Tag: রাউজান

  • শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নোয়াপাড়া পথের হাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচখাইন গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের সন্তান শওকত আকবর। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শওকতের মা খতিজা খাতুন, ভাগিনী শাহীন আকতার, শাওন আকতার, শাইদ তালুকদার।

    লিখিত অভিযোগে শওকত আকবর অভিযোগ করে বলেন ‘পূর্ব শত্রুতার জের ধরে পাঁচখাইন ৫নম্বর ওয়ার্ডে নাছের উদ্দিন, মো. সাইফুদ্দিন চিহ্নিত সন্ত্রাসী দিয়ে আমাকে (শওকত আকবর), আমার মা, বোন, স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করা হয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে বাপ্পী শীলের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল জায়গা দখলের চেষ্টা করে পুণরায় হামলা করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এছাড়া প্রতিপক্ষ উল্টো আমাকে ও আমার পরিবারকে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুষ্টু তদন্ত পূর্বক সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

    রাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

    চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোঃ আবদুল কাদের (৩১) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।

    শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত গাড়ি চালক চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে যাত্রী নিয়ে রাউজানে এসেছিলেন সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদের। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় সড়কের পাশেই নিজের গাড়ী বন্ধ করে বসা অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে গুরুতর আহত হন চালক আবদুল কাদের। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে এসে আহাজারিতে ফেটে পড়েন।

    রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

  • রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অনেকে গুলিবিদ্ধ

    রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অনেকে গুলিবিদ্ধ

    চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিবদমান দুই গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত ৪ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

    চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • রাউজানে নির্যাতনের শিকার ছয় পরিবারের সংবাদ সম্মেলন

    রাউজানে নির্যাতনের শিকার ছয় পরিবারের সংবাদ সম্মেলন

    চট্টগ্রামের রাউজানে বিগত ১৫ বছর ধরে ছয় পরিবারের উপর জুলুম নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার কদলপুর ইউনিয়নের সন্ত্রাসী সাহাতাব উদ্দিন চৌধুরী প্রকাশ ছোট্টয়্যা ও তার লালিত সন্ত্রাসীদের নির্যাতনে প্রায় ১৫ বছর বাড়ি ছাড়া ছিল উপজেলার কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর রমজান আলী চৌধুরী বাড়ির বাসিন্দা এ.কে. এম আনোয়ারুল আজিম চৌধুরী ও এ.কে.এম মিজানুর রহমান চৌধুরীসহ ছয় ভাইয়ের পরিবার। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর ১৫ বছর ধরে বাড়িছাড়া ছয় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসলে
    সন্ত্রাসী ছোট্টয়্যার নেতৃত্বে ছয় পরিবারে পুনরায় হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ করেছেন পরিবার গুলো।

    ৯ নভেম্বর সন্ধ্যায় রাউজান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগি ছয় পরিবারের লোকজন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ.কে.এম মিজানুর রহমান চৌধুরী বলেন ১ নভেম্বর দীর্ঘ ১৫ বছর পর বসত ভিটা পরিষ্কার পরিচ্ছন্ন পূর্বক জরাজীর্ণ থাকার বসত ঘর গুলো মেরামত করতে যায়। এসময় একটি মাইক্রো বাস যোগে সাহাতাব উদ্দিন চৌধুরী প্রকাশ ছোট্টয়্যার নেতৃত্বে ১০/১২জন অস্ত্র নিয়ে আমাদের বড় ভাই সাইফুদ্দিন চৌধুরী ও আনোয়ারুল আজীম চৌধুরীসহ কাজের লোকজনকে মারধর করে। একই সাথে মোট অংকের চাঁদা দাবি করেন। এ ব্যাপারে রাউজান থানায় এজাহার দায়ের করি। এ ঘটনার দুইদিপর আমার ভাই জয়নাল আবেদীন দুইজন শ্রমীক নিয়ে বাড়ি ঘর পরিষ্কার করতে গেলে একই কায়দায় মোটা অংকের চাঁদা দাবি করে প্রয়োজনী কাগজপত্র সম্বলিত ব্যাগ ও মোবাইল সেট ছিনিয়ে দেয়। এ ঘটনায় ৩ নভেম্বর রাউজান থানায় একটি মামলা কার। পুলিশ তদন্ত করে অভিযোগটি এজাহারভুক্ত হয়। এ মামলায় একজনকে পুলিশ গ্রেফতার করে।

    তিনি বলেন, ৮ নভেম্বর ২০/৩০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে থাকার ঘর, রান্না ঘর ও দুইটি কাচারী ঘর সম্পূর্ণ ভেঙ্গে দেয়। ঘরে থাকা মূল্যেবান জিনিষপত্র প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। তিনি পতিত স্বৈরাচারী সরকারের দোষর সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর লালিত সন্ত্রাসী সাহাতাব উদ্দিন চৌধুরী প্রকাশ ছোট্টয়‍্যার সহ হামলাকারী সকল সন্ত্রাসীদেও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

  • রাউজান প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা

    রাউজান প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা

    রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম বেলাল উদ্দীন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশন ও সময়ের কাগজের প্রতিনিধি নেজাম উদ্দিন রানা।

    অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ), সহ-সভাপতি পদে শাহেদুর রহমান মোরশেদ (নয়াদেশ, রাউজান বার্তা), হাবিবুর রহমান (আমাদের সময়, রাউজান টিভি), যীশু সেন (ইনফো বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান আনছারী (আমার সংবাদ), সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আজকের দর্পণ, বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ (সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত) প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম)।

    ৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাউজান প্রেসক্লাবে ভোটগ্রহণ চলে। এতে উৎসবমূখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রদীপ শীল ও সদস্য শফিউল আলম, কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করেন।

    প্রেস ক্লাবে বসে নির্বাচন উপভোগ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাঙুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আছলাম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সুমন পল্লব, সংগঠক মঞ্জুরুল আলম।

    প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ আসলাম, জাহাঙ্গীর নেওয়াজ, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, জিয়াউর রহমান, কামাল উদ্দিন হাবিবী, আরফাত হোসাইন, আমির হামজা, আনিসুর রহমান।

    নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • রাউজানে আয়নাঘর সৃষ্টিসহ সকল অপকর্মের কুশীলবদের বিচারের আওতায় আনা হবে: গিয়াস 

    রাউজানে আয়নাঘর সৃষ্টিসহ সকল অপকর্মের কুশীলবদের বিচারের আওতায় আনা হবে: গিয়াস 

    রাউজান প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাতারাতি কোনোকিছু পরিবর্তন হবেনা। অন্তবর্তীকালীন সরকার মাত্র কিছু সময় পূর্বে দায়িত্ব নিয়েছে।

    ১১ অক্টোবর (শুক্রবার) রাউজান গহিরাস্থ বাসভবনে রাউজানের আয়নাঘর ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন।

    সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে রাউজানে নিরীহ মানুষের জায়গাজমি জবরদখল করা হয়েছে।

    আমরা তথ্যগুলো যাচাই করে তালিকা তৈরি করছি। এগুলো ভূমি মন্ত্রনালয়ে পাঠানো হবে। গহিরা কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়নাঘর কিভাবে তৈরি হয়? কাদের নির্দেশে আয়নাঘর হয়েছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। শুনেছি, সাবেক এমপির বাগানবাড়িতে নাকি আরো একটা আয়নাঘর রয়েছে। যারাই এই আয়নাঘর তৈরির নির্দেশদাতা, যাদের ইন্ধনে এগুলো গড়ে উঠেছে গণমাধ্যম কর্মীদের বিষয়টি সরেজমিনে গিয়ে প্রতিবেদন তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

    এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম, পৌর বিএনপি নেতা হোসেন চৌধুরী, আসাদুজ্জামান এনাম, মোহাম্মদ সাহেদুল মোস্তফা, সালাউদ্দীন সেলিম নেজাম, কে এম মাসুদ করিম, আহমেদ সোয়েকানু, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রাশেদ।

    সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, বিএনপির নেতা-কর্মীরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেনা। যারা দলের পরিচয় দিয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত হবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।

  • হচ্ছারঘাট সেতু নিয়ে দুই এলাকায় জনসাধারণের সাথে প্রতারণা করেছে দুই অবৈধ এমপি করিম-সনি: জীবন

    হচ্ছারঘাট সেতু নিয়ে দুই এলাকায় জনসাধারণের সাথে প্রতারণা করেছে দুই অবৈধ এমপি করিম-সনি: জীবন

    রাউজান উপজেলা উত্তর হলদিয়া ফটিকছড়ি সীমান্তর হচ্ছারঘাট বন্যায় কবলিতা সর্ত্তার খাল ভাঙ্গা পরিদর্শন করেন রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটি অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন জীবন।

    আজ রবিবার (১ সেপ্টেম্বর) এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন বাহাদুর, হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মানিক, খিরাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বাবর, যুবদল নেতা কবির, হলদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শফি যুগ্ম আহবায়ক দিদারুল আলম, যুবদল নেতা ইলিয়াস, জামাল, ওসমান গনি, জামাল উদ্দিন, তসলিম উদ্দিন, গিয়াসউদ্দিন জুবাই, হালিম, গিয়াস, হুমায়ুন জহির শুভ জয়নাল, জসিম উদ্দিন, আনিস সহ প্রমুখ।

    রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য মহিউদ্দিন জীবন বলেন গত বছর নভেম্বর মাসে রাউজান ও ফটিকছড়ি উপজেলা মধ্যে হচ্ছারঘাট সেতু নির্মাণ উদ্বোধন করেন রাউজানে অবৈধ এমপি ফজলে করিম, খাতিজাতুল আনোয়ার সনি মিলে ফটিকছড়ি খিরাম ইউনিয়ন, রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়ন জনসাধারণের সাথে সেতু নিয়ে প্রতারণা করেছেন।

    আমরা জানতে পারি, হচ্ছারঘাট সেতু কোন টেন্ডার হয়নি, যদি টেন্ডার হয়ে থাকতো, আজ এক বছর হয়ে যাচ্ছে কেন সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছেনা, যদি টেন্ডার হত ঠিকাদারের নাম প্রকাশ থাকতো। তাঁরা দুইজন অবৈধভাবে ক্ষমতা দখল করে। রাউজান ফটিকছড়ি জনসাধারণের সাথে প্রতারণা করেছে। আজ তাঁরা কোথায় জনগণের সাথে প্রতারণা করে টিকে থাকতে পারেনি।

  • সাবেক এমপি ফজলে করিমের বাগান বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

    সাবেক এমপি ফজলে করিমের বাগান বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

    চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ির পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইউসুফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন সাবেক সংসদ সদস্যের বাগান বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ শামসু মিয়ার পুত্র। সে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

    নিহত ইউসুফের পরিবারের দাবী, শনিবার দুপুরে ঘর থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন এলাকায় তার খোঁজ নিয়ে তার হদিশ পাননি। রবিবার সকাল দশটার দিকে বাগানবাড়ির পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পান স্বজনরা।

    খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের ডান কাধের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

    নিহতের ছোট ভাই মহিউদ্দিন জানান, দীর্ঘ প্রবাস জীবন শেষে ৩/৪ বছর পূর্বে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বাগান বাড়িতে কর্মচারির কাজ নেন মো. ইউসুফ মিয়া। গত ৫-৬ মাস পূর্বে চাকুরী থেকে ইস্তফা দেন তিনি। কয়েকটি এনজিও থেকে ঋণগ্রস্থ ছিলেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে ধারণা নেই কারো।
    তার মৃত্যুের পর পরিবারের সদস্যরা আহাজারিতে ফেটে পড়েন।

    রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া লাশের ডান কাধের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

  • হলদিয়ায় বন্যাকবলিত জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

    হলদিয়ায় বন্যাকবলিত জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

    রাউজানের হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত স্থান পরিদর্শন করেছেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মহিউদ্দিন জীবন, রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাবুল।

    নেতৃবৃন্দ ১ নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা, হলদিয়া, গর্জনীয়া, ইয়াছিন নগর, জানিফাতর এলাকার পরিদর্শন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ যুবদল নেতা ফারভেছ, লোকমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক দিদারুল আলম মানিক, ওসমান, গিয়াস উদ্দিন জুবায়ের, জামাল উদ্দিন, রুবেল, ছাত্র নেতা বাবু, ফোরকান হুম্মান জহির শুভ গিয়াস উদ্দিন, শফিউল আজম, বাদশা মওলানা আবু তালেব, নয়ন প্রমুখ।

    পরিদর্শন কালে নেতৃবৃন্দ বলেন, আমাদের রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছি।  হলদিয়া ইউনিয়নে জনগণের সাথে থাকার জন্য সবাইকে আহবান জানাই। আমরা হলদিয়া ইউনিয়নের জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের পাশে থাকতে চাই।

  • রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিজাত রেস্টুরেন্ট, ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিজাত রেস্টুরেন্ট, ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাকওয়া নামের একটি অভিজাত রেস্টুরেন্ট পুড়ে গেছে।

    ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর চারটার দিকে এই ঘটনাটি ঘটে। এতে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী বখতিয়ার হোসেন, আনোয়ার মেম্বার, মাহাবু্ব আলম, মোহাম্মদ ওমর ফারুক।

    জানা গেছে, রাতে রেস্টুরেন্ট বন্ধ করে মালিক-কর্মচারিরা বাসায় চলে যান। ভোর রাতে মার্কেটে আগুন দেখে নৈশপ্রহরী বিষয়টি রেস্টুরেন্টের মালিককে জানানোর পর তারা বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসের রাউজান ও কালুরঘাট ইউনিটকে জানালে দমকল বাহিনীর লোকজন দ্রুত সময়ের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় আশপাশের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাকওয়া রেস্টুরেন্ট পুরোপুরি ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন দমকল বাহিনী।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রেস্টুরেন্টটিতে ১০/১২ জন কর্মচারি কাজ করতো। প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি কর্মচারিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

  • রাউজানে পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু

    রাউজানে পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু

    রাউজানের তিন ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলাংগারা গ্রামে পুকুরে ডুবে মারা যায় দুই বছর বয়সী শিশু অনুশকা দে।

    অপর ঘটনায় একই দিন দুপুর ১১টায় মৃত্যু হয় চিকদাইর ইউনিয়নের করম আলী হাজী বাড়ির তিন বছরের শিশু তাহামনি।

    স্থানীয়রা জানিয়েছেন, নিহত শিশু অনুশকা লেলেনগড়া গ্রামের সুমন দে ও তাহামিন চিকদাইর ইউনিয়নের মহিউদ্দিনের কন্যা।

  • হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হলেন পঞ্চম বারের মতো এমপি নির্বাচিত ফজলে করিম

    হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হলেন পঞ্চম বারের মতো এমপি নির্বাচিত ফজলে করিম

    নেজাম উদ্দিন রানা , রাউজান (চট্টগ্রাম) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাউজানের সর্বস্থরের মানুষ।

    শপথ গ্রহণ শেষে ১৪ জানুয়ারি রবিবার সকাল ৮ ঘটিকায় রাউজানে এসে প্রথমে নিজ গ্রাম গহিরায় বাবা-মার কবর জিয়ারত করেন সাংসদ ফজলে করিম চৌধুরী। এরপর সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে সেখানে পূর্ব থেকে অপেক্ষমান রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান পৌরসভা, রাউজান ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রাউজান দলিল লেখক সমিতি, রাউজান গার্ল গাইডস স্কাউটস, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও বৃক্ষের চারা দিয়ে এবি এম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধিত করেন।

    হাজারো মানুষের ভালোবাসায় আপ্লূত হয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় রাউজানের ভোটারসহ অকুন্ঠ সমর্থনের জন্য সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ সময় তিনি বলেন, আমি রাউজানবাসীর কাছে ঋণী। আমার রাজনৈতিক দর্শন হচ্ছে মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নব নির্বাচিত সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানের উন্নয়ন অগ্রযাত্রা আরো বেগবান করে রাউজানের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীকে আম গাছের চারা উপহার দিয়ে সংর্বধিত করেন । পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে চারা উপহার দেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি জিয়াউর রহমান, কার্য নির্বাহী সদস্য কামাল হাবিবি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া।