Tag: হুইপ সামশুল হক

  • পটিয়ায় ১৫ হাজার পরিবারকে ইফতার ও ত্রাণ বিতরণ করেছেন হুইপ সামশুল

    পটিয়ায় ১৫ হাজার পরিবারকে ইফতার ও ত্রাণ বিতরণ করেছেন হুইপ সামশুল

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ আজ সোমবার (৪ মে) পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

    পটিয়ার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার সংশ্লিষ্ট এলাকার সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে এই ট্রাক ভর্তি ত্রানসামগ্রী তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেব্রবত দাশ দেবু, হুইপের পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারী বিজন চক্রবর্ত্তী, হুইপের ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা আ’লীগ নেতা আলমগীর খালেদ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রণব দাশ।

    হুইপ সামশুল হক চৌধুরী ত্রাণ ও ইফতার সামগ্রী হস্তান্তরকালে বলেন- পটিয়ায় ২০ হাজার পরিবারকে দ্বিতীয় দফায় ত্রান ও ইফতার সামগ্রী দেওয়ার প্রস্তুতি রয়েছে। তারমধ্যে ১৫ হাজার পরিবারকে দেওয়া হয়েছে। বাকী ৫ হাজার পরিবারকে এলাকাভিত্তিক পাঠানো হবে। এর আগে গত ২৬ মার্চ থেকে প্রায় ৫০ হাজার পরিবারকে ত্রান সামগ্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়। দুযোর্গকালীন এসময়ে সরকারের পাশাপাশি সকল বিত্তশালীদের ভুমিকা রাখার আহবান জানান।
    ২৪ ঘণ্টা/এম আর

  • আল্লাহর পথে চললে মানুষ বিপদে পড়ে না-হুইপ সামশুল হক

    আল্লাহর পথে চললে মানুষ বিপদে পড়ে না-হুইপ সামশুল হক

    ২৪ ঘন্টা ডট নিউজ।সঞ্জয়,পটিয়া : চট্টগ্রামের পটিয়া জিরি মাদ্রাসার ১১৩ তম বার্ষিক সভার প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি বলেছেন, আল্লাহর পথে চললে মানুষ বিপদে পড়ে না আল্লাহ মানুষকে বিপদমুক্ত করেন। তিনি নবী রাসূলের পথ অনুসরণ করে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

    আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া পটিয়া জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব বলেছেন, কোরান হাদীসের জ্ঞান অর্জনে ইহকাল ও পরকালের মুক্তি সম্ভব। জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্ঞান অর্জন অব্যাহত রাখতে হবে। এছাড়া অর্জিত জ্ঞান অন্যের প্রতি পৌঁছাতে হবে।

    পরনিন্দা মহাপাপ। আল্লাহর অলিদের সান্নিধ্য ও প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দাওয়াতে তাবলীগের গুরুত্ব রয়েছে।

    বক্তারা গতকাল (শুক্রবার) জিরি মাদ্রাসার ২ দিন ব্যাপি ১১৩ তম বার্ষিক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের এম.পি আবু রেজা নদভী।

    ২ দিন ব্যাপী তৌহিদি সমাবেশে বয়ান করেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ আশহাদ রশিদি মাদানী, জুনাইদ আল হাবিব, মুফতী মুজিবুর রহমান সিলেটি, মুফতী নজরুল ইসলাম কাছে¦মী, আজিজুল হক আল মাদানী, হাবিবুর রহমান মিছবাহ কুয়াকাটা, ছালাউদ্দিন নানুপুরী, শিহাব উদ্দীন নাটোর, হেফাজতের মহাসচিব জুনাইদ বাবু নগরী, ডাঃ আ. ফ. ম. খালেদ হোসাইন, মহিবুল্লাহ বাবুনগরী, আবদুল হালিম বোখারী, মুফতি রফিকুল ইসলাম বরিশালী, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ খোয়াইব, ব্যবসায়ী লোকমান হাকিম, মীর আবদুছ ছালাম ও মাওলানা মোস্তাক আহমদ প্রমুখ।

  • ফেইসবুক মার্কা নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগার চাই-হুইপ সামশুল হক

    ফেইসবুক মার্কা নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগার চাই-হুইপ সামশুল হক

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস নান্দনিক আয়োজনে পালনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে পটিয়ার আওয়ামী লীগ পূর্বের তুলনায় অনেক বেশী শক্তিশালী।

    কে কোন পদ পেয়েছে সেই বিচার বিশ্লেষন না করে জাতির পিতার আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ফেইসবুক মার্কা আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত আওয়ামী লীগার চাই।

    পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস নান্দনিক আয়োজনে সফল করার লক্ষে আজ ৮ ডিসেম্বর বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ও আবু ছালেহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় তিনি আরো বলেন, আমি কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করি না। যারা অপপ্রচারে লিপ্ত তাদের মুখোশ একদিন উন্মোচিত হবেই। তখন এ বানোয়াট অপ প্রচারের দায় কিন্তু তারা এড়াতে পারবেন না।

    তিনি লোক দেখানোর জন্য নয়, আন্তরিকতার মাধ্যমে উৎসব গুলো পালনের আহবান জানিয়ে বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়। তিনি বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিতদেরকে আওয়ামী পরিবারেরই সদস্য হিসেবে অভিহিত করে বলেন সিনিয়রদের সম্মান দেখাতে হবে প্রয়োজনে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।পটিয়া আওয়ামী লীগ

    বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

    বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, শাহাদাৎ হোসেন ফরিদ, আবদুল্লাহ আল হারুন, আলমগীর খালেদ, ঋষি বিশ্বাস, হাবিবুল হক চৌধুরী, এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, মোরশেদুল হক, দীপক শীল, নাছির উদ্দিন, মোজাম্মেল হোসেন রাজধন, আবু সফিয়ান টিপু, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, আলমগীর আলম, উজ্জল চৌধুরী চন্দন, নাছির উদ্দিন।

    এছাড়াও পটিয়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এতে বক্তব্য রাখেন।

  • পটিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

    পটিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

    চট্টগ্রামের পটিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (২রা নভেম্বর) শনিবার সকালে পালিত হয়েছে। ৪৮তম সমবায় দিবস উপলক্ষে এবার ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্র্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

    এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মো: হাবিব উল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন।

    সকালে র‌্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী ছাড়াও বিভিন্ন সমবায় সমিতিকে হুইপ সামশুল হক চৌধুরী এমপি ক্রেস্ট প্রদান করেন।

    সমবায় দিবসে হুইপ সামশুল হক চৌধূরী এমপি বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দারিদ্র বিমোচন ও আত্মনির্ভরশীল হওযার জন্য সমবায় সমিতি চালু করেন। সমবায় মানুষের দারিদ্র দূর করতে কাজ করে। সমিতি থেকে ঋন নিয়ে অনেকে কূটির শিল্প, মৎস, দুগ্ধ খামার করে আজ স্বাবলম্বী। কিন্তু কিছু কিছু সমবায় প্রতিষ্ঠান অতিহারে ঋন দিয়ে সুদের ব্যবসা শুরু করছে। তার মধ্যে নামসর্বস্ব সরকারি রেজিস্ট্রেশন নিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে উধাও হয়ে যাচ্ছে। এসব সমিতিকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

  • হুইপ শামসুল ও এমপি শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দুদকের চিঠি

    হুইপ শামসুল ও এমপি শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দুদকের চিঠি

    জাতীয় সংসদের হুইপ পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

    দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউতে এই সব চিঠি দেয়া হয়। চলমান শুদ্ধি অভিযানে নাম আসা ঠিকদার জিকে শামীম, হুইপ শামসুল হক চৌধুরী, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ অর্ধশত ব্যক্তির নাম তালিকায় রয়েছে।

    দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এইসব চিঠি পাঠানো হয়। অভিযুক্তদের কয়টি ব্যাংক একাউন্ট রয়েছে, একাউন্টগুলোতে কত টাকা রয়েছে এবং কবে কার কার সাথে লেনদেন হয়েছে – এসব তথ্য জানতে চাওয়া হয়েছে চিঠিতে

  • হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

    হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

    পটিয়ার সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ পটিয়ার যু্লীগ নেতা জমির উদ্দিনকে আটক করেছে।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় পটিয়া পৌর সদরের মাঝেরঘাটা নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

    পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন প্রতিবেদক কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জমির উদ্দিনকে আটক করা হয়েছে। শুনেছি তিনি যুবলীগ নেতা। তবে কোন পদে আছেন জানি না।

    স্থানীয় সুত্রে জানাগেছে, জমির আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। তার বিরুদ্ধে আগেও থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

    এক সময় তিনি পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    গত কিছুদিন ধরে হুইপ সামশুল হকের বিরুদ্ধে ফেইসবুকে ক্রমাগত স্ট্যাটাস দিয়ে আসছিল। এতে এমপি সামশুল হকের পক্ষে আবু সাঈদ তানভীর নামে একজন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে।

  • শেখ কামাল ফুটবল চ্যাম্পিয়নশীপ-১৯ এ ৭ দল চুড়ান্ত

    শেখ কামাল ফুটবল চ্যাম্পিয়নশীপ-১৯ এ ৭ দল চুড়ান্ত

    আগামী ১৯ অক্টোবর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ-২০১৯। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭টি দল চুড়ান্ত হয়েছে।

    এ উপলক্ষে রবিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টূর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন, সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান এম এ লতিফ এমপি, সদস্য সচিব এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও টূর্ণামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো: আলমগীরসহ কমিটির নেতৃবৃন্দরা।

    এ সময় টূর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন বলেন, টূর্ণামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ৭ টি দল ইতিমধ্যে চ’ড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আরো একটি দল নিশ্চিত করা হবে।

    এবার শুধু শহর নয় উপজেলাগুলোতেও প্রচারণা চালানো হবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল জগতে নতুন উন্মাদনা, উদ্দীপনার সুষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ক্রীড়া সংগঠক।

    প্রস্তুতি সভার সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, টূর্ণামেন্টের মাঠ, দর্শক গ্যালারী সহ পুরো ভেন্যূর সংস্কার করা হয়েছে। নতুন আদলে প্রেস বক্স করা হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে। সম্পূর্ণ আর্ন্তজাতিক মানের একটি ভেন্যুতে পরিণত করা হয়েছে। এবার শহরে জোরালোভাবে প্রচারণার চালানো হবে বলেও জানান তিনি।

    মেয়র আরো বলেন গত দুই বারের ভূল ত্রুটি শুধরে এবার আরো প্রাণবন্ত ফুটবল উপহার দেয়া হবে। এর মাধ্যমে নতুন ফুটবলার উঠে আসবে বলেও বিশ্বাস করেন তিনি।