Tag: হোটেল জামান’স

  • হো‌টেল জামান’স‌,সাদিয়া কিচেনসহ ৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

    হো‌টেল জামান’স‌,সাদিয়া কিচেনসহ ৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

    অননু‌মো‌দিত রং, হাই‌ড্রোজ, নকল চে‌রি, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, উৎপাদন, মেয়াদ বিহীন আইস‌ক্রিম, বা‌সি খাবার, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ বিক্রি এবং মেয়াদ বিহীন ব্রেড ব্যবহার ক‌রে বার্গার তৈ‌রি করাসহ নানা অপরাধে ৯ প্রতিষ্ঠানকে এক লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আজ ৩ নভেম্বর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ডবলমু‌রিং, খুল‌শি, চকবাজার, চান্দগাঁও, বায়ে‌জিদ ও পাঁচলাইশ থানার বি‌ভিন্ন এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয়। ‌

    জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক শা‌হিদা ফা‌তেমা চৌধুরী, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান পৃথক অ‌ভিযানগুলোর নেতৃত্ব দেন। অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।

    অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ডবলমু‌রিং থানার আগ্রাবাদ এলাকার হো‌টেল জামান’স‌কে উৎপাদন, মেয়াদ উ‌ল্লেখ বিহীন দই বিক্রি, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ, ফ্রি‌জে খোলা অবস্থায় বা‌সি খাবার সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে বা‌সি খাবার ধ্বংস করা হয়।

    একই এলাকায় উৎপাদন, মেয়াদ বিহীন ব্রেড ব্যবহার ক‌রে বার্গার তৈ‌রি করায় সাদিয়া’স কিচেনকে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে মানসম্মত উপকরণ ব্যবহার কর‌তে অনু‌রোধ করা হয়।

    পেঁয়াজসহ নিত্যপ‌ণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খাজা স্টোরকে ৫ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় রোকেয়া ফা‌র্মে‌সি‌কে ৬ হাজার টাকা জরিমানা ক‌রে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ ধ্বংস করা হয়।

    এদিকে অননুমোদিত কৃত্রিম রঙ, উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন আইসক্রিম বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় নগরীর ২নং গেইট মসজিদ গলিতে অবস্থিত জে এস স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে চকবাজারের আল মদিনা স্টোরকে ১৫ হাজার টাকা, তালুকদার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া চিটাগং বেকা‌রি‌কে অপ‌রিচ্ছন্ন প‌রি‌বে‌শে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে চকবাজা‌রে পেঁয়া‌জের বাজার তদার‌কি করা হয়।

    বহাদ্দারহাট বাজা‌রে মসলার দোকান সমূ‌হের বাটখারা পরীক্ষা করা হয়, হযরত মামুন খ‌লিফা স্টোর‌কে মেয়াদ বিহীন পণ্য বিক্র‌য়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা ক‌রে সতর্ক করা হ‌য়ে‌ছে।

    জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে তিনি জানান।