সীতাকুণ্ডে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে আরেকটি একই গাড়ির ধাক্কায় লিটন মিয়া (২৮) নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই গাড়ির চালকও।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বড় দারোগারহাট এলাকার ওজন স্কেলর সামনে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া ভোলা জেলার দৌলত খাঁ থানার আব্দুর রব এর পুত্র।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। জানা যায়, মহাসড়কে দাড়িঁয়ে থাকা ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে পিছনের গাড়ির হেলপার ঘটনাস্থলে প্রাণ হারান। এতে ওই গাড়ির ড্রাইভারও আহত হয়।
উদ্ধার কাজে এগিয়ে আসা সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, দুই গাড়ির সংঘর্ষে একজন গাড়ির সহকারী ঘটনাস্থলে নিহত হন। লাশটি উদ্ধার করে আমরা কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িকে বুঝিয়ে দিয়েছি।
২৪ ঘন্টা/কামরুল দুলু
Leave a Reply