Tag: ৯৯৯ এ ফোন

  • ৯৯৯ এ ফোন দিয়ে বাঁচলো মালয়েশিয়াগামী ডুবে যাওয়া ৭১ যাত্রী

    ৯৯৯ এ ফোন দিয়ে বাঁচলো মালয়েশিয়াগামী ডুবে যাওয়া ৭১ যাত্রী

    কক্সবাজার প্রতিনিধিঃ ৯৯৯ নাম্বারে কল করেই বাঁচলো সেন্টমার্টিনে ডুবে যাওয়া ট্রলারের মালয়েশিয়াগামী ৭১ জন যাত্রী। এসময় ১৫ জন যাত্রী মারা যান। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৫টার দিকে ছেঁড়া দ্বীপের কাছে ডুবো পাথরে ধাক্কা খেয়ে সাগরপথে মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যায়।

    ওই ট্রলারের যাত্রী আবদুল করিমই ৯৯৯ নাম্বারে কল করেন। আবদুল কক্সবাজারের উখিয়ার বাসিন্দা। তার ফোন পেয়ে কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করেন।

    করিম বলেন, সোমবার রাতে ১৩৮ মালয়েশিয়াগামী যাত্রীকে টেকনাফের নোয়াখালী পাড়া গ্রাম থেকে ছোট ছোট ট্রলারে করে বড় একটি ট্রলারে নিয়ে যায় দালালরা।

    কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবি

    সেন্টমার্টিনের দক্ষিণের দিকে ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ট্রলারটি পাথরের সঙ্গে ধাক্কা লাগে। পরে তলা ফেটে ট্রলার টিতে পানি ঢুকতে শুরু করে। এ সময় দালাল ও মাঝি-মাল্লারা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

    মালয়েশিয়া সেন্টমার্টিনে ট্রলারডুবি

    করিম আরো জানান, তিনি ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনার কথা বলেন। সেখান থেকে টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কনে. সোহেল রানার নাম্বার দেওয়া হয়।

    কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবি

    পরে তার সঙ্গে ফোনে কথা বলে বিস্তারিত জানান আব্দুল। তারই সূত্র ধরে শাহপরী ও সেন্টমার্টিন থেকে কোস্টগার্ডের দুটি দল খোঁজা শুরু করে। তবে কোস্টগার্ডের অনুসন্ধানী দল খুঁজে পাওয়ার আগে ট্রলারটি ডুবে যায়।

    কোস্টগার্ড জানায়, তাদের সদস্যরা ভাসমান অবস্থায় ১৫টি লাশ উদ্ধার করেন। এর মধ্যে ১২ জন নারী ও তিনটি শিশু। এছাড়া ৭১ জনকে (৪৬ জন নারী, ২১ জন পুরুষ, ৪ শিশু) জীবিত উদ্ধার করা হয়।

  • ৯৯৯ এ ফোন করে ধর্ষণ থেকে রক্ষা পেল তরুণী

    ৯৯৯ এ ফোন করে ধর্ষণ থেকে রক্ষা পেল তরুণী

    বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় এলাকায় রবিবার দিবাগত রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী।

    এ ঘটনায় ইয়াসমিন আক্তার, রনি দত্ত (২৩), মো. জোবায়ের (২৮) এবং নেয়ামতকে (৩৮) আটক করেছে পুলিশ।

    জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা ৫৬ মিনিটে ভীত, সন্ত্রস্ত ও উদ্বিগ্ন একজন তরুণী ৯৯৯ এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান।

    কলার জানায় তাকে কাঠগড়ের একটি বাড়িতে চাকরি দেয়ার কথা বলে আটকে রাখা হয়েছে। তাকে দিয়ে খারাপ কাজ করানো হতে পারে, তাই সে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে লুকিয়ে সেখান থেকে ৯৯৯ এ ফোন করেছে তাকে উদ্ধার করার জন্য।

    ৯৯৯ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় এবং পতেঙ্গা থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে পতেঙ্গা থানার এসআই সুমন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

    এ বিষয়ে এসআই সুমন জানান, কাঠগড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিম ১৭ বছর বয়সী তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

    তিনি আরও জানান, তরুণী চাকরির সন্ধানে চট্টগ্রাম এসেছিলেন। পরে আটক ইয়াসমিন আক্তারের সাথে তার পরিচয় হয়। তাকে চাকরি দেয়ার কথা বলে কাঠগড়ে তার বাসায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল পতিতাবৃত্তি করানোর জন্য। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।