২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতাকর্মীরা।
নাসিরাবাদস্থ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর টেকনিক্যাল মোড়, বেবিসুপার, ২নং গেইট প্রদক্ষিণ করে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমীক ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও ছাত্র সংসদের জি.এস. শাহাদাত হোসেন ওমরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, নগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, মহানগর ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন, আনিসুল ইসলাম সাজিদ, ইমন সরকার, ইয়াসিন আরাফাত বাপ্পী, রাকেশ উদ্দিন, পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত ওসমান সজিব।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে গিয়েছিলেন। দেশের মানুষের প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বার বার নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেছিলেন। দেশের জন্য বঙ্গবন্ধুর যে ত্যাগ সেখান থেকে শিক্ষা নিয়ে নির্লোভ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের জন্য করে যাওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ, ন্যাশনাল পলিটেকনিক কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রলীগ ও বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply