২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মাহমুদাবাদ এলাকার কাপ্তান বাড়ির মো. আব্দুল মজিদের পুত্র বলে জানা যায়।
রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার এস আই জুলফিকার হোসেনের নেতৃত্ব পুলিশ দীঘিনালার হেমন্ত পুকুর পাড়ের দক্ষিনে একটি লাউ ক্ষেতের ভিতর অভিযান চালিয়ে উক্ত আসামিকে অস্ত্রসহ আটক করে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (ক) ধারায় আভিযোগ গঠন করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply