চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৬০৩

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬০৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৩৬ এবং উপজেলা পর্যায়ে ১৬৭ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৯০৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬০৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে নগরে ৪৯,৭১৮ জন এবং উপজেলা পর্যায়ে ১৪,৫৮১ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৭১ জনের নমুনা পরীক্ষায় ২০৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৫৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৯০ এবং উপজেলায় ২৬৭ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *