Tag: হেলিকপ্টার বিধ্বস্ত

  • ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

    ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

    ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

    জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিল।ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর একই মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।

    ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের অধীনে ছিল।

    কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন।

    দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়।

    এ সময় জায়গাটি অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।

  • হেলিকপ্টার বিধ্বস্তে সস্ত্রীক নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন

    হেলিকপ্টার বিধ্বস্তে সস্ত্রীক নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন

    হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার বেলা ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ জনকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। টুইটে তিনি বলেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

    এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে উদ্ধার অভিযানে রয়েছেন কর্মীরা। ঘন ও গাঢ় ধোয়া উড়ছে। গাছের ওপর দিয়ে আগুন দেখা গেছে। স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা মৃতদেহগুলো সরিয়ে নিয়েছেন।

    ভারতের এয়ারফোর্স এক টুইটবার্তায় জানিয়েছে, হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে দিল্লি থেকে সুলুরের উদ্দেশে্য যাচ্ছিল। পথে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এটি বিধ্বস্ত হয়। তবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

    এন-কে

  • হেলিকপ্টার ক্র্যাশে কন্যাসহ নিহত হলেন কিংবদন্তী বাস্কেটবল তারকা ব্রায়ান্ট

    হেলিকপ্টার ক্র্যাশে কন্যাসহ নিহত হলেন কিংবদন্তী বাস্কেটবল তারকা ব্রায়ান্ট

    হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরলোকগমন করলেন বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট এবং তার কন্যা জিয়ানা।

    রবিবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। ৪১ বছর বয়সী ব্রায়ান্টের ব্যক্তিগত হেলিকপ্টার ছিল এটি এবং বিধ্বস্ত হয়ে নিচে পড়ার সময় এতে আগুন জ্বলছিল।

    লস অ্যাঞ্জেলস শহরের কাউন্টি শেরিফ জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা মোট নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। পথিমধ্যে লস এঞ্জেলেস থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টারটি।

    বাস্কেটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হয়ে থাকে এই ব্রায়ান্টকে। মার্কিন বাস্কেটবল লীগ এনবিএ’র পাঁচ বারের চ্যাম্পিয়ন ছিলেন ব্রায়ান্ট।

  • তাইওয়ানের সেনা প্রধান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

    তাইওয়ানের সেনা প্রধান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

    তাইওয়ানের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনা প্রধান নিহত হয়েছেন।

    তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই দুর্ঘটনায় তিন মেজর জেনারেলসহ আট সিনিয়র কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

    এক বিবৃতিতে বলা হয়, সেনা প্রধান শেন ই-মিং ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি তাইপে নগরীর কাছে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। নতুন চন্দ্র বছরের প্রাক্কালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলের সৈন্যদের নিয়মিত পরিদর্শনের জন্য উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়।

    এয়ার ফোর্স কমান্ডার সিউং হোচি সাংবাদিকদের জানান, ‘পাঁচজন বেঁচে গেলেও আমাদের আট সহকর্মী প্রাণ হারিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের পরিবারের জন্যে রয়েছে আমাদের সমবেদনা।’

    প্রেসিডেন্ট তিসাই ইং ওয়েনের কার্যালয় থেকে বলা হয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে তিনি তিনদিনের জন্যে তার নিবাচনী প্রচারণা বন্ধ রাখবেন।