Tag: হোয়াইক্যংয়ে

  • হোয়াইক্যংয়ে পাহাড়ি এলাকায় বনদস্যু আতংক

    হোয়াইক্যংয়ে পাহাড়ি এলাকায় বনদস্যু আতংক

    মোঃ আবছার কবির আকাশ, টেকনাফ প্রতিনিধি : টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি জনপদের মানুষ ডাকাত আতংকে রয়েছে। এই ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেছে ভূক্তভোগী এসব মানুষ।

    জানাযায়, উপজেলার হোয়াইক্যং পাহাড়ের পাদদেশে বসবাসকারী পশ্চিম কানজরপাড়া, নয়াপাড়া, নয়াবাজার, পশ্চিম সাতঘরিয়া পাড়া, পশ্চিম মহেশখালীয়া পাড়া, কম্বনিয়া পাড়া ও মরিচ্যাঘোনার লোকজন রাতের বেলায় ডাকাত আতংকে রয়েছে।

    উনচিপ্রাং ও চাকমারকূল ক্যাম্পের কয়েকটি স্বশস্ত্র চক্র গহীন পাহাড়ে অবস্থান নিয়ে স্থানীয় কিছু দূবৃর্ত্ত চক্রের যোগসাজশে এসব অপতৎপরতা চালিয়ে আসছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।

    সম্প্রতি কানজর পাড়া গ্রামে একদল রোহিঙ্গা স্বশস্ত্র দল স্থানীয়দের বাড়ি ডাকাতির প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলে জনগণ ও পুলিশ মিলে রুখে দেয়। পূর্বেও কানজর পাড়ার আবু বক্কর নামে ১জনকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এখনো রোহিঙ্গা স্বশস্ত্র ডাকাত দলের

    কারণে কানজরপাড়া বাঘঘোনা, করাচি পাড়া, বরখিলের লোকজন রাতের বেলায় বাড়িঘর ছেড়ে অন্য স্থানে গিয়ে রাতযাপন করছে।

    হোয়াইক্যং ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফ্ফার, এই ধরনের ঘটনার সত্যতা স্বীকার করেন।

    হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, এসব এলাকার জনসাধারণকে ভীতি প্রদর্শন, জিম্মি করে এবং লুটপাটের শংকা দিন দিন বাড়ছে। পাহাড়ে অবস্থানকারী স্বশস্ত্র দল দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দরকার।

  • হোয়াইক্যংয়ে পরিত্যক্ত মৃত নবজাতক উদ্ধার

    হোয়াইক্যংয়ে পরিত্যক্ত মৃত নবজাতক উদ্ধার

    টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন মিনাবাজার এলাকায় পরিত্যক্ত মৃত এক নবজাতক গত শুক্রবার সকাল ১১টায় পুলিশ উদ্ধার করেছে।

    স্থানীয়দের সুত্রে জানাযায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওর্য়াডে’র মিনাবাজার এলাকায় পুকুর পাড়ে আনুমানিক ৬/৭মাসে’র মৃত এক নবজাতক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টায় পরিত্যক্ত মৃত নবজাতক কে উদ্ধার করার পর। মৃত নবজাতকের বিষয় তাৎক্ষনিক কোন তথ্য না পাওয়ায় পুলিশ মৃত নবজাতকটি স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তি সহ চৌকিদারে জীম্মায় দিয়ে কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

    হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এএসআই আরিফুল ইসলাম জানান,আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ৬/৭ মাসের মৃত এক নবজাতক হোয়াইক্যং ইউনিয়নে’র ৬নং ওর্য়াডে’র মিনাবাজার সংলগ্ন পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।সকাল ১১টায় সঙ্গীয় র্ফোস সহ ঘটনাস্থলে গিয়ে মৃত নবজাতকটি উদ্ধার করি।

    তাৎক্ষনিক ভাবে ঘটনার সর্ম্পকে কোন তথ্য না পাওয়ায় সিনিয়র স্যারদের সাথে আলাপ করে স্থানীয় মেম্বার,চৌকিদার ও গন্যমান্য লোকদের জীম্মায় স্থানীয় করবস্থানে দাপনে’র ব্যবস্থা করা হয়েছে। তবে কি কারনে এই ঘটনাটি হয়েছে তা জানার জন্য তদন্ত অব্যহত রেখেছি।