Tag: হাসপাতালে

  • সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

    সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

    সেনেগালের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি।

    ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ মে) দিনগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

    মেকি সেলি তার টুইটে জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে।

    এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।

    এক রাজনীতিবিদের বরাতে এনওয়াই পোস্টের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট আগুনের সূত্রপাত হয় বলে উল্লেখ করেছেন ওই রাজনীতিবিদ।

    তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে। এদিকে শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়।

    প্রসঙ্গত, গত এপ্রিলের শেষের দিকেও অগ্নিকাণ্ডে চার নবজাতকের মৃত্যু হয়। সেনেগালের উত্তরাঞ্চলীয় শহর লিঙ্গুরির একটি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • হাসপাতালে-হাসপাতালে ঘুরেছি/আকুতি মিনতি করেও চিকিৎসা জুটেনি, বাঁচাতে পারলাম না বাচ্চাকে!

    হাসপাতালে-হাসপাতালে ঘুরেছি/আকুতি মিনতি করেও চিকিৎসা জুটেনি, বাঁচাতে পারলাম না বাচ্চাকে!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিশেষ প্রতিবেদন : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে চার বছরের শিশু শাওন। তার নাক দিয়ে ব্লিডিং শুরু হলে স্বজনরা তাকে নিয়ে প্রথমে ছুটে যান নিকটস্থ বেপজা হাসপাতালে।

    অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে শিশুটিকে নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ছুটে গেলেন স্বজনরা। সেখানেও চিকিৎসা জুটেনি। এরপর আহত শিশুটিকে নিয়ে স্বজনরা ছুটে গেলেন সাউথ পয়েন্ট হাসপাতালে। সেখানেও জুটেনি তার চিকিৎসা!

    অবশেষে তাকে নিয়ে শেষ ভরসাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও ততক্ষনে শিশু শাওনের দেহ নিস্তেজ হয়ে পড়ে। শিশুর স্বজনদের কঠিন কথাটি শুনালেন কর্তব্যরত চিকিৎসক। বললেন শিশু শাওন আর বেঁচে নেই।হাসপাতালে হাসপাতালে ঘুরেও চিকিৎসা পায়নি শাওন

    মঙ্গলবার দুপুর ১টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটলেও আহত শিশুটিকে নিয়ে তার একটু সুচিকিৎসা ব্যবস্থার করার জন্য স্বজনরা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময় নষ্ট করেছেন শুধুমাত্র এ হাসপাতাল টু ওই হাসপাতালে ঘুরতে ঘুরতে। এমন শংকটাপণ্ন অবস্থার পরও কোন হাসপাতালের মন গলাতে পারেনি শিশু শাওনের পরিবার।

    সড়ক দুর্ঘটনায় আহত চার বছরের শিশু বাচ্চার চিকিৎসা সেবা না পাওয়ার এমন অভিযোগ করে শাওনের বাবা জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমার ছেলে শাওন আজ মঙ্গলবার দুপুরে পতেঙ্গা এলাকায় অটোরিকশার সাথে ধাক্কা খেলে গুরুতর আহত হয়। তার নাক দিয়ে ব্লিডিং শুরু হলে তাকে প্রথমে নিকটস্থ বেপজা হাসপাতালে নেয়া হয়।

    এরপর তাকে নিয়ে নগরীর আরো দুটি হাসপাতালে ঘুরেছি। কোনো হাসপাতাল ভর্তি নিতে রাজি হয়নি। অবশেষে মঙ্গলবার পৌনে ৩টার দিকে যখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলো তখন কর্তব্যরত চিকিৎসক জানালেন শিশু শাওন আর নেই! এক ঘণ্টার মধ্যে যদি তার সুচিকিৎসার ব্যবস্থা হতো তাহলে শাওন সুস্থ হয়ে যেতো বলে দাবী তার।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু শাওনের স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। শিশুটির বাবা জাহিদ হোসেন কান্না করতে করতে গণমাধ্যমকে বলেন, এত আকুতি মিনতি করেও আমার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আমার শিশু পুত্রটির এমন কি অপরাধ ছিলো যে চিকিৎসা না পেয়ে মরতে হলো। এর চেয়ে ব্যর্থতা কি হতে পারে।

    এদিকে হাসপাতালের স্ট্রেচারে রাখা শাওনের মরদেহ নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্বজনরা। নানা তার নাতি হারিয়ে মাটিতে লুটিয়ে গড়াড়ড়ি খাচ্ছেন। এ এক হৃদয় বিদারক দৃশ্য।

    জানা যায়, গ্রামের বাড়ি রংপুর হলেও চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় থাকেন শিশু শাওনের পরিবার। শাওনের মরদেহ রংপুর নিয়ে যাবে এবং সেখানেই দাফন কাজ সম্পন্ন করবে বলে জানালেন নিহত শাওনের পরিবার।

    প্রসঙ্গত, করোনা পরিস্থিতির পর থেকে চট্টগ্রামে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতাল ঘুরেও একটি আইসিইউ বেডের অভাবে মৃত্যু হয়েছে এক অন্তঃসত্ত্বা নারীর।

    হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে স্বজন হারানোর অভিযোগ করেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতার পরিবারও। হাইকোর্টের আদেশ, সরকারি নির্দেশ, মেয়রের হুমকি জনগণের প্রবল প্রতিবাদেও এই করোনাকালে বেসরকারি হাসপাতালগুলোর যেন মন গলছে না!

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক অনিন্দ্য টিটো

    হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক অনিন্দ্য টিটো

    ২৪ ঘণ্টা ডট নিউজ। গণমাধ্যম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বেসরকারি টেলিভিশন গাজী টিভির চট্টগ্রামের বিভাগীয় প্রধান অনিন্দ্য টিটো হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাসেবা নিচ্ছেন।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক অনিন্দ্য টিটো মঙ্গলবার (১৬ জুন) ভোরে বুকের ব্যাথা অনুভব করেন।

    দুপুরে সহকর্মী তৌহিদুল আলমকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নীরিক্ষা করে তার হৃদরোগ শনাক্ত হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতেতে আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।

    সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম চিকিৎসাধীন অনিন্দ্য টিটোর আশু আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে শেষ আ’লীগ নেতার প্রাণ/মেয়রের ক্ষোভ,নওফেলের শোক

    বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে শেষ আ’লীগ নেতার প্রাণ/মেয়রের ক্ষোভ,নওফেলের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে চট্টগ্রামের সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে ছুটোছুটি করতে করতেই না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানা আওয়ামী লীগের সাধারণ শফিউল আলম সগীর। মঙ্গলবার সকালে চিকিৎসা বঞ্চিত হয়ে তিনি মারা গেছেন।

    কোন হাসপাতালেই তাকে ভর্তি করেনি, চিকিৎসাও দেননি অভিযোগ স্বজনদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছিরসহ আওয়ামী লীগ নেতারা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    জানা গেছে, শফিউল আলম সগীরের হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার সকাল এগারোটার দিকে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসাতো দুরে থাক ভর্তি করাও হয়নি।

    এরপর সেখান থেকে জি ই সি মোড়স্থ মেডিকেল সেন্টার নেওয়া হয় সেখানেও তার চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করে হাসপাতালের কর্মরতরা। এদিকে বুকের ব্যথায় ছটফট করা এ আওয়ামী লীগ নেতাকে নিয়ে আবারো ছুটলো নতুন হাসপাতালের খোঁজে।

    পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে তাকে নেওয়া হলে সেখানেও প্রথমে তার চিকিৎসা প্রদানে অপারগতা প্রকাশ করে। পরে অবশ্য বিভিন্ন তদবির ও কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় তাকে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভর্তি হওয়ার পর চিকিৎসা শুরুর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    স্বজনরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার। তাকে নিয়ে সরকারি বেসরকারি ৩টি হাসপাতালে ছুটোছুটি করেছি। তাদের অভিযোগ করোনা উপসর্গ সন্দেহে তাকে কোন হাসপাতালেই ভর্তি করতে চাইনি। সামান্য চিকিৎসার অভাবে নির্মমভাবেই মারা গেলেন চট্টগ্রামের এই আওয়ামী লীগ নেতা।

    চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বায়েজিদ থানা আওয়ামী লীগের সেক্রেটারি সগিরের মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

    একইদিন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এক জুমের কনফারেন্সে ক্ষোভ প্রকাশ করে সচিবকে তিনি বলেন, ‘আজকে সকালে আমাদের থানা আওয়ামী লীগের এক সেক্রেটারি স্ট্রোক করেছিলেন।

    তাকে তিন চারটা হাসপাতালে নেওয়া হলেও কোনও হাসপাতালেই সিট খালি নেয় এমন অজুহাতে ভর্তি করায় নি। পরে যখন পার্কভিউ হাসপাতালে নেওয়া হলো তখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তিনি আর বেঁচে নেই।

    বায়েজীদ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন বলেন ”হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সগীর ভাই। কিন্তু করোনা সন্দেহ করে উনাকে চিকিৎসা দেয়নি হাসপাতালগুলো।

    সঠিক সময়ে চিকিৎসা পেলে সগীর ভাইকে এভাবে আমাদের হারাতে হতো না। আমরা আশা করবো, চট্টগ্রামের আর কোন মানুষ যেন চিকিৎসা সুবিধা বঞ্চিত হয়ে এভাবে অকালে মৃত্যুর কোলে ঢলে না পড়েন।

    শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক : বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম ছগির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এম.পি)।

    শোক বার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ছাত্রলীগ-যুবলীগ করে তৃণমূল থেকে উঠে আসা বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির এর মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও মেধাবী সংগঠক হারালো। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

    শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • স্ত্রীর জীবন বাঁচাতে আইসিইউ সিটের আঁকুতি/ মধ্যরাতে হাসপাতালে ছুটছেন কাউন্সিলর খোরশেদ

    স্ত্রীর জীবন বাঁচাতে আইসিইউ সিটের আঁকুতি/ মধ্যরাতে হাসপাতালে ছুটছেন কাউন্সিলর খোরশেদ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নারায়ণগঞ্জ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খোন্দকার খোরশেদ। করোনার কথা শুনলেই যখন আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবরা সরে যান, ঠিক তখনই করোনায় মৃত মরদেহের পাশে এসে দাড়ায় এ কাউন্সিলর।

    গত ৮ এপ্রিল থেকে কোভিড–১৯–এ মারা যাওয়া রোগী, করোনার উপসর্গ বা সন্দেহ করা হয় এমন রোগীর লাশ এবং কিছু ক্ষেত্রে যক্ষ্মাসহ অন্যান্য রোগে মারা যাওয়া ব্যক্তিদের লাশও দাফন এবং সৎকার করে চলেছেন।কাউন্সিলর খোরশেদ

    তার নেতৃত্বে টিমের সদস্যরা এ পর্যন্ত ৬১ জনের মরদেহ দাফন করে। ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি নিয়ে এই কাউন্সিলরের নামও ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ফেরিওয়ালাই এখন নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার নমুনার পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।

    একদিন আগে নমুনা পরীক্ষার পর মাত্র বারো ঘন্টা আগে খোরশেদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এই সময় তার আইসোলেশনে বিশ্রামে থাকার কথা।

    কিন্তু এর এক সপ্তাহ আগে গত ২৩ মে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে লুনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার অবস্থা সংকটাপন্ন। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন তিনি। এই অবস্থায়ও পাওয়া যাচ্ছে না কোনো হাসপাতালের আইসিইউ।

    গণমাধ্যম সূত্রে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং সংসদ সদস্য সেলিম ওসমানের মাধ্যমে ‘বীর বাহাদুর’ খ্যাত এই কাউন্সিলর স্ত্রীর জীবন বাঁচাতে এখন মরিয়া হয়ে উঠেছেন। নিজের কথা না ভেবে করোনায় আক্রান্ত সহধর্মিনীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মধ্যরাতে বেরিয়ে পড়েছেন তিনি।

    জনপ্রিয় এবং বহুল আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে স্ত্রী লুনার জন্য আইসিইউ সিট পেতে চেষ্টা করে ব্যর্থ হন।

    পরে শনিবার মধ্যরাতে জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় সাজেদা হাসপাতালে গিয়ে পৌঁছেছেন। যেখানে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

    তবে সেখান থেকে আইসিইউ পাওয়ার কোনো নিশ্চয়তা মেলেনি এখন পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্সিলর খোরশেদের পরিচয় জানতে পেরে সকালের মধ্যে আইসিইউ বেডের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।কাউন্সিলর খোরশেদ

    করোনায় মৃত ব্যক্তিদের দাফনসহ আক্রান্তদের সহযোগিতায় এই কাউন্সিলরের গড়া ১৩ সদস্যের স্বেচ্ছাসেবক দল “টীম খোরশেদ থার্টিন” এর সার্বক্ষণিক সদস্য আশরাফুজ্জামান হীরা জানান, আইসিউ বেড-সম্পন্ন হাসপাতালে স্ত্রীকে দ্রুত ভর্তি করতে রাত সাড়ে দশটা থেকেই জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারাসহ বিভিন্নজনকে ফোন দিয়ে কথা বলছেন খোরশেদ।

    স্ত্রীর শারীরক অবস্থার কথা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে তাদেরকে অনুরোধও করেন খোরশেদ।

    খোরশেদ বলেন, ‘আইসিইউ পেতে হয়ত সকাল হয়ে যাবে। বাঁচা মরা তো আল্লাহর হাতে। করোনায় আক্রান্ত হয়ে আমার স্ত্রী আফরোজা খন্দকার লুনার শ্বাসকষ্ট বাড়ার পাশাপাশি পুরো শরীর নিস্তেজ হয়ে গেছে। এছাড়া সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

    এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে লুনাকে। বিশেষ করে আমার করোনা পজিটিভ হওয়ার খবরে আরও ভেঙ্গে পড়েছে সে।’

    তিনি আরও জানান, শনিবার বিকালে লুনার অবস্থার অবনতি হলে তিনি আইসিইউর ব্যবস্থা করতে শুরু করেন। কিন্তু পাননি। নারায়ণগঞ্জ এবং ঢাকায়ও আইসিইউ পাননি। নারায়ণগঞ্জে শুধু সাজেদা হাসপাতালে চারটি আইসিইউ বেড আছে, তবে সেগুলোতে রোগী ভর্তি। অন্য কোথাও নেই। তাই নানা হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত আবারো এ হাসপাতালে নিয়ে এসেছি।

    হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি আইসিইউর জন্য অনুরোধ করেছি। তারা সকালে দেবে বলেছে। একটি আইসিইউ হলে হয়ত আমার স্ত্রীর শ্বাস নেওয়াটা স্বাভাবিকভাবে চলতো।

    সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে খোরশেদ বলেন, আমার তিন সন্তান। ওরা ভেঙ্গে পড়েছে। ওদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা/চমেক ও জেনারেল হাসপাতালে ২ ব্যাক্তির মৃত্যু,উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন

    করোনা/চমেক ও জেনারেল হাসপাতালে ২ ব্যাক্তির মৃত্যু,উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার মধ্যে চমেক ও জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনায়। উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন।

    গতকাল ২৮ মে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ ২৯ মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার মধ্যে নগরীর চমেক ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পৃথক ৩টি মৃত্যুর ঘটনা ঘটে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, গত (২১ মে) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক বাসিন্দা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও কিডনীর সমস্যা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন।

    গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে করোনা ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান। নিহতের বয়স ৩৭ এবং নাম মো. আলী বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় অপর এক করোনা রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, আজ শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় করোনায় আক্রান্ত ৫৩ বছর বয়সী এক রোগী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

    গত ১৬ মে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় নগরীর পাচঁলাইশ এলাকার বাসিন্দা মঞ্জুর মোর্শেদ। তার প্রচণ্ড শ্বাস কষ্ট থাকায় ভর্তির পর থেকেই তিনি শ্বাসকষ্ট থাকায় হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে তিনি মারা যায়।

    এর আগে আজ ২৯ মে শুক্রবার সকালে একই হাসপাতালে সৌলভ চৌধুরী নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করার তথ্যও জানিয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, নগরীর মোগলটুলী থেকে ৬৫ বছর বয়সী এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় গতকাল ২৮ মে বৃহস্পতিবার।

    আজ সকালে তার অবস্থা খারাপ হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • জ্বর-কাশি তে ভুগছিলেন সাবেক সংসদ সদস্য কামরুন নাহার/হাসপাতালে নিলেই মৃত্যু!

    জ্বর-কাশি তে ভুগছিলেন সাবেক সংসদ সদস্য কামরুন নাহার/হাসপাতালে নিলেই মৃত্যু!

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ : কয়েকদিন ধরে করোনা উপসর্গ জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন বগুড়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল। এ কদিন বগুড়া শহরের কালিতলা এলাকার বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

    গতকাল ২১ মে বৃহস্পতিবার রাতে পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। একই দিন রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় দু’দিন আগে তার নমুনা সংগ্রহ করে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নমুনা পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোনো অসুস্থতায় মারা গেছেন।

    বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া গলির মুখে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জামাল নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছে।

    গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত মো. জামাল চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন আছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দর জোনে কর্মরত ট্রাফিক পুলিশ জামাল তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দেন। এসময় বাইক থেকে দুরে ছিটকে পড়ে ট্রাফিক পুলিশের এ সদস্য।

    পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধিন আছেন। তিনি কোমড়ে ও পায়ে আঘাত প্রাপ্ত হন।

    ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, দুর্ঘটনার ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে।

    তাছাড়া ঘটনাস্থলে জনগণের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার ট্রাক চালককেও আটক করে তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেন ওসি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • বিআইডিআইডি হাসপাতালে করোনা শনাক্তের একহাজার কিট হস্তান্তর করলেন নওফেল

    বিআইডিআইডি হাসপাতালে করোনা শনাক্তের একহাজার কিট হস্তান্তর করলেন নওফেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : করোনা শনাক্ত করণ ১ হাজার কিট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আজ ৩০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় নয়শ সরকারী ও একশত ব্যক্তিগত করোনা ভাইরাস শনাক্তকরণ কিট নিয়ে গাড়ি যোগে তিনি ঢাকা থেকে সরাসরি ফৌজদার হাট বিআইটিআইডি হাসপাতালে আসেন।

    সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসির পক্ষ থেকে পাঠানো কিটগুলো বিশেষ যত্নসহকারে নিয়ে তিনি সড়ক পথে রওনা দেন। নওফেল সরকারী নয়শত কিট ছাড়াও তিনি ব্যাক্তিগত পক্ষ থেকে একশত কিট, একশত পিপিই, একহাজার মাস্ক, আড়াইশত পিস মাথার ক্যাপ হাসপাতালে হস্তান্তর করেন।

    ব্যারিস্টার নওফেল বলেন, এই মুহুর্তে যানবাহন চলাচলে বাধা নিষেধের মধ্যে কিটগুলো যথাসময়ে নিরাপদে পৌঁছানো দরকার। তাই আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আমি ফৌজদারহাট বিআইটিআইডিতে পৌঁছে দিয়েছি।

    সরকার যেকোন মোকাবেলায় প্রস্তুত জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আমরা সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মোকাবেলায় কিট, পিপিইসহ সবধরণের চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে। এছাড়া দেশে কোন প্রকার খাদ্য সংকট নেই। সবাই করোনা মোকাবেলায় সচেতনতা মেনে চলতে হবে।করোনা শনাক্তের কিট নিয়ে হাসপাতালে নওফেল

    উল্লেখ্য, নানামুখী অনিশ্চয়তার মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সঙ্গে। তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেন।

    নওফেলের এ উদ্যোগের ফলে প্রথম দফায় কিছু পরিমাণ কিট আসার পর গত বুধবার থেকে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু হয়। এবার দ্বিতীয় দফায় আরো একহাজার কিটের ব্যবস্থা হওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণের সুযোগ আরো বিস্তৃত হল।

    করোনা সামগ্রী হস্তাান্তর অনুুুষ্টানে অন্যান্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জেন সেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম সিটি করর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম.এ হাসান, করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। খাগড়াছড়ি প্রতিনিধি : জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী গত ৯ মার্চ ভর্তি হয়েছিলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে।

    ২৫ মার্চ বুধবার দুপুর ২টার দিকে শ্বাসকষ্ট, গলা ব্যথাসহ তার শারিরীক অবস্থা নিয়ে সন্দেহজনক হওয়ায় তাকে রাখা হয় হাসপাতালটির আইসোলেশনে। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

    খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ তথ্যটি নিশ্চিত করে বলেন, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী রোগীটি গত ৯ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়। এরপর তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকলে সন্দেহ হওয়ায় তাকে দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    তিনি বলেন, তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। রাতেই যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

    এদিকে রোগীটির মৃত্যুর পর ওই হাসপাতালে রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, দুই জন নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত একজন হাসপাতালে

    রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত একজন হাসপাতালে

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো এক যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।রাউজানে সড়ক দুর্ঘটনা

    আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার হলদিয়া ইয়নিয়নের এয়াছিন শাহ সড়কে যাত্রীবাহি জীপ গাড়ির সাথে চলন্ত মোটর সাইকেলের সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।রাউজানে সড়ক দুর্ঘটনা

    হতাহতদের নাম তাৎক্ষনিক কেউ জানাতে পারেনি। তবে নিহত যুবকের বাড়ি ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। আহত যুবককে বর্তমানে উপজেলার গহিরা জে এ কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

  • সিটি মেয়র নাছিরের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ ফজলে করিম

    সিটি মেয়র নাছিরের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ ফজলে করিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরের উদ্দিনের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ।

    রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম হাসপাতালে মেয়রের অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।

    সাংসদ ফজলে করিম চৌধুরীর সাথে ছিলেন আন্দকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, রাউজান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নঈম খাঁন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্তী।