Tag: হেলপার

  • সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের বিশেষ অভিযানে লবণভর্তি ট্রাকে মিলল এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২৬ হাজার পিস ইয়াবা।

    সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকার বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়।

    এসময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করে র‌্যাব। তাছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৩৩৯)টি জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া আতরশোভা এলাকার মো. ইদালী হোসেনের ছেলে ও ট্রাক চালক মো. মাসুদ রানা (২৮) এবং একই জেলা সদরের লস্করপুর এলাকার মো. আফজাল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (২০)।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বিশেষ চেক পোস্ট স্থাপন করে র‌্যাবের বিশেষ টিম।

    রাত সোয়া ১১ টার সময় লবণভর্তি একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ট্রাকের চালক ও হেলপারের সিটের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাসহ দুজনকে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলম (৩০)।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজারস্থ টোবাকো গেইট এলাকায় এদূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দাঁড়ানো ট্রাক থেকে হেলপার সাইফুল রাস্তা পারাপারের সময় আরেকটি ঢাকামূখী পন্য বোঝায় ট্রাক সাইফুলকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সকালে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    নিহত সাইফুলের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব