২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া আদালত রোড এলাকার নিজ চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হোমিও চিকিৎসকের নাম সজল খাস্তগীর (৫)। তিনি পৌরসদরের ২নং ওয়ার্ড এলাকার খাস্তগীর পাড়ার মৃত প্রভাত খাস্তগীরের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে পটিয়া থানার এস.আই. মোক্তার। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল দেখে তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছি। এরপরও কারণ অনুসন্ধান করে দেখছি।
এদিকে লাশ ময়নাতদন্ত ছাড়া দাহ করার জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন পটিয়া থানার এস আই মোক্তার।