Tag: ১০ কোটি টাকা ব্যয়

  • শাহ আমানত মার্কেট আধুনিকায়নে ১০ কোটি টাকা ব্যয় করবে চসিক

    শাহ আমানত মার্কেট আধুনিকায়নে ১০ কোটি টাকা ব্যয় করবে চসিক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, শাহ আমানত মার্কেট চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকায় অবস্থিত। নগরবাসীর কাছে এই মার্কেটের চাহিদা গুরুত্ব অত্যাধিক। ক্রেতা সাধারণের কাছে মার্কেটের চাহিদা আরো আকর্ষণীয় করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

    অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই বহুতল মার্কেট উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১০ কোটি টাকা ব্যয় করবে। এ প্রসঙ্গে তিনি শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটের সকল সমস্যা শিঘ্রই সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

    আজ শনিবার সন্ধ্যায় নগরীর শাহআমানত মার্কেট প্রাঙ্গনে শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ উপলক্ষে আযোজিত সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

    মেয়র বলেন, নির্বাচনে প্রতিদন্ধিতা করা সকলের অধিকার রয়েছে। এ নির্বাচনে জয় পরাজয় রয়েছে। তবে এই জয় পরাজয় রোষানলে না যায়, সে ব্যাপারে তিনি সকলকে সহনশীলতার পরিচয় দেয়ার পরামর্শ দেন। এ নির্বাচন নিয়ম-কানুন ও আচরণ বিধি-বিধান মেনে অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ এর প্রস্তুতি কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী। অনুষ্ঠিত সভায় সমিতির সদস্য সচিব দিদারুল আলম, ইসমাইল আজাদ, পলাশ পাল, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সৈয়দুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাল চৌধুরী মানু।