Tag: হুদয়

  • করোনা/শোকে জমাট হৃদয়,কেউ কারো মৃত্যু নিয়ে তেমন শোক করবে না-মু. সেলিম হক

    করোনা/শোকে জমাট হৃদয়,কেউ কারো মৃত্যু নিয়ে তেমন শোক করবে না-মু. সেলিম হক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মতামত ডেস্ক : এখন আগের মতো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দেখিনা। এটা তেমন মনেও রাখতে পারিনা। এখন দেখি কেবল মৃত্যু আর সুস্হতার সংখ্যা। হয়তো কিছুদিন পর এ দৃশ্য হবে আজকের মৃত্যু সংখ্যা সেদিনের আক্রান্তের সংখ্যার মতোই।

    করোনার প্রথম দিকে মৃত্যু ছিল একজন কিংবা বেশি হলে দুইজন। এটা মানসিক ভাবে মেনে নিতে বড়ই খারাপ লাগতো। দিনে দিনে এ সংখ্যা বাড়তে থাকলো।

    ঘুরে ফিরে ২০ নিচে থাকতো। হঠাৎ ২৮জন। কেন জানি ভয় লাগেনি। ভাবছি এটা কি এরকম থাকবে, সামনে আরো বাড়বে। আজ ৪০ দাড়াঁলো।হয়তো সামনে দিনে সংখ্যাটা শতের উপর যাবে, হয়তো হাজারে।

    তিনমাসে-মোট মৃত্যু দাঁড়ালো ৬শ’র মতো। আগামী কয়েক মাসে দৃশ্যটা কেমন হবে? এক অজানা মাথামোটা প্রশ্ন।

    তখন আমরা আক্রান্তের সংখ্যা হিসেব করবো না। করবো মৃত আর সুস্হতা নিয়ে। কত মরে কত বাঁচে। জায়গা নেই মেডিকেলে। রাস্তায় লোক পড়ে থাকবে, কেউ কারো মৃত্যু নিয়ে তেমন শোক করবে না। সবার আশেপাশে কেবল লাশ আর লাশ।

    শোকে জমাট হবে সবার হৃদয়। বেদনাহীন জীবন আমরা অভ্যস্ত হয়ে পড়বো। গন্ধ পাবো না জীবনের চলার পথে। অসচেতনতার বড়ই মাশুল আমরা দিবো। না দিলে হবো পৃথিবীর সেরা ভাগ্যবান জাতি!?

    মুহাম্মদ সেলিমহক-সাংবাদিক, লেখক ও কলামিস্ট