কক্সবাজারের টেকনাফের চাইল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদসহ এক যুবককেেআটক করেছে র্যাব-১৫।
আজ রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম বর্ণিত স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদ সাদেক (১৯)কে আটক করতে সক্ষম হয়। আটক সাদেক টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রিজ এলাকায় মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়। এ সময় মজুদ করা ২৫৪ টি বিয়ার ও ২৪টি হুইস্কি জব্দ করা হয়েছে।