২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামের দামপাড়া এলাকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফৌজদারহাটের বিআইটিআইডিতে আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়।
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনের রিপোর্ট পজেটিভ আসে। বাকিদের কারও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
সিভিল সার্জন আরো বলেন, অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার আক্রান্ত রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় তাঁর নমুনা পরীক্ষা হওয়ার পর করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ওই রোগীর বয়স ৬৭ বছর। বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার সময় বিদেশফেরত কারওর সংস্পর্শে তিনি এসেছেন কিনা চিকিৎসকেরা জানতে চেয়েছিলেন। রোগী ‘না’ সূচক জবাব দিয়েছিলেন।
আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন গনমাধ্যমকে বলেছেন, চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হলো। পুলিশ রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন থেকে লোকটি আক্রান্ত হতে পারেন।
তিনি বলেন, চট্টগ্রামের লোকজন এখনো ভয়াবহ ভাইরাসটি সম্পর্কে গুরুত্ব দিচ্ছে না। বাইরে অবাধ বিচরণ করছে। মসজিদেও ভিড় কমছে না। এটাই চিন্তার বিষয়। সবাই সতর্ক না হলে বিপদ থেকে রক্ষা পাবে কীভাবে?
এই মুহূর্তে ঘর থেকে বের না হয়ে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
Leave a Reply