Tag: হুমকি

  • যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

    যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

    ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর প্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীয় কিষান মঞ্চের (বিকিএম) সভাপতি দেবেন্দ্র তিওয়ারিওকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ আগস্ট) দেবেন্দ্র তিওয়ারির আলমবাগের বাড়িতে একটি চিঠি পৌঁছায়। তাতে দেবেন্দ্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘নিরাপত্তারক্ষীরা আছেন, নয়তো অনেক আগেই যোগী আদিত্যনাথকে উড়িয়ে দিতাম। নিজেকে সংশোধন করুন। না হলে জীবন হারাবেন।’

    সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পরে ওই চিঠি নিয়ে তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন দেবেন্দ্র। এরপর তদন্তে নেমে সালমান সিদ্দিকি নামে এক ব্যক্তিকে আটক করে এফআইআর করেছে পুলিশ।

    বেআইনি কসাইখানা ও গরুপাচার বন্ধের জন্য রাজ্য পুলিশকে সম্প্রতি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছিলেন যোগী। সরকারের নির্দেশনা মেনে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের একাধিক মাংসের দোকান। এ নিয়ে প্রতিবাদ এবং ধর্মঘট কর্মসূচি করতে দেখা যায় অনেককে।

    উল্লেখ্য, গত কয়েকদিনে এ নিয়ে পরপর দুবার হত্যার হুমকি পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    এন-কে

  • রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

    রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

    রাউজান হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও খিরাম ক্বাদেরীয়া মুঈনীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দিদারুল আলমকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে অজ্ঞাতরা। শুধু তাই নয় তার ফেসবুক আইডি হ্যাক করে ছাত্রী দ্বারা ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে এমন হুমকিও প্রদান করা হয় মোবাইলে।

    এ ঘটনায় হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা দিদারুল আলম প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (১০৯২) করেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, রাউজান এমপির সাজানো গ্রাম, রাস্থাঘাট, ব্রীজ রক্ষাসহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার এলাকার মানুষ তার সমাজ উন্নয়ন মুলক কর্মকান্ডে সাথে রয়েছেন। এতে কিছু ব্যাক্তির চক্ষুশুল হওয়ায় তার চলমান এসব কর্মকান্ডে বাধাঁ দেওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে অজ্ঞাত ব্যাক্তিরা।

    তিনি জিডি কপিতে উল্লেখ করেন, গত ২৫- ১০-১৯ রাত ১১-০৫ মিনিটের সময় অজ্ঞাত ব্যাক্তি মোবাইলে ফোন করে বলেন,  ফেইজবুক আইডি হ্যাক করে তার প্রতিষ্টানের ছাত্রী দ্বারা তাকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে। এছাড়া হত্যার হুমকিও প্রদান করেন। ভীত হয়ে বার বার কল কেটে দিলেও তিনি ফের ফোন করে গালমন্দ করে আসছে। ফলে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে থানায় জি,ডি (১০৯২) করতে বাধ্য হয়েছি।

    এদিকে সমাজ সেবক এ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে দুঃখ প্রকাশ করেছেন মাদরাসা শিক্ষক মন্ডলি ও সাজেদা কবির চৌধুরী সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছাত্র- ছাত্রীরা।

    বিদ্যালয় প্রধান শিক্ষক জানে আলম শরীফ ও মাদরাসা প্রধান মাওলানা এরফানুল করিম সিদ্দকী দুঃখ প্রকাশ করে বলেন, এধরনের হুমকি দাতারা শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তায় বাধাগ্রস্ত করে যে কোন দূর্ঘটনা ঘঠাতে পারে। এসব হুমকি দাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।