Tag: হাফিজ জুট মিল

  • বেতন-বোনাসের দাবীতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

    বেতন-বোনাসের দাবীতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ১০ দফা দাবীতে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ রাষ্ট্রায়ত্ব পাটকল হাফিজ জুট মিল শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন।

    আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে বিশাল একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

    মানববন্ধনকে ঘিরে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তরা বলেন, সরকার সারাদেশের ২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তার আগে স্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত দেওয়ার কোন খবর নেই। অন্যদিকে আর কয়েকদিন পর ঈদুল আযহা অথচ বেতন, বোনাসোর কোন খবর নেই। একদিকে করোনা ভাইরাস অন্যদিকে হঠাৎ করে মিলের উৎপাদন বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন ধারণ করছে।

    এ অবস্থায় বিজেএমসি’র এমন আচরণে জুট মিলের কর্মরত অস্থায়ী, দৈনিক, বদলী শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও উত্তেজনা বিরাজ করছে।

    দাবীগুলোর মধ্যে রয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বদলী, অস্থায়ী, দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের সাধারণ ছুটির মজুরী প্রদান। মজুরী কমিশন ২০১৫ অনুযায়ী বদলী, অস্থায়ী,দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের গ্রেড ভিক্তিক মূল মুজরী অনুযায়ী বোনাস প্রদান করা। সকল বয়েয়া সপ্তাহের মজুরী ঈদের বন্ধের আগে প্রদান করা।স্থায়ী শ্রমিকদের ন্যায় বদলী, অস্থায়ী, দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান এবং মজুরী কমিশন ২০১৫ চালু হওয়ার পূর্বের প্রাপ্য বকেয়া মজুরী এরিয়ার প্রদান করা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল জাতীয় শ্রমিক লীগ নেতা ও হাফিসজুট সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

    বক্তারা ঈদের আগে ঈদ বোনাস, বকেয়া বেতনসহ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার দাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণার দেওয়া হবে বলে জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাফিজ জুট মিল শ্রমিকদের মাঝে শ্রমিকদল নেতা রবিউলের ত্রান বিতরণ

    হাফিজ জুট মিল শ্রমিকদের মাঝে শ্রমিকদল নেতা রবিউলের ত্রান বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:::একদিকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অন্যদিকে প্রায় ১০ সাপ্তাহ যাবত বেতন বকেয়া থাকায় চরম দূর্বিসহ জীবন-যাপন করছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।

    এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাছেন তারা। পাচ্ছে না কোন প্রকার সরকারী, বেসরকারী সাহায্য। এমতাবস্থায় কিছু শ্রমিকের সহযোগীতায় এগিয়ে এসেছেন হাফিজ জুট মিলস জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল হক।

    তিনি আজ শুক্রবার সকালে ব্যক্তিগত উদ্যেগে শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। তার মধ্যে ছিল চাল,ডাল, তেল, পেঁয়াজ, চনাবুট, আলুসহ অন্যান্য সামগ্রী।

    রবিউল হক বলেন, দেশে একদিকে করোনা ভাইরাস সংক্রামনের কারণে চরম মহামারী চলছে অন্যদিকে জুট মিলস শ্রমিকদের ১০ সাপ্তাহের বেতন বাকী। যার ফলে হাজার হাজার শ্রমিক মানবতার জীবন-যাপন করছেন। চরম এ দূর্দিণে শ্রমিকদের বকেয়া বেতন যেমন দেওয়া হচ্ছে না তেমনী তারা পাচ্ছে কোন ত্রাণ।

    তিনি বকেয়া বেতন প্রদান করে এই দূঃসময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি দাবী জানান।

  • তৃতীয় দিনের মতো হাফিজ জুট মিলে আমরণ অনশন চলছে, অনেক শ্রমিক অসুস্থ

    তৃতীয় দিনের মতো হাফিজ জুট মিলে আমরণ অনশন চলছে, অনেক শ্রমিক অসুস্থ

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি: তৃতীয় দিনের মতো চলছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল শ্রমিকদের আমরণ অনশন।

    বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচী শুরু করে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।

    বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত আমরণ অনশন শুরু হয়। অনশন কর্মসূচীর তৃতীয় দিনে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।

    তীব্র শীতের মধ্যে অনশনরত শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়েছেন। বেতন-ভাতা পরিশোধ ও জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সারাদেশের রাস্ট্রয়াত্ব পাটকল শ্রমিকদের আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের হাফিস জুট মিলস সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত আমরন অনশন কর্মসূচী পালন করছে।

    হাফিজ জুট মিলস জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল হক বলেন, “শ্রমিকদের ৬টি সেক্টরের ৪টি সেক্টর বাস্তবায়ন হল। পাট-সেক্টর করতে এত গড়িমসি কেন? গত কয়েকটা বছর আমরা আশা করেও বারবার প্রতারিত হচ্ছি। আমারা রাস্তায় থাকত চাই না, উৎপাদন বাড়িয়ে মিলকে এগিয়ে নিতে চাই। গত কয়েক বছর পাটকল গুলোতে নামমাত্র পাট ক্রয় করা হচ্ছে। উৎপাদন একেবারে তলানিতে। কেন এমন হবে ?” দাবী আদায়ের ব্যাপারে যতক্ষণনা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন আশার বাণী না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।