বোয়ালখালীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করলো আ.লীগ নেতা

বোয়ালখালীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করলো আ.লীগ নেতা

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকে বেধরক মারধর করে আহত করেছে আওয়ামী লীগ নেতা।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষক রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বোয়ালখালীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করলো আ.লীগ নেতা
উপজেলার আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাশেদুল ইসলাম

এ ব্যাপারে পোপাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।

তিনি বলেন, বুধবার বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে কাজ করা সময় সৈয়দ নজরুল ইসলাম এসে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ জানালে চড় থাপ্পরসহ কিল ঘুষি মারতে শুরু করে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে সে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *