জনগনের স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সীতাকুণ্ডে যাত্রা শুরু করেছে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।
মঙ্গলবার (১লা মার্চ) দুপুরে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাসস্থ নুর মোস্তফা প্লাজার দ্বিতীয় তলায় কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম দুলাল, কাউন্সিল মফিজুর রহমান, আ.লীগ নেতা মোঃ সাইদ মিয়া, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান রানা, পৌর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এর সকল পরিচালকবৃন্দ, এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান রানা বলেন,স্বাস্থ্যসেবা অঙ্গনের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক সেবার মান নিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে। এটা আমাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়।
সীতাকুণ্ডের মানুষ কষ্ট করে যাতে শহরে চিকিৎসা নিতে যেতে না হয়। সব সুবিধা এখানে বিদ্যমান। অল্প খরচে স্বাস্থ্য পরীক্ষাসহ গরীব ও দুস্থ রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।
২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব