চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

চট্টগ্রামে কোয়ারেন্টিনে

২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামে মোট ৯৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি কোয়ারেন্টিনে থাকা সকলকে কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

এদিকে, করোনা শনাক্তের কিট আগামী দুই এক দিনের মধ্যে চট্টগ্রাম আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

জানা যায়, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- বিআইটিআইডি এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডাক্তার এবং দুইজন টেকনিশিয়ানকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তারা প্রশিক্ষণ শেষ করে কিট নিয়ে আসবেন। এরপরই চট্টগ্রামে করোনা রোগের পরীক্ষা শুরু হবে। এছাড়া করোনা মোকাবিলায় বিভিন্ন স্থানে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক।

২৪ ঘন্টা/ আর এসপি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *