যশোর প্রতিনিধি : মণিরামপুর হাসপাতালে আরো ১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি হাসপাতালের আয়া (খণ্ডকালীন নিয়োগ)।
শনিবার (২৩ মে) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে তার করোনা পজেটিভ রিপোর্টের তথ্য জানানো হয়েছে।
মণিরামপুর হাসপাতালের ইউএইচও ডা. (শুভ্রারানী দেবনাথ) এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শুভ্রা বলেছেন, শনিবার সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে ওই আয়ার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু বলেছেন, আক্রান্ত আয়া অ্যাজমার রোগী। কাশি ছাড়া তার দেহে করোনার অন্য কোনো উপসর্গ নেই। গত ১৮ তারিখ তিনি অ্যাজমা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়।
ডা. বসু বলেছেন, শনিবার পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ১০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছে। বাকি ৪ জন হাসপাতালে এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়