Tag: ১৭ মার্চ

  • ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মহানগর আ.লীগের কর্মসূচি

    ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মহানগর আ.লীগের কর্মসূচি

    আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচীর ঘোষণা করেছে।

    কর্মসূচীর মধ্যে রয়েছে ঐ সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় কে.সি.দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০ টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং শিশু কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার এবং একই সাথে উক্ত দিবসে নগরীর প্রতিটি ওয়ার্ড, থানায় বঙ্গবন্ধুর এ ভাষণটি সম্প্রচার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

    দিনব্যাপী এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহন করে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট মহানগর আওয়ামী লীগ, থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

    সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে।

    আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ সারাদেশে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।