কক্সবাজার প্রতিনিধিঃ ৯৯৯ নাম্বারে কল করেই বাঁচলো সেন্টমার্টিনে ডুবে যাওয়া ট্রলারের মালয়েশিয়াগামী ৭১ জন যাত্রী। এসময় ১৫ জন যাত্রী মারা যান। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৫টার দিকে ছেঁড়া দ্বীপের কাছে ডুবো পাথরে ধাক্কা খেয়ে সাগরপথে মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যায়।
ওই ট্রলারের যাত্রী আবদুল করিমই ৯৯৯ নাম্বারে কল করেন। আবদুল কক্সবাজারের উখিয়ার বাসিন্দা। তার ফোন পেয়ে কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করেন।
করিম বলেন, সোমবার রাতে ১৩৮ মালয়েশিয়াগামী যাত্রীকে টেকনাফের নোয়াখালী পাড়া গ্রাম থেকে ছোট ছোট ট্রলারে করে বড় একটি ট্রলারে নিয়ে যায় দালালরা।
সেন্টমার্টিনের দক্ষিণের দিকে ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ট্রলারটি পাথরের সঙ্গে ধাক্কা লাগে। পরে তলা ফেটে ট্রলার টিতে পানি ঢুকতে শুরু করে। এ সময় দালাল ও মাঝি-মাল্লারা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
করিম আরো জানান, তিনি ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনার কথা বলেন। সেখান থেকে টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কনে. সোহেল রানার নাম্বার দেওয়া হয়।
পরে তার সঙ্গে ফোনে কথা বলে বিস্তারিত জানান আব্দুল। তারই সূত্র ধরে শাহপরী ও সেন্টমার্টিন থেকে কোস্টগার্ডের দুটি দল খোঁজা শুরু করে। তবে কোস্টগার্ডের অনুসন্ধানী দল খুঁজে পাওয়ার আগে ট্রলারটি ডুবে যায়।
কোস্টগার্ড জানায়, তাদের সদস্যরা ভাসমান অবস্থায় ১৫টি লাশ উদ্ধার করেন। এর মধ্যে ১২ জন নারী ও তিনটি শিশু। এছাড়া ৭১ জনকে (৪৬ জন নারী, ২১ জন পুরুষ, ৪ শিশু) জীবিত উদ্ধার করা হয়।