Tag: হাসপাতালে ভর্তি

  • হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

    হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

    হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রুটিন চেক-আপ এবং পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গঙ্গারাম হাসপাতালের পরিচালন পর্ষদের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানা বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কংগ্রেস সভানেত্রীকে হাসপাতালে নেওয়া হয়। রুটিন চেক-আপ এবং টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার সকালে দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন সোনিয়া। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের ওই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

    কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী, সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লির এই একই হাসপাতালে একবার ভর্তি হতে হয়েছিল কংগ্রেস সভানেত্রীকে।

    ১৯৯৮ সালের ১৪ মার্চ থেকে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন সোনিয়া। তারপর রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে আসেন।

    কিন্তু গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জেরে গত বছরের ২৫ মে হঠাৎ কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাহুল। তারপর দীর্ঘ আড়াই মাস ধরে দল নেতৃত্বহীন অবস্থায় ছিল। দলের বিভিন্ন স্তরের নেতারা রাহুলকে মত বদলের চেষ্টা করালেও কাজ হয়নি।

    গত আগস্টের মাঝামাঝিতে ফের কংগ্রেসের দায়িত্বভার কাঁধে তুলে নেন সোনিয়া গান্ধী। তাকে অন্তর্বর্তী সভানেত্রী নির্বাচিত করা হয়। সোনিয়া গান্ধীর অসুস্থতার খবরে কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পটিয়ায় বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে ১ জনের অবস্থা আশংকাজনক, হাসপাতালে ভর্তি

    পটিয়ায় বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে ১ জনের অবস্থা আশংকাজনক, হাসপাতালে ভর্তি

    ২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়,পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে পিডিবি’র একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছে অন্তর নন্দী (২৪) নামে এক যুবক।

    আজ বুধবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    আহত অন্তর আনোয়ারা সদর ৪নং ওয়ার্ড এলাকার পুলক নন্দীর ছেলে এবং পাইপ ফিটার মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটিতে অপসারন করলে মহাসড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।

    জানা যায়, বিকাল ৩ টা থেকে পিডিবি’র ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় বাইসাইকেল যোগে বাস ষ্টেশনের দিকে যাচ্ছিলেন পাইপ ফিটার মিস্ত্রি অন্তর। বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে হঠাৎ বাইসাইকেল আরোহী অন্তরের শরীরের উপর পড়লে সে গুরতর আহত হয়।

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে আহত অন্তর নন্দী’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    পটিয়া থানার এস.আই পরেশ চন্দ্র সিকদার জানান বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে একব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান ছেলেটির অবস্থা খুবই আশংকা জনক।

  • তুচ্ছ বিষয় নিয়ে কুবি শিক্ষার্থীর মধ্যে মারামারি , হাসপাতালে ভর্তি

    তুচ্ছ বিষয় নিয়ে কুবি শিক্ষার্থীর মধ্যে মারামারি , হাসপাতালে ভর্তি

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থী মোহাম্মদ রুবেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন এর নেতৃত্বে আরো অজ্ঞাতনামা দুই থেকে তিনজন কর্তৃক ভুক্তভোগী রুবেল মারধরের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ ব্যাপারে ভুক্তভোগীর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী রুবেলের সহপাঠীরা। অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছে তারা।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি সোমবার বিকাল ৩ টার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সামনে বাংলা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান ( ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেলের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত চড়াও হয়। এসময় তার সঙ্গে অজ্ঞতানামা আরও দুই থেকে তিনজন মারামারিতে অংশগ্রহণ করে।

    পরবর্তীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়।

    তবে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় এম্বুল্যান্স যোগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে সে মেডিকেলের সার্জারী বিভাগে চিকিৎসারত ও ভর্তি আছে।

    এই ঘটনায় অভিযুক্ত নাসির উদ্দিন জিসান বলেন, ‘অামি অামার এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। রুবেল আমার সাথে কথা কাটাকাটি করতে এসে আমাকে মেরেছে, পরে আমি প্রতিরোধ করেছি। তখন হয়তো সে ব্যথা পেয়েছে। এখানে আমার কোনো দোষ নাই।’

    অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দীন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। বিষয়টির গুরুত্বের সাথে আমলে নিয়েছি। অতিদ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • আহমদ শফি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

    আহমদ শফি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

    হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার (৮ জানুয়ারি) সকালে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    হেফাজত আমিরের একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

    গতকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তির জন্য আনা হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, আল্লামা আহমদ শফী বর্তমানে ডা. ইব্রাহিমের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। স্যালাইন চলছে, তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।

    হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।