Tag: হালিশহর

  • হালিশহরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা : গ্রেফতার ১

    হালিশহরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা : গ্রেফতার ১

    চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় মুক্তিযোদ্ধা মো. হারিসের (৭২) উপর সন্ত্রাসী হামলার দায়ে মো. ইলু (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নগরীর হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পুলিশ জানান ।

    আজ ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে নগরীর হালিশহর ২৪ নম্বর ওয়ার্ডের আনন্দিপুর এলাকায় নিজ বাড়ির পুকুর ঘাটে এই হামলার শিকার হন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তি একই এলাকার মৃত মাজহারুল আনোয়ারের ছেলে।

    হামলার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহির বলেন, বীর মুক্তিযোদ্ধাকে হামলার ঘটনায় ইতিমধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হামলায় সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জের ধরেই এই হামালা হয়েছে বলে ধারণা পুলিশের।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুর ঘাটে হাতমুখ ধোয়ার সময় হঠাৎ করে হামলার শিকার হন তিনি। সন্ত্রসীদের আঘাতে তার মাথা ফেটে যায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়। এসময় অবস্থা গুরুত্বর দেখে তৎক্ষনাৎ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই দেন।

  • চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে আগুন

    চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে আগুন

    চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান।

    তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

    তিনি আরও বলেন, বৈদ্যুতিক কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

  • পরিবহন শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলামের ইন্তেকাল

    পরিবহন শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলামের ইন্তেকাল

    বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা, চটগ্রাম বন্দর থানার মধ্যম হালিশহরে সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ -মধ্যম হালিশহর নিবাসী মরহুম শফি কন্ট্রাক্টরের ১ম পুত্র সমাজসেবক,মোঃ ছিদ্দিকুল ইসলাম (৭৮) রোববার সকাল ৯-৩০ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

    রোববার বাদে এশা নিজ বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

    ২৪ঘণ্টা/এসএ

  • বিকালে বিয়ে বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ী রাতে মুক্ত : মামলার পর তৎপর পুলিশ

    বিকালে বিয়ে বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ী রাতে মুক্ত : মামলার পর তৎপর পুলিশ

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শহরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে গিয়ে অপহরণ হয় মো. সাইফুল (৪০) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ী। পরিবারের পক্ষ থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে অপহরণ করার অভিযোগে থানায় মামলা দায়েরের পর রাত দেড়টার সময় তিনি মুক্ত হন।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় হালিশহর থানায় অপহরণের অভিযোগে মামলাটি (১৯/২০২০) দায়ের করেন ব্যবসায়ী সাইফুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। মামলায় যুবলীগ নেতা নওশাদ, তার ভাই পাপ্পু, মোহাম্মদ মাসুদ ওরফে পাগল মাসুদ, নওশাদের গাড়ি চালক ও বউবাজার ঈদগাঁ এলাকার মুহাম্মদ ইকবাল, সাখাওয়াতসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

    থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) নগরীর হালিশহর বউবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান ব্যবসায়ী সাইফুল ও তার পরিবার।

    বিকেল সাড়ে ৪টার সময় দাওয়াত খেয়ে বাসায় ফেরার উদ্দ্যেশে সাইফুল তার ব্যাক্তিগত গাড়িতে উঠতে গেলে প্রকাশ্য দিবালোকে তাকে মারধর করে সিলভার কালারের একটি নোহা মাইক্রোতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

    তার স্ত্রীর দাবি ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবলীগ নেতা নওশাদ ও তার গাড়িচালক ইকবালসহ ১০-১৫ জন মিলে তার স্বামীকে প্রকাশ্য দিবালোকে মারধর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

    স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,আমরা আত্বীয়ের বিয়ে বাড়িতে গেলে পূর্ব থেকে বিরোধ থাকা নাওশাদ মাহমুদ রানা ও তার ড্রাইভার ইকবালসহ আমার স্বামীকে মারধর করতে শুরু করে। বাধা দিলে তারা আমার স্বজনদের উপরেও হামলা চালায়। পরে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

    আইনশৃংখলা বাহিনীকে বিষয়টি অবগত করার কথা জানিয়ে অপহরণের পর থেকে বিভিন্ন নাম্বার থেকে হুমকী ধমকি দিয়ে বহু নাম্বার থেকে কল আসছে বলে তিনি জানান।

    হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিএন্ডএফ ব্যবসায়ী সাইফুলকে অপহরণ করেছে বলে স্বজনরা থানায় অভিযোগ জানিয়েছে। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিলো। অভিযোগ আমলে নিয়ে সাইফুলকে উদ্ধারে অভিযানে চেষ্টা চলছে বলে তিনি জানান।

    রাত একটার দিকে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা প্রতিবেদককে জানিয়েছেন স্বজনদের কাছ থেকে অপহরণের অভিযোগ পেয়েছি। আমরা ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছি। আশা করি আমরা তাকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হবো।

    এদিকে রাত আড়াইটার দিকে অপহৃত সাইফুলের খালাতো ভাই লুৎফর এহসান শাহ গণমাধ্যমকে জানিয়েছে শুক্রবার দিবাগত রাত ১ টা ৩৮ মিনিটের দিকে একটি মোটর সাইকেল করে নগরীর জিইসি মোড় এলাকায় ছেড়ে দেওয়া হয়। পুলিশি অভিযানের পর গ্রেফতার এড়াতে অপহরণকারীরা সাইফুলকে চোখ বেঁধে ছেড়ে দিয়ে যায় বলে মন্তব্য করেন এহসান।

    জানা যায়, অপহৃত সিএন্ডএফ ব্যবসায়ী সাইফুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নং ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে নগরীর খুলশী ২ নং রোডের ২৯ নং বাড়ির ৭ নম্বর ফ্ল্যাটে বসবাস করে ব্যবসা পরিচালনা করে আসছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হালিশহরে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

    হালিশহরে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

    চট্টগ্রাম মহানগরীর হালিশহরের রহমানবাগ আবাসিক এলাকার একটি ভবন থেকে অজ্ঞাত ২৫ বছরের এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করেছেন বলে জানান হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

    ওসি রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ২৫ বছরের ওই তরুণীকে কেউ গলায় কাপড় প্যাঁচিয়ে হত্যা করেছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পোস্ট মর্টেম রির্পোট পাওয়ার পর বাকিটা জানা যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আল মানাহিলের ৮০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

    আল মানাহিলের ৮০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে চালু করা হল কোভিড-১৯ আইসোলেশন সেন্টার।

    আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১ টায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে স্থাপিত এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

    সিএমপি ও আল মানাহিল ফাউন্ডেশনের য়ৌথ উদ্যোগে স্থাপনকৃত ৮০ শয্যা বিশিষ্ট এই আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিরা সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা পাবেন। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযুক্ত থাকবে প্রতিটি বেডে।

    এছাড়াও গুরতর অসুস্থ রোগীদের চিকিৎসায় রয়েছে হাইফ্লো নেসাল ক্যানুলা। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষনিক ভাবে প্রস্তুত থাকবে এম্বুলেন্স। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবকালীন সময়ে শুরু থেকে সিএমপি ও কমিউনিটি পুলিশিং এর সাথে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালন করছে আল মানাহিল ফাউন্ডেশন।

    করোনা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ, যাতায়াতে এ্ম্বুলেন্স সেবা প্রদান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

    কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় স্থাপনকৃত এই আইসোলেশন সেন্টার বন্দর নগরীর জনসাধারনের চিকিৎসা সেবায় ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম; হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, চেয়ারম্যান, আল মানাহিল ফাউন্ডেশন; মাওলানা ফরিদ উদ্দিন, প্রধান নির্বাহী, আল মানাহিল ফাউন্ডেশন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসোলেশন সেন্টারে কর্মরত ডাক্তার, নার্স ও আল মানাহিল ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভাড়া বিরোধের জেরে হালিশহরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    ভাড়া বিরোধের জেরে হালিশহরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় ভাড়া বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় রাজু নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত সাগর স্থানীয় টমটম চালক বলে পুলিশ জানায়।

    সিএমপির বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী রাতে এ ঘটনা নিশ্চিত করেন।

    তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের সাথে ভাড়ায় যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় টমটম চালক সাগরের। ওই যুবকরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। রাতে সাগরকে কাছে পেয়ে তারা তাকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়। ঘটনার সময় তাকে বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে আগুনে দুজনের মৃত্যু

    চট্টগ্রামে আগুনে দুজনের মৃত্যু

    চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি কলোনিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে বড়পোল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- কুমিল্লার মোহন (৩৫) ও চাঁদপুরের জাকির হোসেন (৩৫)। আগুনে দগ্ধ কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে তারা ওই আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছয়টি গাড়ি নিয়ে যায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ১০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ছয়টি কাঁচা দোকান ও কয়েকটি ভাড়া বাসা পুড়ে যায়। পরে দগ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেনি হতাহত ব্যক্তিরা। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

  • হালিশহরে আগুনে পুড়ল ১৭ অটোরিকশা ও ৩ মোটরসাইকেল

    হালিশহরে আগুনে পুড়ল ১৭ অটোরিকশা ও ৩ মোটরসাইকেল

    চট্টগ্রামের হালিশহরের তালতল মোড়ে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ১৭টি সিএনজি অটোরিকশা এবং ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় গ্যারেজে কোন মানুষ ছিলনা।

    বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মোরশেদ জানান, তালতলা মোড়ে আলী আকবর হোসেনের মালিকানাধীন গ্যারেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের বন্দর স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই গ্যারেজে থাকা ১৭টি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সূত্রপাত এখনো জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি জানান।