Tag: ট্রেনের ধাক্কা

  • ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

    ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও গুরুতর।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

    বুড়িচং থানার ওসি আজিজুল হক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়রা জানান, সকালে রেলক্রসিং পার হচ্ছিল একটি অটোরিকশা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সীতাকুণ্ডের জোরআমতলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

    সীতাকুণ্ডের জোরআমতলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে রেললাইনের ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্বার করেছে পুলিশ।

    আজ সোমবার(৫ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোরআমতলা এলাকার রেললাইনের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্বার করে।

    স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, মধ্যে বয়সী লোকটি রেললাইন দিয়ে হেঁটে ব্রীজ পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ব্রীজের নিচে পড়ে গিয়ে মারা যায়।

    তবে ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, রেললাইনের ব্রীজের নিচ থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে, পোষ্টমোটেমের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব