ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে এলাকার সচেতন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাতে পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া সংস্হার স্হায়ী কার্যালয়ে হাজী রহমত আলি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন তাহসীনুল কুরআন একাডেমীর পরিচালক কে এম হাবীব মুক্তার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম জুনায়েদ।
সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা রহমত উল্লাহ, সাবেক সভাপতি শহিদুল আলম রুবেল, সভাপতি মোঃ মামুন উদ্দীন, এনাম উদ্দীন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর জীবন গড়া জন্য এবং এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে শিক্ষিত হওয়া অতিব জরুবি। তবে মনে রাখবে শিক্ষিত হওয়া আর সুশিক্ষিত হওয়ার মধ্য পার্থক্য রয়েছে। শিক্ষিত হয়ে তোমরা মানুষের মতো মানুষ হবে। সঠিক নেতৃত্ব এগিয়ে যাবে। সৎ সঙ্গ নিবে,অসৎ সঙ্গ ত্যাগ করবে। তাহলে সফল হবে।
এমন সময় তিনি অত্র সংস্থার নানা কার্যক্রমের জন্য প্রসাংশা করেন। এমন একটা সুন্দর অনুষ্ঠানের আযোজনে জন্য সবাইকে ধন্যবাদ জানান।