Tag: হালদা

  • হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

    হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

    চট্টগ্রাম ডেস্ক : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী উপজেলার বিভিন্ন অংশে অভিযান চালিয়েছে প্রশাসন।

    এসময় মাছ শিকারের জন্য নদীর বিভিন্ন অংশে বসানো ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশে অভিযানটি পরিচালিত হয়।

    অভিযানের নের্তৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

    তিনি জানান, অবৈধভাবে কতিপয় ব্যাক্তি মধ্যরাতে হালদা নদীতে মাছ শিকার করছে এমন তথ্য পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সহায়তায় মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়।

    এসময় হাটহাজারী উপজেলার আওতাধীন হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশ থেকে ৩ হাজার মিটার জাল জব্দকরা হয়। জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে জানিয়ে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বললেন রুহুল আমিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

    হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হালদায় জীব বৈচিত্র রক্ষায় একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

    আজ শুক্রবার (১০ জুলাই) উপজেলার ছিপাতলী ইউনিয়ন অংশের হালদা নদীতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। এ সময় ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন প্রায় ১১৭ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাজার মিটার জাল জব্দ

    হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাজার মিটার জাল জব্দ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে প্রশাসন।

    শনিবার (৪ জুলাই) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন হাটহাজারী উপজেলার সাত্তারঘাট হতে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। এসময় জব্দ ৩ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন প্রায় ১১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার মিটার জাল জব্দ

    হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার মিটার জাল জব্দ

    মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান পরিচালনা করে সাত হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

    সূত্র জানায়, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধ মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত সাত হাজার মিটার ঘেরাও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষা এবং মাছের মজুদ বৃদ্ধিকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হালদায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস

    হালদায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অভিযানে রাউজান উপজেলা সি. মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর ও র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প সার্বিক সহযোগিতা করেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালদা নদীর সত্তার ঘাট থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস করা হয় ও নৌকার নিচের অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং ৩টি নৌকার ইঞ্জিন নৌকার মালিকেরা স্বেচ্ছায় খুলে নিয়ে তারা হালদায় আর ইঞ্জিন চালিত নৌকা চালাবেন না মর্মে প্রতিশ্রুতি দেয়।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা রক্ষায় আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হালদায় ১১ কেজি ওজনের মাছ শিকারের দায়ে জরিমানা ১২ হাজার

    হালদায় ১১ কেজি ওজনের মাছ শিকারের দায়ে জরিমানা ১২ হাজার

    মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:জন্মলগ্ন থেকেই অবৈধভাবে বালি উত্তোলন আর মা মাছ শিকারের কবল থেকে কোন ভাবেই রেহাই পাচ্ছে না দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী।

    সময় পরিবর্তনের সাথে সাথে মাছ শিকারীরাও বদলে নিয়েছে তাদের মাছ শিকারের কলাকৌশল। ডিম ছাড়ার পর মা মাছের খাবারের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে হালদা হতে এবার বড়শি দিয়ে ধরা হলো ১১ কেজি ওজনের কাতাল মাছ। যার দায়ে মাছ শিকারীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    এসময় ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু উপস্থিত ছিলেন।

    জানা যায়, হালদায় বড়শি দিয়ে মাছ শিকারের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন আজ শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের মোয়েজ্জেম খান বাড়ি টেক এলাকায় অভিযান চালায়।

    এসময় প্রশাসনকে দেখতে পেয়ে মাছ শিকারী ইউনুচ সোহেল তার দলবল নিয়ে পালানোর চেষ্টা করলে প্রশাসন ধাওয়া দিয়ে তাদের আটক করে। এরপর জানা যায় তারা আজ ১১ কেজি ওজনের একটি কাতাল মাছ বড়শি দিয়ে শিকার করেছে এবং মাছটি ৬ হাজার টাকায় বিক্রি করেছে।

    পরে অনেক চেষ্টা চালিয়ে প্রশাসন মাছটি উদ্ধার করে হালদা রিসার্চ র‌্যাবে পাঠিয়ে দেয়।

    উল্লেখ্য, গতকালও হালদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানাসহ ১ হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, মাছ শিকারীরা এখন জালের পরিবর্তে বড়শি দিয়ে মাছ শিকার করার চেষ্টা করছে। হালদায় মা মাছের অবাধ বিচরণে অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

    এসময় তিনি হালদায় অবৈধভাবে মাছ শিকারীদের উদ্দেশ্য করে বলেন, হালদায় যারা মা মাছের অবাধ বিচরণে বাধা সৃষ্টি করবে তারা কেউ প্রশাসনের হাত থেকে রেহাই পাবে না।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ, নদীতে উৎসবমুখর পরিবেশ

    হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ, নদীতে উৎসবমুখর পরিবেশ

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) মা মাছ।

    আবহাওয়া অনুকূলে থাকায় শুক্রবার (২২ মে) ভোর থেকেই নদীর বিভিন্ন স্পটে জাল, বালতিসহ ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে ২৮০টি নৌকা যোগে ৬১৬জন ডিম সংগ্রহকারী নদীতে অবস্থান নিয়ে ডিম সংগ্রহ করেন।

    এ সময় হালদা নদীর রাউজান-হাটহাজারী অংশে উৱসবের আমেজ সৃষ্টি হয়।

    ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে শত শত ডিম সংগ্রহকারী হালদা নদীতে অবস্থান নিয়ে ডিম ছাড়ার অপেক্ষায় থাকেন।

    বৃহস্পতিবার মধ্যরাতে কিছু কিছু ডিম সংগ্রহকারীদের জালে নিষিক্ত ডিম পাওয়া যায়। শুক্রবার ভোর আনুমানিক চারটার দিকে মা মাছ পুরোদমে ডিম ছাড়ে।

    এ সময় নদীর আজিমের ঘাট, নাপিতের ঘোনা, অংকুরী ঘোনা, রামদাশহাট,খলিফার ঘোনা, গড়দুয়ারা,সোনাইর মুখ এলাকায় অবস্থান নিয়ে ডিম সংগ্রহ করতে দেখা যায় সংগ্রহকারীদের।

    হালদা পাড়ের আজিমের ঘাট এলাকার ডিম সংগ্রহকারী পরান, সুবল জাহাংগীর, সেলিম, মুন্সি, সাধন ও প্রফুল্ল জানান, এ বছর সাতটি নৌকা দ্বারা ডিম সংগ্রহ করছেন তারা। বৃহস্পতিবার নদীতে অবস্থান নিয়ে শুক্রবার ভোর চারটা থেকে তারা ডিম সংগ্রহ করতে থাকেন। শুক্রবার দুপুর বারটা পর্যন্ত সাতটি নৌকায় ১৪/১৫ বালতি ডিম সংগ্রহ করতে পেরেছেন তারা।

    অংকুরিঘোনা এলাকার ডিম সংগ্রহকারী মিলন বড়ুয়া জানান, চারটি নৌকা নিয়ে ভোর চারটা থেকে নদীতে অবস্থান নিয়ে শুক্রবার দুপুর সাড়ে বারটা পর্যন্ত ১৫-১৬ বালতি ডিম সংগ্রহ করেছেন তিনি।

    খোকন জলদাশ জানান, অন্যান্য বছরের তুলনায় ভালোই ডিম সংগ্রহ করেছেন তিনি।

    শুক্রবার সকালে হালদা নদীতে ডিম সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন জেলা মৱস্য কর্মকর্তা ফারহানা লাভলী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ ড. মো. মনজুরুল কিবরীয়া, হাটহাজারী উপজেলা সি.মৎস কর্মকর্তা নাজমুল হুদা, রাউজান উপজেলা সি.মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর, মাঠ কর্মকর্তা রুবেল কান্তি।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীতে আমরা সকাল থেকে অবস্থান করে ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানতে পেরেছি এ বছর অন্যান্য বছরের তুলনায় নদীতে বেশী পরিমান ডিম ছেড়েছে মা মাছ। এটা আমাদের প্রত্যাশিত ছিল। কারণ হালদার মা মাছ, ডলফিন এবং জীব বৈচিত্র রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি।

    রাউজান উপজেলা সি. মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, শুক্রবার সকাল সাতে সাতটা থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ২৮০টি নৌকায় ৬১৬ জন ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে এ বছর হালদা নদী থেকে ২৫ হাজার ৫ শত ৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

    হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।

    আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত হালদা নদীর মোহনার বোয়ালখালী অংশে নৌ পুলিশে সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছের অবাধ চলাচল ও প্রজনন নিশ্চিত করতে জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযানে ৮টি নিষিদ্ধজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/ পূজন সেন/ আর এস পি

  • হালদায় বিষ প্রয়োগে মাছ শিকারের চেষ্টা: ইউএনও’র অভিযান

    হালদায় বিষ প্রয়োগে মাছ শিকারের চেষ্টা: ইউএনও’র অভিযান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : কালবৈশাখীর প্রচন্ড ঝড়ো হাওয়া আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূযোর্গ মোকাবেলায় প্রশাসনের ব্যস্ততাকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের জন্য দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে পাড়ি জমিয়ে ছিল এক শ্রেণির স্বার্থন্বেষী মহল।

    কিন্তু তাদের এ কর্মযজ্ঞ সফল হতে দেয়নি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহল আমিন।

    গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) রাত পৌণে ১১ টার সময় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে ৫ শ মিটার ঘেরা জাল উদ্বার করেন।

    এছাড়া গত সপ্তাহে হালদা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করা হয় এবং হালদায় মাছ শিকার না করার শর্তে জেলেদের হাতে ত্রাণ ভর্তি ভালবাসার থলে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন সংবাদিকদের জানান, হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের চেষ্টাকালে ইউএনও র গাড়ি দেখে মাছ শিকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৫ শ মিটার ঘেরা জাল উদ্ধার করা হয়।

    অভিযানকালে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ