Tag: ২ জোড়া স্বর্ণবার

  • চট্টগ্রামে এবার বিমান যাত্রীর জুতোর তলায় মিলল ২ জোড়া স্বর্ণবার

    চট্টগ্রামে এবার বিমান যাত্রীর জুতোর তলায় মিলল ২ জোড়া স্বর্ণবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে আবারো স্বর্ণবার উদ্ধার হয়েছে প্রবাস ফেরত যাত্রীর কাছ থেকে। এবার যাত্রীর জুতোর তলায় মিলেছে ২ জোড়া স্বর্ণবার। যার বতৃমান বাজার মূল্য ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

    গোপন সূত্রের খবরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ সরওয়ার উদ্দিনের জুতোর তলায় কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। আরো খবর : বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের যাত্রীর জুতায় ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ছাড়াও তার দেহ তল্লাশী করে আরো ২শ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া বিমান থেকে ওই যাত্রীর ব্যাগেজ এনে ২৫ কার্টন সিগারেট উদ্ধার করে এনএসআই টিম।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সরওয়ার উদ্দিন আবুধাবি-চট্টগ্রাম-ঢাকার টিকিট কাটেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ইমিগ্রেশন হওয়ার কথা ছিলো।

    বিমানটি শাহ আমানতে অবতরণের পর লাউঞ্জে সরওয়ারকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই টিম। পরে তার জুতার তলায় লুকানো ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার এবং দেহ তল্লাশী করে আরো ২শ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার পাওয়া যায়। পরে বিমানে তার ব্যাগেজ তল্লাশি করে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা স্বর্ণের বার, অলংকার ও সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন সারওয়ার-ই-জাহান।

    এর আগে গতকাল সোমবার রাত ৯টার সময় শারজাহ ফেরত বিমান যাত্রী রাউজানের বাসিন্দা মো. মোরশেদকে চ্যালেঞ্জ করে তার মলদ্বার থেকে ৮টি স্বর্ণবার উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। পরে তাকে আটক করে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।