Tag: হাসপাতাল

  • সীতাকুণ্ডে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

    সীতাকুণ্ডে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

    জনগনের স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সীতাকুণ্ডে যাত্রা শুরু করেছে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।

    মঙ্গলবার (১লা মার্চ) দুপুরে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাসস্থ নুর মোস্তফা প্লাজার দ্বিতীয় তলায় কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

    ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম দুলাল, কাউন্সিল মফিজুর রহমান, আ.লীগ নেতা মোঃ সাইদ মিয়া, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান রানা, পৌর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এর সকল পরিচালকবৃন্দ, এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান রানা বলেন,স্বাস্থ্যসেবা অঙ্গনের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক সেবার মান নিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে। এটা আমাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়।

    সীতাকুণ্ডের মানুষ কষ্ট করে যাতে শহরে চিকিৎসা নিতে যেতে না হয়। সব সুবিধা এখানে বিদ্যমান। অল্প খরচে স্বাস্থ্য পরীক্ষাসহ গরীব ও দুস্থ রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন সাবেক মেয়র আ জ ম নাছির

    হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন সাবেক মেয়র আ জ ম নাছির

    চট্টগ্রাম ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধিন থাকা চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারিরীক অবস্থা এখন আগের চেয়েও ভাল। চিকিৎসকরাও জানিয়েছে তিনি এখন শঙ্কামুক্ত।

    চিকিৎসকদের এমন আশ্বাস পেয়ে হাসপাতাল ছেড়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। হাসপাতালে ভর্তির আটদিন পর আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি হাসপাতাল ছেড়ে নিজের বাসায় ফিরে গেছেন।

    আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেজাউল করিম জানিয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির এখন আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। বাসায় থেকে কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি শঙ্কামুক্ত হয়ে যাবেন আশা করছেন তিনি।

    এর আগে শরীরে সামান্য জ্বর অনুভব ও এক সপ্তাহ ধরে কমার কোন লক্ষণ না দেখা যাওয়ায় গত (৩ নভেম্বর) সকালে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

    ভর্তি হওয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তার নমুনা পাঠানো হলে সন্ধ্যায় তার করেনা পজেটিভ রিপোর্ট আসে। তাছাড়া একই দিন সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুসেও ১০ শতাংশ ইনফেকশন ধরা পড়ে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

    হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুব দুঃখজনক মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, চিকিৎসা পায়নি। চিকিৎসকরা কেন চিকিৎসা দেবে না, এটা খুব দুঃখজনক।

    আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রলয় সৃষ্টি করেছে। এটা এমনভাবে বিস্তার লাভ করছে যে এই ভাইরাসটি মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী। এটা একটা অঙ্কের মতো বাড়ে।

    প্রধানমন্ত্রী বলেন, এটা দেখে ভয় পেলে চলবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই ঝড় বয়ে যাচ্ছে।

    শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমরা যে সতর্কবাণী দিয়েছি এই সতর্কতা মেনে চলবেন। তাহলে অনেক জীবন রক্ষা পাবে।

  • ফৌজদারহাট বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

    ফৌজদারহাট বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি: জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আরফা বেগম(৫৫)। সে লোহাগড়ার আমিরাবাদের আবুল হোসেনের স্ত্রী।

    মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    আরফা বেগম করোনা আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান বিআইটিআইডি এর পরিচালক আবুল হাসান।

    জানা যায়, মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে এ নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও ভর্তি ছিলেন। করোনা উপসর্গ সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়। রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়।

    পরিচালক আবুল হাসান বলেন, মৃত ব্যক্তি  করোনা আক্রান্ত কিনা তার নমুনা সংগ্রহ করে টেষ্টে দিয়েছেন। রেজাল্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে উক্ত নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

  • দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

    দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

    করোনার বিস্তার রোধে দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

    শনিবার (২১ মার্চ) সকল বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি দেয়া হয়েছে।

    চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষর রয়েছে।

    এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালগুলোতে দর্শনার্থী ঢুকতে দেওয়া হবে না।

  • চট্টগ্রামের সিআরবিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হবে

    চট্টগ্রামের সিআরবিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হবে

    চট্টগ্রামে রেলের পরিত্যক্ত জমিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মিত হচ্ছে ৫০০ আসনের হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটি নির্মাণে ব্যয় হবে ৪৮৬ কোটি টাকা। ৬ একর জায়গার মধ্যে নতুন এই হাসপাতালটি নির্মাণ করা হবে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

    সভাশেষে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় রেলের জমি আছে, সেগুলো হয়ত রেলের ডেভলপমেন্টের জন্য কাজে লাগবে। সেই পরিত্যক্ত জমিগুলো কিভাবে ব্যবহার করতে পারি এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সরকারের যে নীতি আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর প্রায় ৩০ ভাগ পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের অধীনে নেয়ার এবং পিপিপি অনুযায়ী প্রধানমন্ত্রীর অফিস থেকে এগুলো দেখভাল করা হয় পিপিপি অনুযায়ী। এর অধীনে চট্টগ্রামে ৫০০ বেডের একটি হাসপাতাল ও ১০০ সিটের একটি মেডিকেল কলেজ হবে। এই প্রকল্পটি আজ পারচেজ কমিটিতে অনুমোদিত হলো। এটা রেলওয়ের প্রথম পিপিপি প্রকল্প রেলওয়ের। আগামীতে আমাদের দেশের রেলের ভূমিগুলোতে এই প্রক্রিয়ায় প্রকল্প বাস্তবায়ন করব।

    তিনি বলেন, এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৮৬ কোটি টাকা। এটি ৫০ বছরের জন্য বাস্তবায়ন হবে, পরে চুক্তি অনুযায়ী হাসপাতালটি রেলের হয়ে যাবে কমিটি।

    বেদখল জমি উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, যেগুলো বেদখল আছে সেগুলো তো উদ্ধার করেছি ইতোমধ্যে। বিভিন্ন জায়গায় উদ্ধার প্রক্রিয়া চলমান। আমাদের মূল বিষয়ে হবে জমিগুলো উদ্ধার করে আমরা কী করব সেটি ঠিক করা। উন্নয়নের জন্য রেল পরিচালনার জন্য যে কাজগুলো হচ্ছে, লাইন সম্প্রসারণ, বিভিন্ন স্থাপনা নির্মাণ। এছাড়াও কিছু জমি আছে যেগুলো বিভিন্ন ধরনের মার্কেট করে হয়ত নিজেরাই ভোগ দখল করছে। সেগুলো উদ্ধার করে একটি ব্যবস্থাপনার মধ্যে আমরা নিয়ে আসতে চাই। সেগুলো উদ্ধার করে অর্থনৈতিকভাবে যেন রেল কিছু পেতে পারে সরাসরি সেই ব্যবস্থা নিচ্ছি।

    দলীয় অফিসের ব্যানারে রেলের জমি দখল প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোনো কিছুই থাকবে না। আমরা দলমত নির্বিশেষে রেলের জায়গাগুলো রেলের অধীনে নিয়ে আসতেছি। এবং এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেজন্য আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। পিপিপির অধীনে বড় ধরনের কোন প্রকল্প করা যায় সেই সুযোগও তৈরি করছি। আবার নিজেরা মার্কেট করে ভাড়া দিতে পারি সে ব্যবস্থাও করছি।

    চট্টগ্রামের সিআরবিতে ৬ একর জমিতে মেডিকেল এবং মেডিকেল কলেজটি হবে বলে জানান তিনি।

  • কাদেরকে দেখতে বিএসএমএমইউতে রাষ্ট্রপতি

    কাদেরকে দেখতে বিএসএমএমইউতে রাষ্ট্রপতি

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    রবিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান আবদুল হামিদ ও তার স্ত্রী।

    এসময় বিএসএমএমইউ ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন কাদের। পরদিন সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে।