Tag: হোয়াইক্যং

  • হোয়াইক্যংয়ে ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

    হোয়াইক্যংয়ে ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

    মোঃ আবছার কবির আকাশ, টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসীম উদ্দিন নামক এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জসীম উদ্দিন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।

    গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকার দিকে তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

    হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ সিকদার জানান, খাইরুল বশর গং ফুটবল খেলা নিয়ে বাড়াবাড়ি হওয়ায় এক ছেলেকে মারধর করে এতে সৈয়দ মিয়ার পুত্র জসীম উদ্দীন বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হসপিতালে নিয়ে যায় তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

    হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আরিফুর ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকঘাতের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে ৷ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।