Tag: হামলা

  • সাংবাদিক-জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে হামলা

    সাংবাদিক-জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে হামলা

    বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ডাকে বুধবার বিকালে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সাংবাদিক জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে হামলা হয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা প্রেস ক্লাবের ভিতর অবস্থান নিয়ে থাকা দূস্কৃতিকারীদের ধাওয়া দেয়। পরে সেনাবিাহিনী এবং শিক্ষার্থীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    দৈনিক আমার দেশ, দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টেলিভিশন, দৈনিক কর্ণফুলী ও দৈনিক সংগ্রাম অফিসে ২০১৩ সালে হামলা, ভাংচূর ও লুটপাটের সাথে জড়িত ব্যক্তি ও ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার উস্কানী দাতাদের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।

    বিকাল চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(সিএমউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপত্বিতে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীসহ সমাজের বিভিন্নন স্তরের মানুষ।

    বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ বিএসপিপি চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক নসরুল কদির, সিএমইজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান, এস্যোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, ডক্টস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ডা. সারওয়ার আলম, সিএমইউজে’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজে’র সাংগঠনিক সম্পাদক বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য’র সমন্বয়কারী সাইফুল ইসলাম শিল্পী, সিএমইজে’র সদস্য আবু সুফিয়ান, হাটহাজারী মাদ্রসার শিক্ষক হাফজে মাওলানা জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়কারী আলমগীর নূর, আরিয়ান লেনিনসহ আরো অনেকে।

    বক্তারা অবিলম্বে গণহত্যার উস্কানী দাতা সংবাদকর্মী এবং ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান ।

    বিএসপিপি এর আহবায়ক জাহিদুল করিম কচি’র বক্তেব্যের পরপরই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সাংবাদিক- জনতার অবস্থান কর্মসূচির উপর হামলা হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা হামলাকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য এবং আন্দোলনরত শিক্ষার্থীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আরিয়ান লেনিন, ইসমাইল ইমন, এস এম আকাশ ও নজরুল ইসলাম আহত হয়।

    এদিকে সাংবাদিক জনতার অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় এক তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ফ্যাসিবাদের দোসর সাংবাদিক নামধারীরা চট্টগ্রাম প্রেস ক্লাবে বসে ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। ফ্যাসিবাদের দোসর এসব সাংবাদিক নামধারীরা ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে এখনো উল্লাস করছে। প্রেস ক্লাবকে এরা সন্ত্রাসীদের আখড়া বানিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে যথাযথ বিচার করতে হবে। অন্যথায় সাংবাদিক-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

    এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শিল্পী, আলমগীর নুর ও আরিয়ান লেনিন।

  • চীনে কিন্ডারগার্টেন স্কুলে হামলায় শিশুসহ নিহত ৬

    চীনে কিন্ডারগার্টেন স্কুলে হামলায় শিশুসহ নিহত ৬

    চীনের গুয়াংডং প্রদেশের একটি স্কুলে ছুরি হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।

    সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এ ঘটনায় উ নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    নগর কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিক্ষার্থী, দুজন অভিভাবক ও একজন শিক্ষক রয়েছেন।

    চীনে এ ধরনের হামলা খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।

    এর মধ্যে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ছয়জন। এর আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের বেইলিউ শহরে ছুরিকাঘাতে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ১৬ জন।

  • মিরসরাইয়ে শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা সাবেক ছাত্রলীগ নেতা আহত

    মিরসরাইয়ে শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা সাবেক ছাত্রলীগ নেতা আহত

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের জোরাগঞ্জ থানার ঠাকুরদিঘি বাজারে শিবিরের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। মিছিলে বাধা দেয়ায় আনিস রিফাত নামে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের এক সাবেক সভাপতী উপর হামলা করা হয়েছে। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন কেও মারধর করা হয়েছে। ঝটিকা মিছিল ও হামলার ঘটনায় ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া এলাকার আছিবুল হাসান পিতা নুরুন নবী নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় মিরসারই উপজেলার জোরারগঞ্জ থানার ৮নং দূর্গপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারে এই ঘটনা ঘটে।

    খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ৩টি বাস যোগে প্রায় শ খানেক শিবির কর্মী ঝটিকা মিছিল দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাত কে একা পেয়ে তার উপর হামলা করে গুরুতর আহত করা হয়। আহত আনিস রিফাতকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়।
    দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস জানান, সকালে নামাজ পড়ে বাজারে নাস্তা সেরে বাড়ি চলে যান। বাজারে মিছিলের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে বাজারে উঠতেই দেখেন শিবির কর্মীরা আনিছকে বেদম মারধর করছেন। এসময় আনিস কে তাদের হাত থেকে উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করে। স্থানিয়দের সহায়তায় আনিসকে উদ্ধর করে হাসপাতালে পাঠাই এছাড়া স্থানিয়রা এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    মিরসরাই যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু জানান, শিবির কর্মীদের হামলায় আনিসের মাথা ফেটে গেছে। দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব জানান, ঘটনা শুনেছি তবে কি হয়েছে বিস্তারিত আমি জানি না আমি ঘটনা স্থলে ছিলাম না।

    জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, শিবিরের ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন। সকাল সাড়ে ৭টায় ৩টি বাস যোগে তারা মিছিল করে পালানোর সময় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার সাথে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক ছাত্রলীগ নেতা আনিস আহত হন ও শিবিরের এক কর্মী আহত হয়। শিবিরের আহত কর্মীকে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

  • মিয়ানমারে সেনাবাহিনীর সংঘর্ষ, দেশ ছাড়ছে মানুষ

    মিয়ানমারে সেনাবাহিনীর সংঘর্ষ, দেশ ছাড়ছে মানুষ

    মিয়ানমারের ভারত সীমান্ত ঘেষা শহর থ্যান্টলাং এ আবারও সেনা অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির সেনাবাহিনীর। এরপর থেকেই থ্যান্টলাং ছাড়তে শুরু করেছে বহু মানুষ।

    বুধবার শহরের বেশ কয়েকটি বাড়িতে কামান দিয়ে হামলা করে সেনাবাহিনীর সদস্যরা। বিবিসির তথ্য মতে এই আগুনে পুড়ে গেছে অন্তত ২০ টি বাড়ি। পুড়িয়ে দেয়া ঘরের আগুন নেভানোর চেষ্টা করছিলেন এক খ্রিষ্টান যাজককে। তাকেও গুলি করে হত্যা করা হয়েছে।

    এঘটনায় একদিনে ভারতে পালিয়ে গেছে এই শহরের অন্তত আট হাজার বাসিন্দা।

    স্থানীয় বাস্তুচ্যুতদের সাহায্যকারী সংগঠন থান্টল্যাং প্লেসমেন্ট অ্যাফেয়ার্স কমিটির মুখপাত্র সালাই লিয়ান জানান, সামরিক বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি ঢুকে গুলি করা শুরু করলে পালিয়ে যেতে শুরু করে মানুষ।

    থান্টল্যাং এর এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমে জানান, শুধুমাত্র সামরিক আইনের সাথে সহমত যারা তারাই এখন আছে। বাকিরা শহর ছেড়ে পালিয়েছে।

    ভারতের মিজোরাম রাজ্যে একটি সুশীল সমাজ গোষ্ঠীর প্রধান বলেছেন, এক সপ্তাহে মিজোরামের দুটি জেলাতেই অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ এসেছে মিয়ানমার থেকে।

    এদিকে থান্টল্যাং এর এই পরিস্থিতিকে ‘জীবন্ত নরক’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক থমাস অ্যান্ডুজ।

    আগস্টে জেনারেল মিন অং হ্লিয়াং নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করার পর থেকেই দেশটির জরুরী অবস্থার মেয়াদ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়।

    গেল ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর পুরো মিয়ানমারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির রাজনৈতিক সহযোগিতা সমিতির মত, সেসময় এক হাজারের বেশি মানুষ হত্যা করে সেনাবাহিনী। আটক করে ছয় হাজারের বেশি মানুষ।

    এন-কে

  • যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিহত ৪

    যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিহত ৪

    মার্কিন ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। যাদের মধ্যে এক নারী পুলিশের গুলিতে আর বাকি তিনজন মারাত্মক আহত হওয়ার পর মারা যান।

    বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫২ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ৪৭ জন কারফিউ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

    নিহত নারী হলেন সানদিয়াগোর বাসিন্দা আসলি বাবিট। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মী ছিলেন। দাঙ্গাকারীদের সঙ্গে ক্যাপিটল ভবনে ঢোকার সময় তিনি নিহত হন।

    মার্কিন গণমাধ্যম জানায়, আসলি বাবিট ছিলেন একজন ট্রাম্প সমর্থক। তার শরীরে গুলি লাগার পর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ওয়াশিংটন ডিসির মেয়র বাউসের বলেন, নিহত বাকি তিন জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক নারী। বাকি তিনজন পুরুষ। তারা বিভিন্নভাবে আহত হয়েছিলেন। এছাড়া মেট্রো পুলিশের ১৪ সদস্যও আহত হন।

    কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

    প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় উল্টে দেয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে বুধবার এ হামলা চালানো হয়।

    হামলাকারীরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে বিবেচিত ক্যাপিটল দখল করে নিয়েছিল। এতে অধিবেশন স্থগিত করতে বাধ্য হয় কংগ্রেস।

    পুলিশ পাহারা দিয়ে আইনপ্রণেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ।

    এরপর ক্যাপিটলকে ট্রাম্প সমর্থকদের দখলমুক্ত করতে অভিযান শুরু করে, এতে তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

    হলওয়েগুলো দিয়ে ট্রাম্প সমর্থকদের ছোটাছুটি ও বিভিন্ন দফতরে গিয়ে খোঁজাখুঁজি ও তাণ্ডবে হাঙ্গামা ও বিশৃঙ্খলার এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়।

  • আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৩/তালেবানের দায় স্বীকার

    আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৩/তালেবানের দায় স্বীকার

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে তিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

    বার্তা সংস্থা এপি সূত্র জানায়, এই হামলায় আরও পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন বলে তথ্য দিয়েছেন পাক্তিয়া প্রদেশ সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল। তিনি বলেন, একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে গারদেজের ওই ঘাঁটির প্রবেশপথ উড়িয়ে দেয়।

    তারপর দুজন বন্দুকধারী সরকারের আধাসামরিক জননিরাপত্তা বাহিনীর ওপর এলোপাঁতাড়ি গুলি চালাতে থাকে। তবে বন্দুক যুদ্ধে তালেবান যোদ্ধাদের হত্যা করতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী। মঙ্গল জানান, ওই এলাকা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

    এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এই হামলার জন্য নিজেদের দায়ী দাবি করে বিবৃতি দেন।

    তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করা হবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আফগান সরকারের ৪৬ সদস্যের একটি কাউন্সিল গঠন করার পরই এই হামলা চালনো হলো।

    মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সশস্ত্র বিদ্রোহে লিপ্ত তালেবান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির বিষয়টি বিবেচনা করে কাবুল নেতৃত্ব ও তালেবানদের মধ্যে আলোচনা হওয়ার কথা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা, বৃদ্ধ মহিলা নিহতের অভিযোগ

    সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা, বৃদ্ধ মহিলা নিহতের অভিযোগ

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল স্টেশন এলাকায় কথিত মাদক ব্যবসায়ীদের হামলায় মর্জিনা বেগম (৭২) নামের এক বৃদ্ধ মহিলা মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উত্তর সলিমপুরস্থ হাজ্বী সাহাব মিয়া কোম্পানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

    উক্ত ঘটনায় গুরুত্বর আহত হয় নিহতের ছেলে মোস্তাকিম (৩৫)। বিকালে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। নিহত মর্জিনা বেগম উল্লেখিত এলাকার মৃত ইউসুফের স্ত্রী।

    নিহতের ছেলে মোস্তাকিম জানান, এলাকার মাদক ব্যাবসায়ী মৃত রাজা মিয়ার ছেলে আলাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে, আমি এর প্রতিবাদ করায় গত ৯ জুন মঙ্গলবার বিকালে কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে ঐ দিন রাতে আলাউদ্দিন তার সহযোগী তসলিম, মাসুদ, মহিউদ্দিন, সাজিদসহ ১০/১২ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে হামলা চালায়। তারা আমাকে মেরে রক্তাত্ব করে আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। এসময় আমার আত্মচিৎকারে এগিয়ে আসলে সস্ত্রাসীরা আমার বৃদ্ধ মাকে চেয়ার দিয়ে কোমরে আঘাত করলে তার কোমরের হাড় ভেঙে যায়। এসময় আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়।

    এদিকে আহত মর্জিনা বেগমকে ঐদিন রাতে চট্টগ্রামের একটি ক্লিনিকে নিয়ে গেলে তাকে ভর্তি না করে সামান্য চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে মর্জিনা বেগম মারা যায়।

    এই বিষয়ে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী সুমন ও আলাউদ্দিনরা বেশ কিছুদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। গত ৯ জুন মাদক ব্যাবসায়ীরা বিক্রি করার জন্য কিছু মাদক আনলে বিষয়টি মোস্তাক তার পরিচিত একজনকে জানিয়ে দেয়। বিষয়টি জানিয়ে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই মাদক ব্যবসায়ীরা রাতে মোস্তাক ও তার মায়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা মোস্তাকে গুরুতরভাবে আহত করে এবং তার দুটি চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।

    এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি, লাশের সুরতাল প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এ ব্যাপারে জানতে চাইলে সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন, আমি শুনেছি এলাকার কিছু মাদক ব্যবসায়ী মোস্তাকিম ও তার মায়ের উপর হামলা করে। এর আঘাতে দুইদিন পর তার মারা যায়। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে এব্যপারে জানার জন্য সীতাকুুুুুণ্ড মডেল থানার ওসি
    ফিরোজ হোসেন মোল্লা এবং ওসি (তদন্ত) শামীম শেখের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত থানা কোন ধরনের মামলা দায়ের হয়নি।

    মায়ের দাফন শেষে মামলা করবেন বলে জানালেন নিহত মর্জিনা বেগমের ছেলে মোস্তাকিম।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ডিমলায় সরকারি কাজে বাধায় ৪ পুলিশ সদস্য আহত,আটক ২ (ভিডিও)

    ডিমলায় সরকারি কাজে বাধায় ৪ পুলিশ সদস্য আহত,আটক ২ (ভিডিও)

    নীলফামারী প্রতিনিধি:করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ও প্রাদূর্ভাব রোধে সরকারি নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রাখাকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলা উপজেলায় থানা পুলিশের এক এসআই ও তিন কনস্টেবল সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।এ ঘটনায় রাতে সে বাজার থেকে আলম(৪৫)নামের এক লেথ ব্যবসায়ী ও শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই এলাকা থেকে জড়িত মুল ব্যক্তি হোটেল মালিককে আটক করেছে পুলিশ।

    বর্তমানে ওই এলাকার ব্যবসায়ীসহ সাধারন মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হোক এটা সকলের কাম্য তবে নিরাপরাধ কোনো মানুষের নামে মামলা ও তারা যেন কোনো রকম হয়রানীর শিকার না হন।

    জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিংয়ের ধারাবাহিকতায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট বাজারে থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়।

    এ সময় ওই বাজারের মিম হোটেল এন্ড রেষ্টুরেন্টটি সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৪টার পরও খোলা দেখতে পেয়ে ইউএনও তা বন্ধ করতে বলে সেখান থেকে চলে যান।কিন্তু দীর্ঘ প্রায় এক ঘন্টা পরও সন্ধ্যায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুনরায় ফিরে সেই হোটেলটি খোলা দেখে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে একই ইউনিয়নের দোহলপাড়া গ্রামের মৃত,মিনুর ছেলে ও হোটেলটির মালিক মিলন আহম্মেদ(৩৮)ওরফে বিটিশের কাছে ব্যাখ্যা চাওয়া হয় অন্যথায় তাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করার কথা বলা হয়।এতে ক্ষিপ্ত হয়ে দোকানটির মালিক দোকানে থাকা মোগলাই ও পুড়ি কাটা একটি ছোরা হাতে নিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারকের উপড় চড়াও হয়ে বাধা প্রদান করেন।

    এ সময় উপস্থিত জাহাঙ্গীর নামের এক পুলিশ কনস্টেবল তাকে শান্ত হতে বললে হোটেল মালিক বিটিশ ছোরা নিয়ে ওই পুলিশ সদস্যকে ধাওয়া করেন। পরে এসআই বাকিনুর ইসলাম ওই পুলিশ কনস্টেবলকে বাঁচাতে গেলে দোকানের বারান্দার একটি বাঁশের খুটি ভেঙ্গে তার কান ছুয়ে ঘাড়ে পড়লে তার কান ফেটে রক্ত ক্ষরন হয় ও তিনি ঘারে প্রচন্ড আঘাত পায়।

    একই সময় হোটেলের মালিক বিটিশ ও তার ছোট ভাই আলম(২২)সহ অপর দুই পুলিশ কনস্টেবল আউয়াল ও সফিকুল ইসলামের উপড় হামলা চালিয়ে তাদেরও লাঞ্চিত করে আহত করেন। আহত এসআই বাকিনুর ইসলামের কানে চারটি সেলাই ও তিন পুলিশ কনস্টেবল সহ চার পুলিশ সদস্য ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

    রাতেই পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে এক ওয়ার্কশপ ব্যবসায়ী ও শুক্রবার(৫জুন)সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন থেকে উক্ত হোটেল মালিককে আটক করতে সক্ষম হন।

    তবে অভিযুক্তদের পরিবার ও বেশকিছু এলাকাবাসীর দাবি ঘটনার সময় হোটেল মালিককে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক মৌখিক ভাবে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছিল।

    এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন,এ ঘটনায় থানা পুলিশের এক এসআই ও তিন কনস্টেবল সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রাতে ঘটনায় জড়িত একজন ও শুক্রবার সকালে ঘটনার মুল অপরাধীসহ দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই।এ ব্যাপারে মামলার চলমান রয়েছে।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় বলেন,ওই হোটেল মালিককে বিকেলে হোটেল বন্ধ করার কথা বলা হলেও তিনি সন্ধ্যা পর্যন্ত সরকারি নির্দেশ অমান্য করে হোটেল খোলা রাখার খবরে পুনরায় সেখানে গিয়ে তার দোকান এখনও খোলা কেনো তা জানতে চেয়ে তাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করতে চাইলে তিনি পুলিশ সহ আমাদের উপড় ক্ষিপ্ত হয়ে ছোরা হাতে নিয়ে সরকারি কাজে বাধা প্রদান সহ পুলিশকে ধাওয়া করেন।এ সময়ে ওই পুলিশ সদস্যকে বাচাতে গিয়ে দোকানের বারান্দার একটি বাশ খুলে পড়ে থানা পুলিশের এসআই বাকিনুরের কান ফেটে রক্ত ক্ষরন হয়ে ও তিনি ঘারে আঘাত পেয়ে আহত হন।আমি ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানের কারনে থানায় একটি জিডি(সাধারন ডায়েরী) করেছি।

    এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রসেস করার আগেই ওই হোটেল মালিক আমাদের উপড় ক্ষিপ্ত হয়ে উঠায় তা করা সম্ভব হয়নি।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নির্বাচনী প্রচারে তাবিথ আউয়ালের ওপর হামলা

    নির্বাচনী প্রচারে তাবিথ আউয়ালের ওপর হামলা

    রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন তা‌বিথ আউয়াল। এসময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে আহত হন তাবিথ আউয়ালসহ কয়েকজন কর্মী।

    এদিকে এর আগে ভোটাররা যা‌তে সুষ্ঠুভাবে ও ভয়-ভী‌তি ছাড়া নির‌পেক্ষভা‌বে ভোট দি‌তে পা‌রে সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি দা‌বি জা‌নান তাবিথ। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মি‌নি‌টের সম‌য়ে গ‌াবতলী পর্বত সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে গণসং‌যোগ শুরু করেন তি‌নি।

    এরপ‌রে তি‌নি ৯ নং ওয়া‌র্ডের কোর্টবা‌ড়ি, বাজার পাড়া, হ‌রিরামপুর, গোলার‌টেক,‌ দিয়াবা‌ড়ি, বর্ধনবা‌ড়ি, বাঘবা‌ড়ি, গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়া‌ডের কল্যানপুর বাসস্ট্যান্ড,‌ লেক‌ভিউ, দ‌ক্ষিণ পা‌ইকপাড়া, বটতলা, মধ্য পাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ ক‌লোনী, কল্যানপুর হাউ‌জিং এ‌স্টেড, পোড়াব‌স্তি, শহীদ মিনার রোড গণসং‌যোগ কর‌বেন।

    তা‌বিথ আউয়াল ব‌লেন, ভোটারা সুষ্ঠু নির্বাচন নি‌য়ে শঙ্কার ম‌ধ্যে আ‌ছেন। ই‌ভিএম নিয়ে ভোট নি‌য়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শঙ্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা।

    ‌তি‌নি ব‌লেন, ই‌সি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিথ নি‌য়ে সুষ্ঠ সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে। আমরা আশা কর‌বো ভোটার‌দের ভোট দেওয়ার প‌রি‌বেশ তৈ‌রি কর‌বে। ত‌বে আমরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটা‌রেরা ভোট দি‌তে পার‌লে বিজয়‌ নি‌শ্চিত।

    ধা‌নের শী‌ষের প্রার্থী ব‌লেন, আমা‌দের মাইক কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটা‌রেরা ভ‌য়ে ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচন করা সম্ভব হ‌বে না।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সহ দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

     

  • বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

    বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বোয়ালখালীতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আরকান সড়কের আমতল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

    উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম মিজানুর রহমান জানান, রাতে নির্বাচনী কার্যালয়ে বসে নৌকার কর্মী সমর্থকরা শুক্রবারের নির্বাচনী প্রচার প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা চলছিল।

    এ সময় হঠাৎ ৭-৮টি মোটর সাইকেল নিয়ে কয়েকজন যুবক নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে এবং দ্রুত সটকে পড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

    দুর্বৃত্তরা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে। তারা যাওয়ার সময় বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে বলে জানান তিনি।বোয়ালখারী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম বলেন, ‘আবুর ওপর হামলা কেন? জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ককটেল হামলার ঘটনায় একটি মোটর সাইকেলও পুড়ে গেছে।

    আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    ঘটনাস্থল থেকে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, দুটি অবস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের কিছু নমুনা দেখা গেছে। আগুনে একটি মোটর সাইকেল পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর উপর হামলা

    সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর উপর হামলা

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরাফাত (১৩) নামের এক কিশোরের উপর হামলার খবর পাওয়া গেছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

    আরাফাত হযরত খাজা কালুশাহ মাদ্রাসার শিক্ষার্থী এবং এবারের জেএসসি পরিক্ষার্থী। এ ঘটনায় আরাফাতের পিতা মুসলেহ উদ্দিন বাদী হয়ে সীতাকু- মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। (নং ৫৪৩/১৯)।

    সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    জানা যায়, উত্তর সলিমপুর এলাকার মৌলবী ইয়াকুব এর বাড়ির মো. অলি আহমদের পুত্র মো. মোসলেম উদ্দিন এর সাথে একই এলাকার মো. আলাউদ্দিন এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলউদ্দিন মোসলেম উদ্দিনকে চড় থাপ্পড় ও কিল ঘুষি দিতে থাকে।

    বাজারে থাকা স্থানীয় লোকজন বিষয়টা মীমাংশা করে তাদের উভয় পক্ষকে পাঠিয়ে দেন। তার কিছুক্ষন পর মোসলেম উদ্দিন তার ছেলে আরাফাতকে অটোরিকশাটি আনার জন্য বাজারে পাঠায়। আলাউদ্দিন, ইউসুফ, মাহফুজ, মহিউদ্দিন, তসলিম, লিটন, আলী, তারেকসহ অজ্ঞাত আরো ৫/৭জন ব্যক্তি আরাফাতের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

    স্থানীয় ইউপি সদস্য মো. আরজুর বলেন এই ঘটনায় এলাকায় একটি ছোট সালিশি বৈঠক হয় এবং বৈঠকের সিন্ধান্ত এক পক্ষ মেনে নিলেও অপরপক্ষ মেনে নেননি এরপর ঘটনাটি আরো উত্তপ্ত হয়।

    সীতাকুণ্ড মডেল থানার এ.এস আই রুপন চন্দ্র ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে উভয় পক্ষকে থানায় বৈঠকের জন্য ডাকা হয়েছে।

    ১০ নং সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ এর সাথে কথা বললে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

    মো. মুসলিম উদ্দিন বলেন, হামলাকারী ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় পর্যায়ে সঠিক বিচার না পাওয়ায় আমি চট্টগ্রাম আদালতের শরণাপন্ন হয়। আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি মো. হেলাল উদ্দিনের আমলে আনলে তিনি ঘটনার বিষয়টি সঠিক তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন।

  • ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

    ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। হামলায় ডাকসুর ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন।

    আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদপদেশে এ হামলার ঘটনা ঘটে।

    ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নতুন নাগরিকত্ব আইনের (ক্যাব) প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলা এক সমাবেশে তার ওপর এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে সমাবেশে ভিপি নুর বক্তব্য দেয়া শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করেন।

    তখন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়। বুলবুল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এতে সমাবেশে উপস্থিতরা ভিপি নুরকে রক্ষার চেষ্টা করেন।

    হামলায় ভিপি নুর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

    ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মোহা. আলাউদ্দিন জানান, নুরের একটি আঙুল সামান্য ফাটল দেখা গেছে।