Tag: হাসিনা মহিউদ্দিন

  • তৃতীয় দফায়ও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ

    তৃতীয় দফায়ও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ

    চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এখনও করোনামুক্ত হননি। তার তৃতীয় দফার করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

    শনিবার (২৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় তার আবার করোনা পজিটিভ আসে। প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    এর আগে গত ১০ মে বিআইটিআইডিতে পরীক্ষায় মহিউদ্দিনের ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ১১ মে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে এবং পাঁচজন গৃহ পরিচারিকার নমুনা সংগ্রহ করা হয়।

    ১২ মে বিআইটিআইডি থেকে জানানো হয় হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। এরপর ১৬ মে দ্বিতীয় দফার রিপোর্টেও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ আসে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনার ছোবলে প্রয়াত চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী/ ছেলের পর এবার আক্রান্ত মা

    করোনার ছোবলে প্রয়াত চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী/ ছেলের পর এবার আক্রান্ত মা

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা নগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ।

    তিনি ছাড়াও চশমা হিলের বাসার শাকি এবং হারাধন নামে আরো দুই গৃহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (১২ মে) রাতে বিআইটিআইডিতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ ফলাফল জানানো হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।

    তিনি বলেন, ছেলে সালেহীনের করোনা পজেটিভ আসার পর হাসিনা মহিউদ্দিনসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। এতে তিনজনের করোনা পজেটিভ আসে। যদিও তাদের কোনো উপসর্গ নেই।

    অপরদিকে মঙ্গলবার (১২ মে) বিকেলে ঢাকার করোনা পরীক্ষার ল্যাব আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তাঁর স্ত্রী, সন্তান, গাড়িচালক, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে।

    পাশাপাশি বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে।

    এর আগে রোববার চৌধুরী পরিবারের ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় নগরীর চশমা হিলের তাদের ভবনটিও লকডাউন করে দেওয়া হয়।

    তিনি শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই। এরপর নওফেলসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।

    মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুদিন ঢাকায় ছিলেন। সেখান থেকে ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে।

    নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে ১০ মে রাতে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না যাওয়ায় বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ২৪ ঘন্টা/এম আর

  • পাকবাহিনীর দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে ইতিহাস কলংকিত করেছে-হাসিনা মহিউদ্দিন

    পাকবাহিনীর দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে ইতিহাস কলংকিত করেছে-হাসিনা মহিউদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন মুক্তিযুদ্ধের বিজয়ের ঊষালগ্নে বাঙালি জাতিরসত্ত্বার মানবসম্পদ বুদ্ধিজীবীদের হত্যা করে ইতিহাসের একটি কলংকিত অধ্যায় রচনা করেছে।

    পৃথিবীতে এরকম কোন মানবতাবিরোধী ঘটানর নজির নেই। তাই যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা ও দহন কখনো শেষ হবে না।

    শনিবার ১৪ ডিসেম্বর সকালে নগরীর ষোলশহরস্থ বাসভবনে বুদ্ধিজীবীদের স্মরণে নগর মহিলা লীগ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, আমাদের সন্তানদের শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে তাদের মধ্যেও ঘৃণা সৃষ্টি করতে হবে। এই ঘৃণার মধ্যদিয়ে নতুন প্রজন্ম পরিশুদ্ধ হবে।

    নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, হাসিনা আকতার টুনু, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, শারমিন ফারুক, আয়েশা আলম, ফাতেমা আকতার, ঝর্ণা বড়ুয়া, আয়েশা আক্তার পান্না, ইশরাত জাহান, মনোয়ারা বাহাদুর, আয়েশা ছিদ্দিকা, জেনিফার, শিরীন আক্তার শিল্পী, আফরিন জাহান, মনিষা, কান্তা ইসলাম, আফরোজা খানম, আফরিন জাহান, নাসিমা বেগম, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, সোনিয়া কবির, শিল্পী বড়ুয়া প্রমুখ।

    সংক্ষিপ্ত স্মরণ সভা শেষে শহীদ বু্িদ্ধজীবী দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • পাথরঘাটা ট্রাজেডি :  নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

    পাথরঘাটা ট্রাজেডি : নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    এদিকে নওফেলের পক্ষে আজ রবিবার বেলা সাড়ে ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শণে যান প্রয়াত চট্টলবীর সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী এবং শিক্ষা উপমন্ত্রী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন ও ছোট ভাই রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

    এসময় নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কণিষ্ট পুত্র রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

    তিনি জানিয়েছেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পক্ষে নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

    এসময় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।