল ও গুলি উদ্ধার

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে হেফাজতের সহিংসতার সময় খোয়া যাওয়া পুলিশের একটি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। প্রায় আড়াই মাস পর এগুলো উদ্ধার হয় বলে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।

    গতকাল রোববার বিকাল সাড়ে তিনটায় হাটহাজারী পৌরসভার পূর্ব মীরেরখীল গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগজিন সহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে মডেল থানা পুলিশ।

    প্রসঙ্গত, নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমন উপলক্ষে গত ২৬ মার্চ হাটহাজারীতে মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার সময় মডেল থানার এএসআই ইউসুফের একটি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি খোয়া যায়।

    এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোবরার সন্ধায় মীরেরখীল গ্রাম থেকে পিস্তল ও ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ২৪ ঘণ্টা/কুতুব