কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পরিবারের সাথে অভিমানে রেজাউল করিম ইমন (২২) নামের এক যুবক হারপিক পানে করে আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভাটিয়ারীর ইমাম নগর গ্রামে এ ঘটনা ঘটে। ইমন ঐ গ্রামের সুলতান
কন্ট্রাক্টারের পুরাতন বাড়ির শামসুল আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমনের সাথে একই গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে, তারা দুইজনে গতকাল বিকালে ভাটিয়ারী গালফ ক্লাব এলাকায় ঘুরতে গেলে সেখানে মেয়েটির পরিবারের লোকজন তাদের দেখে ফেলে। এরপর রাতে এব্যাপারে ইমনকে পরিবারের লোকজন বকাঝকা করলে অভিমানে সে নিজ ঘরের বার্থরুমে গিয়ে হারপিক পান করে।
মুমুর্ষবস্থায় তাকে পরিবাররের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন বলেন, রাতে হারপিক পান করা এক যুবককে হাসপাতালে নিয়ে আসে, রাত ১০ টার দিকে সে মারা যায়। আজ শুক্রবার সকালে ভাটিয়ারী ইমাম নগর গ্রামে ইমনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।